শুনিয়া শ্রীদামের কথা অন্তরে পাইয়া বেথা কহে তুমি যাহ পুনর্ব্বার। যাঁহা যজ্ঞপত্নী রহে কহ কৃষ্ণ অন্ন চাহে শুনিলে নৈরাশ নহে আর।। শুনি আর বার ধাই যজ্ঞপত্নী স্থানে যাই কৃষ্ণআজ্ঞা কহিলা সত্বর। কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে ইথে মোরে কি কহ উত্তর।। শুনি কৃষ্ণপরসঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ থরে থরে থালী সাজাইয়া। দিব্য অন্ন ভরি ভরি […]
keyboard_arrow_right