শ্রীআচার্য্য প্রভু শ্রীঠাকুর মহাশয়। রামচন্দ্র কবিরাজ প্রেম রসময়।। এসব ঠাকুর সঙ্গে পারিষদগণ। উজ্জ্বল ভকতিকথা করিলুঁ শ্রবণ।। বৈষ্ণবের তুলা মেলা নানাবিধ দান। পরিপূর্ণ প্রেম সদা কৃষ্ণগুণগান।। এক কালে কোথা গেলা না পাই দেখিতে। দেখিবার দায় রহু না পাই শুনিতে।। উচ্ছিষ্টের কুক্কুর মুঞি আছিলুঁ সেখানে। যখন যে কৈলা কাজ সব পড়ে মনে।। শুনিতে স্বপন হেন কহিতে কহো […]
keyboard_arrow_right