“বন্ধু, কি আর বলিব আমি। জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হৈও তুমি।। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি । সব সমর্পিয়া এক মন হৈয়া হইনু তোমার দাসী।। এ কুলে ও কুলে দুকুলে গোকুলে আর কেবা মোর আছে। রাধা বলি কেহ শুধাইতে নাই দাঁড়াব কাহার কাছে।। ভাবিয়া দেখিনু এ তিন ভুবনে আপনা বলিব কায়। শীতল […]
keyboard_arrow_right