• পিয়ার ফুলের বনে পিয়ার ভমরা
    পিয়ার ফুলের বনে পিয়ার ভমরা। পিয়া বিনে মধু না খায় ঘুরি বুলে তারা।। মো যদি জানিতাম পিয়া যাবে রে ছাড়িয়া। পরাণে পরাণ দিযা রাখিতাম বান্ধিয়া।। কোন নিদারুণ বিধি মোর পিয়া নিল। এ ছার পরাণ কেনে অবহুঁ রহিল।। মরম ভিতর মোর রহি গেল দুখ। নিচয়ে মরিব পিয়ার না দেখিয়া মুখ।। এইখানে করিত কেলি রসিয়া নাগররাজ। কে […] keyboard_arrow_right
  • পুন কি এমন দশা মোর
    পুন কি এমন দশা মোর। পিয়া কি করব নিজ কোর।। আর কি ডাকব বনমালি। পুন হব রস-রাস কেলি।। দেবে কহে গণক গণিঞা। সপনে দেখিনু আজু পিয়া।। তবে সে করম-ফল মানি। এ কথা অন্যথা না হয় জানি।। দেখি চণ্ডীদাস কয়। নিকটে মিলব রসময়।। keyboard_arrow_right
  • পুন নাহি হেরব সো চান্দবয়ান
    পুন নাহি হেরব সো চান্দবয়ান। দিনে দিনে ক্ষীণ তনু না রহে পরাণ।। আর কত পিয়াগুণ কহিব কান্দিয়া। জীবন সংশয় হৈল পিয়া না দেখিয়া।। উঠিতে বসিতে আর নাহিক শকতি। জাগিয়া জাগিয়া কত পোহাইব রাতি।। সো সুখসম্পদ মোর কোথাকারে গেল। পরাণ পুতলী মোর কে হারিয়া নিল।। আর না যাইব সোই যমুনার জলে। আর না হেরব শ্যাম কদম্বের […] keyboard_arrow_right
  • পুন হরি নাগরী চুম্বই বেরি বেরি
    পুন হরি নাগরী চুম্বই বেরি বেরি অধরসুধা করু পান। মদনমহোদধি উছলি উছলি পড়ু ডুবল নাগর কান।। উচ কুচ কলস পরশ করি নাগর ভাসই যৌবন বানে। নবরতি সুখে দুখ ধনী ভাবই নাহ মিনতি নাহি মানে।। কপট রোই ধনি পিয়া কর বারই করে কুচ রহলি ঝাঁপাই। বিথারল কেশ বেশ নীবি-বন্ধন উর মুড়ি আসন ছাপাই।। বিকট কপট দিব […] keyboard_arrow_right
  • পুরপতি খেমহ যদি অপরাধ
    পুরপতি খেমহ যদি অপরাধ। মঝু মুখে নয়ন পসারি শুনহ সব কর জোরি কহ এক বাত।। রূপে গুণে কুলে শীলে যতেক কলাবতী গৌরী আরাধন কেল। তুয়া তনু পাশ বাতাস না পাওল নয়ন গোচর নাহি ভেল।। রাধা রমণী শিরোমণি জীবন পণ করি পাওল শ্যাম। মধুপুরি পন্থ কুবরি না রাখলি ঐছে কয়লি পরিণাম।। ঝামর শ্যামর কোমল বিমল তনু […] keyboard_arrow_right
  • পূজব অর্ক তর্ক করি বিধুমুখী
    পূজব অর্ক তর্ক করি বিধুমুখী সুখে পদ্ম তুলি যাই। চীর সম্ভারি নীর মাহা পৈঠল থির নহত মন তাই।। করে করি কমলিনী নীল কমল এক নীর সঞে উঠল তীর। শ্যামনাথ মধু হৃদয় মাতায়ল টলবল চলত অধীর।। কমলিনী ধীরে চলত নিজ গেহ। ঘনে ঘনে তনু জ্যোতি পুলক বিথারই ঘনে ঘনে চহু দিশে চাহ।। নিজ গৃহে বৈঠল কমল […] keyboard_arrow_right
  • পূজিতে ভানু বৃকভানুক নন্দিনী
    পূজিতে ভানু বৃকভানুক নন্দিনী কুসুম উঠাইতে চলিলা। মনসুখে ভ্রমণ করত ধনী সব বন সঙ্গে বিশাখিকা সরলা।। সুকুসুম কুঞ্জে পুঞ্জ গুঞ্জাফল ধনী মন বঞ্চল তায়। নাগর রঙ্গিনী বঙ্ক নেহারই সখী পয়ে কহত উঠায়।। ঈষৎ হাসি তব কহতহি সহচরী না যাইহ কুঞ্জকুটীরে। অঞ্জন সুমন বরণ এক দেববর অনুখণ ফিরত অধীরে।। মুগধিনী বেরি বেরি বারহু তোয়। অভিরূপ হেরি […] keyboard_arrow_right
  • পূরবে শ্রীদাম এবে অভিরাম
    পূরবে শ্রীদাম এবে অভিরাম মহাতেজপুঞ্জরাশি। বাঁশী বাজাইতে ভ্রমিতে ভ্রমিতে শ্রীখণ্ড গ্রামেতে আসি।। দেখিয়া মুকুন্দে কহয়ে সানন্দে কোথায় রঘুনন্দন। তাহার দেখিতে আইলাম এথাতে আনি করাও দরশন।। শুনি ভয় পাঞা রাখে লুকাইয়া গৃহেতে দুয়ার দিয়া। তেহোঁ নাহি ঘরে বলি স্তুতি করে অভিরাম গেলা না দেখিয়া।। বড়ডাঙ্গি নামে স্থান নিরজনে নৈরাশ হইয়া বসি। বুঝি তার মন শ্রীরঘুনন্দন অলখিতে […] keyboard_arrow_right
  • পূর্ব্বাহ্নে ধেনু মিত্র সঙ্গে করি নানা চিত্র
    পূর্ব্বাহ্নে ধেনু মিত্র সঙ্গে করি নানা চিত্র বিপিন গমন কৈলা হরি। ব্রজেশ্বর ব্রজেশ্বরী অতি স্নেহে হিয়া ভরি ব্রজলোক সঙ্গে আগুসরি।। লালন করিয়া তারা ঘরে আইলা চিত্র পারা কৃষ্ণ প্রবেশিলা বৃন্দাবনে। রাধাময় দেখি বন চঞ্চল হইল মন তেজি সখাসঙ্গ ক্রীড়ারণে।। রাধাকুণ্ড তীরে আইলা মিলিতে উৎকণ্ঠ হৈলা রাইসঙ্গ চিন্তিতে লাগিলা। রাই আনিবার কাজে কহে নর্ম্মসখা মাঝে ধনিষ্ঠাকে […] keyboard_arrow_right
  • পূর্ব্বাহ্নে সখা মেলি গোষ্ঠ গমন কেলি
    পূর্ব্বাহ্নে সখা মেলি গোষ্ঠ গমন কেলি নানা বেশ করিয়া সাজনী। ধেনুগণ লৈয়া সঙ্গে চলিলা বিপিন রঙ্গে পাছে ধায় জনক জননী।। আর যত ব্রজবাসী পথে আইসে অনুব্রজি কৃষ্ণ সভায় করিলা বিদায়। রাইমুখ নিরখিয়া ধেনু সখা সঙ্গে লৈয়া যমুনাপুলিন বনে যায়।। তাহাঁ গো বয়স্য থুইয়া সুবলেরে সঙ্গে লৈয়া রাধাকুণ্ডতীরে উপনীত। রাধিকা যশোদাপায় বিদায় হইয়া যায় নিজগৃহে আসি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ