“তুমি দেব হরি দেবের দেবতা তুমি হিতকারী হও। তুমি চন্দ্র দিবা তুমি মহাতেজা তুমি ত তারণ হও।। তুমি সে পুরুষ- ভূষণ-শকতি তুমি সে জগৎ-সিন্ধু। তুমি দয়াবান্ এ নব বৈভব অনাথ জনার বন্ধু।। তুমি জল স্থল তুমি দিবাকর তুমি সে ঐশ্বর্য্য-লীলা। তুমি তরুলতা তুমি ফল শাখা তুমি সে দরিয়া-ধারা।। যার অগোচর এ মহীব্রহ্মাণ্ড, তোমারে জানিতে পারে […]
keyboard_arrow_right