ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শুষ্ক হিয়া জীবের দেখিয়া গৌরহরি
    শুষ্ক হিয়া জীবের দেখিয়া গৌরহরি। আচণ্ডালে দিলা নাম বিতরি বিতরি।। অফুরন্ত নাম প্রেম ক্রমে বাড়ি যায়। কলসে কলসে সেঁচে তবু না ফুরায়।। নামে প্রেমে তরি গেল যত জীব ছিল। পড়ুয়া নাস্তিক আদি পড়িয়া রহিল।। শাস্ত্রমদে মত্ত হৈয়া নাম না লইল। অবতারসার তারা স্বীকার না কৈল।। দেখিয়া দয়াল প্রভু করেন ক্রন্দন। তাদেরে তরাইতে তার হইল মনন।। […] keyboard_arrow_right
  • শৃঙ্গার রস বুঝিবে কে
    শৃঙ্গার রস বুঝিবে কে। সব রস-রাস শৃঙ্গার এ।। শৃঙ্গার রসের মরম বুঝে। মরম বুঝিয়া ধরম যজে।। রসিক ভকত শৃঙ্গারে মরা। সকল রসের শৃঙ্গার সারা।। কিশোর কিশোরী দুইটি জন। শৃঙ্গার রসের মূরতি হন।। গুরু বস্তু এবে বলিব কায়। বিরিঞ্চি ভবাদি সীমা না পায়।। কিশোরা কিশোরী যাহাকে ভজে। গুরু বস্তু সেই সদা যজে।। চণ্ডীদাস কহে না বুঝে […] keyboard_arrow_right
  • শেজ বিছাইয়া রহিলুঁ বসিয়া
    শেজ বিছাইয়া রহিলুঁ বসিয়া সুখদ সঙ্কেত-বনে। কথিত সময় হৈল অসময় বিলম্ব করল কেনে।। দূতি যাও যাও তুমি যাও। খুঁজিয়া তাহারে ধরিয়া আনিবি যেখানে নাগালি পাও।।ধ্রু।। এই লহ পাণ করহ পয়ান বিলম্ব না সহে আর। দক্ষিণ হইয়া পথ ধর গিয়া যমুনা-নদীর ধার।। ভাল ভাল বলি পাণ শিরে তুলি বিদায় হইল দূতী। শশি বলে বালা রহিল একলা […] keyboard_arrow_right
  • শেষ রজনি জনি হোত বিহান
    শেষ রজনি জনি হোত বিহান। দুহুঁ দোহাঁ মুখ হেরি ঝরয়ে নয়ান।। কাতর কমল বদনি ধনি গেহা। চলইতে চরণ অথির ভেল দেহা।। গলিত ভূষণ বেশ কেশ আউলাইয়া। সুকুঞ্চিত সপতিত মহী পরশিয়া।। সভয় গমন ধনি তনি সুকুমারী। গুরুজন অরুণ সঘন সুনেহারি।। যায় যায় ফিরি চায় নাগরের মুখ। বিচ্ছেদে বিষাদ মন বিদরয়ে বুক।। চলিতে না পারে কুচ নিতম্বের […] keyboard_arrow_right
  • শ্যাম সুন্দর শরণ আমার
    শ্যাম সুন্দর শরণ আমার শ্যাম শ্যাম সদা সার। শ্যাম সে জীবন শ্যাম প্রাণধন শ্যাম সে গলার হার।। শ্যাম সে বেশর শ্যাম বেশ মোর শ্যাম শাড়ী পড়ি সদা। শ্যাম তনু মন ভজন পূজন শ্যামদাসী হল রাধা।। শ্যাম ধন বল শ্যাম জাতি কুল শ্যাম সে সুখের নিধি। শ্যাম হেন ধন অমূল্য রতন ভাগ্যে মিলাইল বিধি।। কোকিল ভ্রমর […] keyboard_arrow_right
  • শ্যাম কহে শুন, রাই বিনোদিনি
    শ্যাম কহে “শুন, রাই বিনোদিনি, তুলিয়া বদন চাহ। হরস বদন যাই নিরখিয়া , আমারে বিদায় দেহ।।” এ বোল শুনিয়া বৃকভানুসুতা শোকেতে আকুল অঙ্গ। “আর কি এমন হইব সুদিন করিব রসের রঙ্গ।” গদ গদ বোলে প্রেমে ছল ছলে কহে বিনোদিনী রাধে। “কি আর বলিব তোমার চরণে বিধাতা লাগিল বাদে।। পলকে প্রলয় না হেরিলে নয় কি বলিব […] keyboard_arrow_right
  • শ্যাম পরসঙ্গ বড়াই সহিতে
    শ্যাম পরসঙ্গ বড়াই সহিতে কহিয়ে চলিয়া যায়। সব গোপীগণ হাসিতে হাসিতে গমন করিছে তায়।। কোন সখী বলে– “নিকটে মথুরা উপার চাহিয়া দেখ। মেঘের বরণ দেখিয়া সঘন ক্ষণেক এ পারে থাক।। বড় অদভুত দেখি যে বেকত মেঘ নামে আচম্বিতে । কি হেতু ইহার বুঝিতে না পারি ভাবনা হইল চিতে।।” তাহাতে বড়াই কহিছে –“ওথায় মেঘের বরণ কেহ […] keyboard_arrow_right
  • শ্যাম শুক পাখী সুন্দর নিরখি
    শ্যাম শুক পাখী সুন্দর নিরখি ধরিলাম নয়ন ফাঁদে। হৃদয় পিঞ্জরে রেখেছিলাম তারে মনের শিকলে বেন্ধে।। তারে প্রেম পয় পান দিয়ে। দিয়ে করতালি শিখাইলাম বুলি ডাকিত রাধা বলিয়ে।। বিশ্বাসঘাতক কাটিয়া শিকল পালায়ে এসেছে উড়ে। খুঁজিতে খুঁজিতে পাইলাম শুনিতে কুব্জা রেখেছে ধরে। আপনার বোন করিয়া গ্রাথন শ্রীমতী পাঠাইলো মোরে। দোহাই মহারাজ কহিতে বাসি লাজ যার পাখী দাও […] keyboard_arrow_right
  • শ্যাম শুকপাখী সুন্দর নিরখি
    শ্যাম শুকপাখী সুন্দর নিরখি রাই ধরিল নয়ান-ফান্দে। হৃদয়-পিঞ্জরে রাখিল সাদরে মনোহি শিকলে বান্ধে।। তারে প্রেম-সুধানিধি দিয়ে। তারে পুষি পালি ধরাইল বুলি ডাকিত রাধা বলিয়ে।। এখন হয়ে অবিশ্বাসী কাটিয়ে আকুসি পলায়ে এসেছে পুরে। সন্ধান করিতে পাইনু শুনিতে কুবুজা রেখেছে ধরে।। আপনার ধন করিতে প্রার্থন রাই পাঠাইল মোরে। চণ্ডীদাস দ্বিজে তব তজবিজে পেতে পারে কি না পারে।। keyboard_arrow_right
  • শ্যাম শ্যাম বলি সদা শ্যাম হেরি
    শ্যাম শ্যাম বলি সদা শ্যাম হেরি সকল সঁপিল শ্যামে। শ্যাম পরিবাদ সকল গোকুল এ তনু সঁপিনু শ্যামে।। সব তেয়াগিনু শ্যামের কারণে সবাই করিল সারা। শ্যাম কলঙ্কিনী শবদ উঠিল তাহার এমন ধারা।। সহিতে সহিতে সে সব কারণ শুনিতে পরাণ ফাটে। শঙ্খবণিকের করাত যেমন ও দিক্‌ ও দিক্‌ কাটে।। শরণ যে লয়ে শীতল চরণে সে জন এমন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ