চললি রাজপথে রাই সুনাগরি লাসবেশ করি অঙ্গে। স্বর্ণ ঘটি করি গাবিঘৃত ভরি প্রাণ সখিগণ সঙ্গে।। বেনন পাটের জাল বান্ধিয়া কবরী বেড়িয়া মালতী-মালে। সিঁথায় সিন্দুর লোচনে কাজর অলক তিলক ভালে।। মণিময় অভরণ শ্রবণে কুণ্ডল গীমে সুরেশ্বরী হার। রূপ নিরূপম বিচিত্র কাঁচুলি পীন পয়োধর ভার।। চরণ-কমলে রাতুল আলতা মোহন নূপুর বাজে। গোবিন্দদাস ভণে ও রূপ যৌবনে জিতবি […]
keyboard_arrow_right