অরুণ কমল আঁখি তারক ভ্রমরা পাখী ডুবুডুবু করুণা মকরন্দে। বদন পূর্ণিমা চান্দে ছটায় পরাণ কান্দে তাহে নব প্রেমার আরন্তে।। আনন্দ নদীয়াপুরে টলমল প্রেমার ভরে শচীর দুলাল গোরা নাচে। জয় জয় মঙ্গল পড়ে শুনিয়া চমক লাগে মদনমোহন নটরাজে।। পুলকে পূরল গায় ঘর্ম্ম বিন্দু বিন্দু তায় রোমচক্রে সোণার কদম্বে। প্রেমার আরম্ভে তনু যেন প্রভাতের ভানু আধ বাণী […]
keyboard_arrow_right