• গলে গলে লাগল হিয়ে হিয়ে এক
    গলে গলে লাগল হিয়ে হিয়ে এক। বয়ান বয়ান রহু আরতি অনেক।। মনে রহু মনসিজ শূতল শেজে। নাহি পরকাশল থোরিহুঁ লাজে।। মণিময় দীপ উজোরল গেহ। সুকুসুম শেজহি ঝলমল দেহ।। কোকিল কুহরত ভ্রমর ঝঙ্কার। শারি শূক কত কপোত ফুকার।। মলয়পবন বহু মন্দ সুগন্ধ। দ্বিজকুলশবদ গীতঅনুবন্ধ।। সুখময় মন্দির কালিন্দিতীর। শূতল দুহুঁ জন কুঞ্জকুটীর।। সখিগণ হেরই ঝরখহিঁ ঝাকি। আরতি […] keyboard_arrow_right
  • গহন গমন কালে ভাসি নয়নের জলে
    গহন গমন কালে ভাসি নয়নের জলে হরি মুখ নিরীক্ষণ। বলরামের করে ধরি সমর্পিল শ্রীহরি পুনঃ পুনঃ করি নিবেদন।। আমার শপতি লাগে না যাইহ ধেনুর আগে পরাণের পরাণ নীলমণি। নিকটে রাখিহ ধেনু পুরিহ মোহন বেণু ঘরে বসি আমি যেন শুনি।। বলাই ধাইবে আগে আর শিশু বামভাগে শ্রীদাম সুদাম সব পাছে। তুমি তার মাঝে ধাইয় সঙ্গ ছাড়া […] keyboard_arrow_right
  • গাও রে গাও রে সুখে কৃষ্ণের চরিত
    গাও রে গাও রে সুখে কৃষ্ণের চরিত। গিরি গোবর্দ্ধন- যাত্রা মনোরম শ্রবণ মঙ্গল গীত।।ধ্রু।। এক দিন ব্রজে ইন্দ্রপূজা কাজে সাজে গোপ গোপী যত। জানিয়া কারণ নন্দের নন্দন কহেন আপন মত।। শুন ব্রজরাজ গোপের সমাজ না পূজ দেবের রাজা। মোর লয় মনে গিরি গোবর্দ্ধনে সাবধানে কর পূজা।। এহি সে উচিত মোর অভিমত পাইবে বাঞ্ছিত ফল। নানা […] keyboard_arrow_right
  • গাঁথলুঁ পদুমিনি ভেল ভুজঙ্গ
    গাঁথলুঁ পদুমিনি ভেল ভুজঙ্গ। গরল উগারল মলয়জ সঙ্গ।। কুসুম শেজ ভেল শর-পরিযঙ্ক। বজর নিপাতন মধুকর ঝঙ্ক।। হরি হরি কোই নহত অনুকূল পাওলুঁ হরি সঞে প্রেমক মূল।। কি করব কাহে কহব পুন এহ। যাওব কাঁহা নাহি পাইয়ে থেহ।। দোষক দৈব বুঝিয়ে অনুমান। অতনুহ তনু ধরে কতহি বিধান।। কৈছন জিউ রহত ইহ দেহ। নাশক ভেল মঝু বাসক […] keyboard_arrow_right
  • গায়ে হাত দিয়া মুখ মাজে নন্দরাণী
    গায়ে হাত দিয়া মুখ মাজে নন্দরাণী। স্তনখিরে আঁখিনীরে সিঞ্চয়ে অবনী।। নন্দরায় আসি পুন করিলেন কোরে। মুখ চুম্ব দিতে ভাসাওল আঁখি লোরে।। মাথায় লইতে ঘ্রাণ স্থকিত হইয়া। চিত্রপুতলি যেন রহে কোলে লইয়া।। ঈশ্বরের নামে মন্ত্র পঢ়ে হস্ত দিয়া। নৃসিংহবীজমন্ত্রমণি গলে বান্ধে লৈয়া।। পৃথিবী আকাশ আর দশ দিগপথে। নৃসিংহ তোমারে রক্ষা করু ভাল মতে।। সর্ব্বত্র মঙ্গল হৈয়া […] keyboard_arrow_right
  • গিরি পুরী ভারতী বড়ই কঠিন-মতি
    গিরি পুরী ভারতী বড়ই কঠিন-মতি যব আওল পুরমাঝ। তাহে হেরি অন্তর থরহরি কাঁপই এতদিনে পড়ল অকাজ।। সজনি ঘরে ঘরে শুনি উপদেশ। নিশি পরভাতে গৌরবর-নাগর ছোড়ি চলব দুরদেশ।। রজনি বিরামি যৈছে নহে প্রাতর ঐছন রচহ উপায়। গগনক চান্দ ফান্দ করি বান্ধহ মন্দিরে রহু গোরা রায়।। অহনিশি অম্বরে চান্দ উদয় হেরি দিনকর পড়ব নিরাশ। রোখহিঁ নিজসুত শমন […] keyboard_arrow_right
  • গিরিবররাজ মাঝ পরম থল
    গিরিবররাজ মাঝ পরম থল শোভে শাখী ফুলদল সাথি। দরশে কলানিধি উরধে সু-থাম্বিত গন্ধহিঁ অন্ধিত ভূঙ্গক পাঁতি।। মৃদুতর পবন সেবন রসে ফীরত কুসুম গন্ধ সঞে মেলি। অণ্ডজ পাঁতি মাতি দরশ রসে রাতিক গতি ভুলি গেলি।। সখি হে কিয়ে ইহ পরম আনন্দ। রাধামোহন শ্যাম বিমোহিনি নাচত অতুল প্রবন্ধ।।ধ্রু।। নাগরি ডাহিন ভুজ সুবিরাজিত শ্যাম বাম ভুজ সঙ্গে। নীলিম […] keyboard_arrow_right
  • গিরিষ সময় গৃহ মাহ
    গিরিষ সময় গৃহ মাহ। যশোবতী হরিষ বঢ়াহ।। কহি সব গোকুল লোকে। নিজ সুতে করে অভিষেকে।। গিরিষ তপন ভয় লাগি। বাসিত কুশুম পরাগি।। সুশীতল বারি মধুর। কলস কলস ভরি পুর।। মলয়জ কপুর মিশাই। হিমকর শীকর লাই।। রতন বেদী নিরমাণ। তাহি বসাওল কান।। বাসিত তৈল লাগাই। দাস দাসীগণে আই।। শিরোপর ঢারত বারি। মাধব ঘোষ বলিহারি।। keyboard_arrow_right
  • গুরুজন পরিজন ঘুমল হেরি সবে
    গুরুজন পরিজন ঘুমল হেরি সবে রাই কয়ল অভিসার। সঙ্কেত কুঞ্জহি রাই মিলন আশে কানু হোয়ল আগুসার।। মিলল দুহুঁজনে কুঞ্জে। কুসুম বিকশিত কোকিল গাওত ময়ূর নাচত অলি গুঞ্জে।। কর ধরাধরি দোঁহে কুঙ্গে প্রবেশল শুতল কুসুম শয়ান। রতি রস অবশ হেরি তব সখীগণ হাসি হাসি করল পয়ান।। ঘনঘন চুম্বন দৃঢ় পরিরম্ভণ দুহুঁ তনু ভেল একসঙ্গ। জলদ বিজুরি […] keyboard_arrow_right
  • গুরুজন সবহিঁ মন্দির তেজি
    গুরুজন সবহিঁ মন্দির তেজি চললহিঁ চান্দ গহন দিন লাগি। একলি নারী কৈছে হাম বঞ্চব এ ঘোর যামিনি জাগি।। মাধব তুহুঁ জনি করসি অকাজ। চঞ্চলচরিত তোহাঁরি হাম জানিয়ে পৈঠহ জনি পুরমাঝ। পহলি যৌবনকাল মুঝে লাগল নাহ রহত দূরদেশ। হেরইতে রূপ মদন মুরছায়ই কো বুঝে বচন বিশেষ।। ইথে লাগি তোহে নিষেধি হাম পুনপুন অনত করহ পয়ান। শুনইতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ