একদিন গোচারণে সকল সখা সনে বসি এক তরুয়ার ছায়। নন্দের নন্দন হরি কহে কিছু মৌন ধরি সুবল সখার পানে চায়।। “সখা হে, কহ দেখি কি করি উপায়। হিয়া করে কেন মত সহিতে না পারি এত নিরন্তর জ্বলিছে হিয়ায়।। হৃদয়ের কথা জান আমার বচন শুন কহ দেখি আমার মরম। মরম-ব্যথিত তুমি কি আর বলিব আমি নয়ানে […]
keyboard_arrow_right