ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শ্যাম সুনাগর ময়মদ-কুঞ্জর
    শ্যাম সুনাগর ময়মদ-কুঞ্জর তাড়ল রস-উনমাদে। নুনিক পুতলি জনু গোরি সুনাগরি মুরছলি অতি অবসাদে।। হরি হরি কৈছে চলব ধনি গেহা। নিধুবন-সমর-পরাভব-কাতর শূতলি দূবরি-দেহা।। ঘন ঘন চুম্বন দৃঢ় পরিরম্ভণ জরজর পড়ি রহু শয়নে। অম্বর কেশ সম্বরি নাহি পারই ছরমহি মুদল নয়নে।। নিরদয় নাহ তবহিঁ নাহি ছোড়ই বান্ধল পুন ভুজ-পাশে। খিণ-তনু বারি ডারি হিয়ে ঘুমল কি করব বলরাম […] keyboard_arrow_right
  • শ্যাম সুনাগর রায়
    শ্যাম সুনাগর রায়। সকল তেজিয়া শরণ লয়েছি সহজে না ঠেল পায়।। শুনিল যখন শ্রবণ ভরিয়া সকল কুলের নারী। সরল হৃদয়ে সম্মুখে হইয়া শুন হে মুরলীধারী।। শূন্য করি যাবে সব গোপীগণে সবাই মরিব শোকে। সব গোপীগণ সঘনে স্বরূপে শেল দিয়া গেল বুকে।। শাশুড়ী ননদী সবাই সবাই শাসিল সবার আগে। সে দিন পাসর দেখি মনে কর স্বরূপে […] keyboard_arrow_right
  • শ্যাম সুনাগর রায়
    শ্যাম সুনাগর রায়। সকল তেজিয়া শরণ লয়েছি সহজে না ঠেল পায়।। শুনিল যখন শ্রবণ ভরিয়া সকল কুলের নারী। সরল হৃদয়ে সম্মুখ হইয়া শুনহে মুরলীধারী।। শূন্য করি যাবে সব গোপীগণে সবাই মরিব শোকে । সব গোপীগণ সঘনে স্বরূপে শেল দিয়া গেল বুকে।। শাশুড়ী ননদী সবাই সবাই শাসিল সবার আগে। সে দিন পাসর দেখি মনে কর স্বরূপে […] keyboard_arrow_right
  • শ্যাম-বামে বৈঠল কিশোরী
    শ্যাম-বামে বৈঠল কিশোরী। মেঘে যেন মিশয়ে বিজুরি।। সোনার কমলে মধুকর। তেমতি সাজল কলেবর।। দুঁহু রূপ না যায় কখন। কোটী কোটী মূরছে মদন।। সহচরী কুঞ্জ-নিকেতনে। কেহ করে চামর ব্যজনে।। কেহ চন্দন দিছে গায়। কেহ চূয়া চন্দন যোগায়।। কেহ করে পাখা মন্দ বায়। চণ্ডীদাস দুঁহু গুণ গায়।। keyboard_arrow_right
  • শ্যাম-বামে বৈঠল কিশোরী
    শ্যাম-বামে বৈঠল কিশোরী। মেঘে যেন মিশয়ে বিজুরি।। সোনার কমল মধুকর। তেমতি সাজল কলেবর।। দুঁহু রূপ না যায় কথন। কোটী কোটী মুরছে মদন।। সহচরী কুঞ্জ-নিকেতনে। কেহ করে চামর ব্যজনে।। কেহ চন্দন দিছে গায়। কেহ চুয়া চন্দন যোগায়।। কেহ করে পাখা মন্দ বায়। চণ্ডীদাস দুঁহু গুণ গায়।। keyboard_arrow_right
  • শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা
    শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা জপিতে জপিতে যায়। রসের আবেশে আনন্দ-হিল্লোলে তরল নয়নে চায়।। অপার অপার বহু বিদগধ সুন্দরী সে ধনী রাই। শ্যাম-দরশনে চলিলা ধেয়ানে শুধু শ্যাম -গুণ গাই।। মন্দ মন্দ গতি চলন মাধুরী যেমন সোনার লতা। কিবা সে তড়িৎ চলিল তুরিত কি কব তাহার কথা। চৌদিকে গোপিনী মাঝে বিনোদিনী চলে সে আনন্দ-রসে। কেহ কোন যেন সম্পদ্‌ […] keyboard_arrow_right
  • শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা
    শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা জপিতে জপিতে যায়। রসের আবেশে আনন্দ-হিল্লোলে তরলনয়নে চায়।। অপার অপার বহু বিদগধ সুন্দরী সে ধনী রাই। শ্যাম দরশনে চলিলা ধেয়ানে সুধা শ্যাম-গুণ গাই।। মন্দ মন্দ গতি চলন মাধুরী যেমন সোনার লতা। কিবা সে তড়িৎ চলিল ভুরিত কি কব তাহার কথা।। চৌদিকে গোপিনী মাঝে বিনোদিনী চলে সে আনন্দরসে। কেহ কোন যেন সম্পদ্‌ পাইয়া […] keyboard_arrow_right
  • শ্যাম-মুখ হেরি আকাশের বিধু
    শ্যাম-মুখ হেরি আকাশের বিধু মলিন হইয়াছিল। এখন পূর্ণকলা হয়ে উদয় হউক এখন সে চাঁদ গেল।। কানুর সে দুটি নয়ান হেরিয়া খঞ্জন আছিল কতি। এখন আসিয়া ফিরুক নাচিয়া মাথুর পরাণপতি।। পিয়ার নাসার গঠন দেখিয়া খগেন্দ্র গেছিল দূর। এখন আনন্দে পরণ সানন্দে দেখা দেও অনুকূল।। কানুর অধর সুরঙ্গ দেখিয়া বান্ধুলি মলিন ছিল । আপনার রঙ্গ করুক সুন্দর […] keyboard_arrow_right
  • শ্যাম-মুখ হেরি আকাশের বিধূ
    শ্যাম-মুখ হেরি আকাশের বিধূ মলিন হইয়াছিল। এখন পূর্ণ কলা হয়ে উদয় হউক এখন সে চাঁদ গেল।। কানুর সে দুটি নয়ান হেরিয়া খঞ্জন আছিল কতি। এখন আসিয়া ফিরুক নাচিয়া মাথুর পরাণপতি।। পিয়ার নাসার গঠন দেখিয়া খগেন্দ্র গেছিল দূর। এখন আনন্দে পরম সানন্দে দেখা দেও অনুকূল।। কানুর অধর সুরঙ্গ দেখিয়া বান্ধুলি মলিন ছিল। আপনার রঙ্গ করুক সুন্দর […] keyboard_arrow_right
  • শ্যাম-শুক পাখী সুন্দর নিরখি
    “শ্যাম-শুক পাখী সুন্দর নিরখি রাই ধরিল নয়ান-ফান্দে। হৃদয়-পিঞ্জরে রাখিল সাদরে মনোহি শিকলে বান্ধে।। তারে প্রেম-সুধানিধি দিয়ে। তারে পুষি পালি ধরাইল বুলি ডাকিত রাধা বলিয়ে।। এখন হয়ে অবিশ্বাসী কাটিয়ে আকুসি পলায়ে এসেছে পুরে। সন্ধান করিতে পাইনু শুনিতে কুবুজা রেখেছে ধারে।। আপনার ধন করিতে প্রার্থন রাই পাঠাইল মোর।” চণ্ডীদাস দ্বিজে তব তজবিজে পেতে পারে কিনা পারে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ