• শ্যাম-বামে বৈঠল কিশোরী
    শ্যাম-বামে বৈঠল কিশোরী। মেঘে যেন মিশয়ে বিজুরি।। সোনার কমলে মধুকর। তেমতি সাজল কলেবর।। দুঁহু রূপ না যায় কখন। কোটী কোটী মূরছে মদন।। সহচরী কুঞ্জ-নিকেতনে। কেহ করে চামর ব্যজনে।। কেহ চন্দন দিছে গায়। কেহ চূয়া চন্দন যোগায়।। কেহ করে পাখা মন্দ বায়। চণ্ডীদাস দুঁহু গুণ গায়।। keyboard_arrow_right
  • শ্যাম-বামে বৈঠল কিশোরী
    শ্যাম-বামে বৈঠল কিশোরী। মেঘে যেন মিশয়ে বিজুরি।। সোনার কমল মধুকর। তেমতি সাজল কলেবর।। দুঁহু রূপ না যায় কথন। কোটী কোটী মুরছে মদন।। সহচরী কুঞ্জ-নিকেতনে। কেহ করে চামর ব্যজনে।। কেহ চন্দন দিছে গায়। কেহ চুয়া চন্দন যোগায়।। কেহ করে পাখা মন্দ বায়। চণ্ডীদাস দুঁহু গুণ গায়।। keyboard_arrow_right
  • শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা
    শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা জপিতে জপিতে যায়। রসের আবেশে আনন্দ-হিল্লোলে তরল নয়নে চায়।। অপার অপার বহু বিদগধ সুন্দরী সে ধনী রাই। শ্যাম-দরশনে চলিলা ধেয়ানে শুধু শ্যাম -গুণ গাই।। মন্দ মন্দ গতি চলন মাধুরী যেমন সোনার লতা। কিবা সে তড়িৎ চলিল তুরিত কি কব তাহার কথা। চৌদিকে গোপিনী মাঝে বিনোদিনী চলে সে আনন্দ-রসে। কেহ কোন যেন সম্পদ্‌ […] keyboard_arrow_right
  • শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা
    শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা জপিতে জপিতে যায়। রসের আবেশে আনন্দ-হিল্লোলে তরলনয়নে চায়।। অপার অপার বহু বিদগধ সুন্দরী সে ধনী রাই। শ্যাম দরশনে চলিলা ধেয়ানে সুধা শ্যাম-গুণ গাই।। মন্দ মন্দ গতি চলন মাধুরী যেমন সোনার লতা। কিবা সে তড়িৎ চলিল ভুরিত কি কব তাহার কথা।। চৌদিকে গোপিনী মাঝে বিনোদিনী চলে সে আনন্দরসে। কেহ কোন যেন সম্পদ্‌ পাইয়া […] keyboard_arrow_right
  • শ্যাম-মুখ হেরি আকাশের বিধু
    শ্যাম-মুখ হেরি আকাশের বিধু মলিন হইয়াছিল। এখন পূর্ণকলা হয়ে উদয় হউক এখন সে চাঁদ গেল।। কানুর সে দুটি নয়ান হেরিয়া খঞ্জন আছিল কতি। এখন আসিয়া ফিরুক নাচিয়া মাথুর পরাণপতি।। পিয়ার নাসার গঠন দেখিয়া খগেন্দ্র গেছিল দূর। এখন আনন্দে পরণ সানন্দে দেখা দেও অনুকূল।। কানুর অধর সুরঙ্গ দেখিয়া বান্ধুলি মলিন ছিল । আপনার রঙ্গ করুক সুন্দর […] keyboard_arrow_right
  • শ্যাম-মুখ হেরি আকাশের বিধূ
    শ্যাম-মুখ হেরি আকাশের বিধূ মলিন হইয়াছিল। এখন পূর্ণ কলা হয়ে উদয় হউক এখন সে চাঁদ গেল।। কানুর সে দুটি নয়ান হেরিয়া খঞ্জন আছিল কতি। এখন আসিয়া ফিরুক নাচিয়া মাথুর পরাণপতি।। পিয়ার নাসার গঠন দেখিয়া খগেন্দ্র গেছিল দূর। এখন আনন্দে পরম সানন্দে দেখা দেও অনুকূল।। কানুর অধর সুরঙ্গ দেখিয়া বান্ধুলি মলিন ছিল। আপনার রঙ্গ করুক সুন্দর […] keyboard_arrow_right
  • শ্যাম-রূপ দেখিয়া, আকুল হইয়া
    শ্যাম-রূপ দেখিয়া, আকুল হইয়া দুকুল ঠেলিলাম হাতে। ভুবন ভরিয়া, অপযশ ঘোষণা, নিছিয়া লইনু মাথে।। সজনি, কি আর লোকের ভয়। ও চাঁদ বয়ানে, নয়ান-ভুলল, আর মনে নাহি লয়।। অপযশ ঘোষণা, যাক দেশে দেশে, সে মোর চন্দন চুয়া। শ্যামের রাঙ্গা পায়, এ তনু সঁপেছি, তিল তুলসীদল দিয়া।। কি মোর সরম, ঘর ব্যবহার, তিলেক না সহে গায়। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • শ্যাম-শুক পাখী সুন্দর নিরখি
    “শ্যাম-শুক পাখী সুন্দর নিরখি রাই ধরিল নয়ান-ফান্দে। হৃদয়-পিঞ্জরে রাখিল সাদরে মনোহি শিকলে বান্ধে।। তারে প্রেম-সুধানিধি দিয়ে। তারে পুষি পালি ধরাইল বুলি ডাকিত রাধা বলিয়ে।। এখন হয়ে অবিশ্বাসী কাটিয়ে আকুসি পলায়ে এসেছে পুরে। সন্ধান করিতে পাইনু শুনিতে কুবুজা রেখেছে ধারে।। আপনার ধন করিতে প্রার্থন রাই পাঠাইল মোর।” চণ্ডীদাস দ্বিজে তব তজবিজে পেতে পারে কিনা পারে।। keyboard_arrow_right
  • শ্যাম-সুন্দর শরণ আমার
    শ্যাম-সুন্দর শরণ আমার শ্যাম শ্যাম সদা সার। শ্যাম সে জীবন শ্যাম প্রাণধন শ্যাম সে গলার হার।। শ্যাম সে বেশর শ্যাম বেশ মোর শ্যাম শাড়ী পরি সদা। শ্যাম তনু মন ভজন পূজন শ্যাম-দাসী হল রাধা।। শ্যাম ধন বল শ্যাম জাতি কুল শ্যাম সে সুখের নিধি। শ্যাম হেন ধন অমূল্য রতন ভাগ্যে মিলাইল বিধি।। কোকিল ভ্রমর করে […] keyboard_arrow_right
  • শ্যামঅভিসারে চলু বিনোদিনী রাধা
    শ্যামঅভিসারে চলু বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা।। সুকুঞ্চিত কেশে রাই বাঁধিয়া কবরি। কুন্তলে বকুলমালা গুঞ্জয়ে ভ্রমরি।। নাসায় বেশর দোলে মারুত হিলোলে। নবীন কোকিলা জিনি আধ আধ বোলে।। কত কোটি চাঁদ জিনি বদনের শোভা। প্রেমবিলাসিনী রাই কানুমনোলোভা।। ভালে সে সিন্দুরবিন্দু চন্দনের রেখা। জলদে ঝাঁপল চাঁদ আধ দিছে দেখা। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। পদ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ