ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শ্যামের পীরিতি মূরতি হইলে
    শ্যামের পীরিতি মূরতি হইলে তবে কি পরাণ ফলে। পরাণ পীরিতি সমান করিলে কে তারে জীয়ন্ত বলে।। যদি হাম শ্যাম বঁধু লাগি পাউ তবে সে এ দুখ টুটে। আন উপায় শুনি মনের আগুনি ঝলকে ঝলকে উঠে।। পরাণ রতন পীরিতি পরশ জুকিনু হৃদয় ভুলে। পীরিতি রতন অধিক হইল পরাণ উঠিল চুলে।। জাতি কুল বলি দিয়ে তিলাঞ্জলি কি […] keyboard_arrow_right
  • শ্রমজলে ঢর ঢর দুহুঁক কলেবর
    শ্রমজলে ঢর ঢর দুহুঁক কলেবর ভীগল অরুণিম বাস। রতন বেদী পর বৈঠল দুহুঁ জন খরতর বহই নিশ্বাস।। আনন্দ কহই না যায়। চামর করে কোই বীজন বীজই কোই বারি লেই যায়।।ধ্রু।। চরণ পাখালই তাম্বুল যোগায়ই কোই মোছায়ই ঘাম। ঐছন দুহুঁ তনু শিতল কয়ল জনু কুবলয় চম্পক দাম।। আর সহচরিগণে বহুবিধ সেবনে শ্রমজল কয়লহিঁ দূর। আনন্দ সায়রে […] keyboard_arrow_right
  • শ্রীআচার্য্য প্রভু শ্রীঠাকুর মহাশয়
    শ্রীআচার্য্য প্রভু শ্রীঠাকুর মহাশয়। রামচন্দ্র কবিরাজ প্রেম রসময়।। এসব ঠাকুর সঙ্গে পারিষদগণ। উজ্জ্বল ভকতিকথা করিলুঁ শ্রবণ।। বৈষ্ণবের তুলা মেলা নানাবিধ দান। পরিপূর্ণ প্রেম সদা কৃষ্ণগুণগান।। এক কালে কোথা গেলা না পাই দেখিতে। দেখিবার দায় রহু না পাই শুনিতে।। উচ্ছিষ্টের কুক্কুর মুঞি আছিলুঁ সেখানে। যখন যে কৈলা কাজ সব পড়ে মনে।। শুনিতে স্বপন হেন কহিতে কহো […] keyboard_arrow_right
  • শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ দুইপ্রভু
    শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ দুইপ্রভু। এই কৃপা কর যেন না পাসরি কভু।। হইল পাপিষ্ঠ জন্ম না হৈল তখনে। বঞ্চিত হইলুঁ সেই মুখ-দরশনে।। তথাপিহ এই কৃপা কর মহাশয়। এ সব বিহার মোর রহুক হৃদয়।। জয় জয় শ্রীচৈতন্য নিত্যানন্দ রায়। তোমার চরণধন রহুক হিয়ায়।। সপার্ষদে তুম নিত্যানন্দ যথা যথা। কৃপা কর মুঞি যেন ভৃত্য হঙ তথা।। সংসারের পার হৈয়া […] keyboard_arrow_right
  • শ্রীগুরুচরণপদ্ম কেবল ভকতি সদ্ম
    শ্রীগুরুচরণপদ্ম কেবল ভকতি সদ্ম বন্দো মুঞি সাবধান মনে। যাঁহার প্রসাদে ভাই এ ভব তরিঞা যাই কৃষ্ণ প্রাপ্তি হএ যাহা হনে।। গুরু মূখ পদ্ম বাক্য হৃদে করি মহা সক্ষ আর না করিহ মনে আশা। শ্রীগুরু চরণে রতি এই সে উত্তম গতি প্রসাদে পূরিব সব আশা।। চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম […] keyboard_arrow_right
  • শ্রীদাম সুদাম আর বলরাম
    শ্রীদাম সুদাম আর বলরাম সুবল চলিয়া গেলা। ইঙ্গিত জানিয়া সুবল বুঝিলা পাতিতে দানের ছলা।। কদম্ব-কাননে চলিলা সঘনে ধেনুগণ নিয়োজিয়া। মথুরার পথে চলে যদুনাথে রাজপথখানি বেয়া।। দুসারি কদম্ব- তরুর মাঝারে বসিলা রসিক রায়। মধুর মুরলী পূরিলা তখনি আন ছলে কিছু গায়।। নটবর বেশ নাগর-শেখর দানছলে আছে বসি। ক্ষণেক ক্ষণেক রাই পথ চায়া পূরত মোহন বাঁশী।। চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম
    শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম মিনতি করিয়ে তো সভারে। বন কত অতিদূর নব তৃণ কুশাঙ্কুর গোপাল লৈয়া না যাহ দূরে।। সখাগণ আগেপাছে গোপাল করিয়া মাঝে ধীরে ধীরে করিহ গমন। নব তৃণাঙ্কুর আগে রাঙ্গা পায় যদি লাগে প্রবোধ না মানে মায়ের মন।। নিকটে গোধন রেখো মা বলে শিঙ্গাতে ডেকো ঘরে থাকি শুনি যেন রব। বিহি […] keyboard_arrow_right
  • শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই
    শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই। যাজ্ঞিক নিকটে চাহি অন্ন আন যাই।। কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণগণ আগে। রামকৃষ্ণ ক্ষুধায় তোমারে অন্ন মাগে।। শুনিয়া শ্রীদাম গিয়া মুনি বরাবর। রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর।। মুনি কহে কোন রামকৃষ্ণ কহ শুনি। বলে ব্রজরাজসুত পরিচয় জানি।। অরুণনয়নে মুনি সক্রোধ বচন। যজ্ঞঅগ্রভাগ চাহে গোপের নন্দন।। দেবতারে অন্ন নাহি করি সমর্পণে। […] keyboard_arrow_right
  • শ্রীনন্দনন্দন করি গোচারণ
    শ্রীনন্দনন্দন করি গোচারণ মলিন ও মুখ-শশী। সঙ্গে হলধর সব সহচর বংশীবটতলে বসি।। সকল রাখাল ক্ষুধায় আকূল কহয়ে তেজিয়া লাজ। হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালরাজ।। বটু কহে ভাই অন্ন খাইতে চাই যদি খাওয়াইতে পার। তবে সুখ পাই গোধন চরাই কিছু না চাহিয়ে আর।। বটুর বচন শুনিয়া তখন হাসি নবঘন শ্যাম। এ উদ্ধবদাস চির দিন […] keyboard_arrow_right
  • শ্রীনিবাস হরিদাস যত ভক্তগণ
    শ্রীনিবাস হরিদাস যত ভক্তগণ। তা সভার লইয়া বাছা করো গিয়া কীর্ত্তন।। মুরারি মুকুন্দ রাম আর যত দাস। এ সব ছাড়িয়া কেনে হইল্যা সন্ন্যাস।। যে করিলা সে করিলা চলরে ফিরিয়া। পুণ্য জোগগ সূত্র দিব ব্রাহ্মণ লইয়া।। বলরাম দাস কহে হেন দিন হবো। শ্রীবাস মন্দিরে আর কীর্ত্তন করিবো।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ