ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • আবেশে অবশ অঙ্গ ধীরে ধীরে চলে
    আবেশে অবশ অঙ্গ ধীরে ধীরে চলে। ভাব-ভরে গর গর আঁখি নাহি মেলে।। নাচে পহুঁ রসিক সুজান। যার গুণে দরবয়ে দারু পাষাণ।। পূরুব-চরিত যত পিরিতি-কাহিনী। শুনি পহুঁ মুরছিত লোটায় ধরণী।। পতিত হেরিয়া কান্দে নাহি বান্ধে থীর। কত শত ধারা বহে নয়নের নীর।। পুলকে মণ্ডিত কিবা ভুজযুগ তুলি। লুলিয়া লুলিয়া পড়ে হরি হরি বলি।। কুলবতীর ঝুরে মন […] keyboard_arrow_right
  • আমরা সরল পীরিতি গরল
    আমরা সরল পীরিতি গরল লাগিল অমিয়াময়। মহানন্দ রীতি বিছুরিলুঁ পতি কলঙ্কী সকলে কয়।। সই, দৈবে হৈল হেন রীত। অন্তর জ্বলিল পরাণ পুড়িল ঐছন কানুর প্রীত ।। ধ্রু মাটী খোদাইয়া খাল বনাইয়া উপরে দেয়ল চাপ। (আগে) আহার দিয়া মারয়ে বান্ধিয়া এমন করয়ে পাপ।। নায়ে চড়াইয়া দরিয়ায় লৈয়া ছাড়য়ে অগাধ জলে। ডুব ডুব করে ডুবিয়া না মরে […] keyboard_arrow_right
  • আমরা সরল পীরিতি গরল
    আমরা সরল পীরিতি গরল লাগিল অমিয়া ময়। মহানন্দ রীতি বিছুরল পতি কলঙ্ক সবাই কয়।। সই, দৈবে হৈল হেন মতি। অন্তরে জ্বলিল পরাণ পুড়িল ঐছন পীরিতি রীতি।। মাটী খোদাইয়া খাল বনাইয়া উপরে দেওল চাপ। আগে আহার দিয়া মারল বাঁধিয়া এমন করয়ে পাপ।। নৌকায় চড়ায়ে দরিয়াতে লয়ে ছাড়য়ে অগাধ জলে। ডুবু ডুবু করে ডুবিয়া না মরে উঠিতে […] keyboard_arrow_right
  • আমার মনের কথা শুন লো সজনি
    আমার মনের কথা শুন লো সজনি। শ্যাম বঁধু পড়ে মনে দিবস-রজনী।। কিবা গুণে কিবা রূপে মোর মনে বাঁধে। মুখেতে না সরে বাণী দুটি আঁখি কাঁদে।। চিতের অনল কত চিতে নিবারিব । না যায় কঠিন প্রাণ কারে কি বলিব ।। চণ্ডীদাস বলে প্রেমে কুটিলতা রীত। কুল-ধর্ম্ম লোকলজ্জা নাহি মানে চিত।। keyboard_arrow_right
  • আমার কিশোরী কিছু না জানয়ে
    “আমার কিশোরী কিছু না জানয়ে বঞ্চিব কেমন করি। সব পাসরিয়া চলিলা ছাড়িয়া আঁধার গোকুল-পুরী।। এ নব যৌবন কুলের কামিনী রমণী এ রস-বালা । কোথা রাখি লেহ বাঁচাইয়া যাহ দিয়া যাহ এত জ্বালা।। কি করিব আর রস পরিপূর নিবিড় রসের প্রেম। তা ত্যজ এমন নবীন কিশোরী যেন লাখবান হেম।। তেজিয়া গোকুল- নাগরী সকল মথুরা গমন এবে। […] keyboard_arrow_right
  • আমার কিশোরী কিছু না জানয়ে
    আমার কিশোরী কিছু না জানয়ে বঞ্চিব কেমন করি। সব পাসরিয়া চলিলে ছাড়িয়া আঁধার গোকুল পুরী।। এ নব যৌবনী কুলের কামিনী রমণী এ রস-বালা। কোথা রাখি লেহ বাঁচাইয়া বাহ দিয়া যাহ এত জ্বালা।। কি করিব আর রস পরিপূর নিবিড় রসের প্রেম। তা ত্যেজ এমন নবীন কিশোরী যেন লাখ বান হেম।। তেজিয়া গোকুল নাগরী সকল মথুরা গমন […] keyboard_arrow_right
  • আমার পরাণ পুথলি লইয়া
    আমার পরাণ পুথলি লইয়া নাগর করয়ে পূজা। নাগর পরাণ- পুথলি আমার হৃদয়মাঝারে রাজা।। আনের পরাণ আনে করে চুরি তিন আনে নাহি জানে। আগম নিগম দুর্গম সুগম শ্রবণ নয়ন মনে।। এই সাত নদী অনন্ত অবধি এ সাত যে দেশে নাই। সে দেশে তাহার বসতি নগর এ দেশে কি মতে পাই।। এ সব করণ করে যেই জন […] keyboard_arrow_right
  • আমার পিয়ার কথা কি কহিব সই
    আমার পিয়ার কথা কি কহিব সই। যে হয়, তাহার চিতে স্বতন্তরী নই।। তাহার গলার ফুলের মালা আমার গলায় দিল। তার মত মোরে করি সে মোর মত হইল।। তুমি সে আমার প্রাণের অধিক তেঁই সে তোমারে কই। এ যে কাজ কহিতে লাজ আপন মনেই রই।। তাহার প্রেমের বশ হইয়া যে কহে তাহাই করি। চণ্ডীদাস কহয়ে ভাষ […] keyboard_arrow_right
  • আমার বাসনা না হৈল তোষণা
    আমার বাসনা না হৈল তোষণা আঁখের হইল আড়। নিরবধি বিধি এমতি করিলে কেমন ব্যাপার তার।। সায়র নিকটে চাঁদ মিলিব ঘুচিব মনের দুখ। সুধা যে ক্ষরিবে অঙ্গ জুড়াইবে পাইব পরম সুখ।। পাপ নারী করি জনমিলে হরি পরের পতির আশে। কহে চণ্ডীদাস— না মিলল শেষে আপন করম দোষে।। keyboard_arrow_right
  • আমার বাসনা না হৈল তোষণা
    আমার বাসনা না হৈল তোষণা আঁখের হইল আড়। নিরবধি বিধি এমতি করিলে কেমন ব্যাপার তার।। সায়র নিকটে চাঁদ মিলিব ঘুচিব মনের দুখ। সুধা যে ক্ষরিবে অঙ্গ জুড়াইবে পাইব পরম সুখ।। পাপ নারী করি জনমিলে হরি পরের পতির আশে। কহে চণ্ডীদাসে না মিলিল শেষে আপন করমদোষে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ