• পেখলুঁ অপরুব রামা
    পেখলুঁ অপরুব রামা। কুটিল কটাখ লাখ শর বরিখনে মন বান্ধল বিনু দামা।। পহিল বয়স ধনি মুনি-মনমোহিনী গজবর জিনি গতিমন্দা। কনকলতা তনু বদন ভান জনু উয়ল পুনমিক চন্দা।। কাঁচা কাঞ্চন সাঁচ ভরি দৌ কুচ চুচুক মরকত শোভা। কমল কোরে জনু মধুকর শুতল তাহিঁ রহল মনলোভা।। বিদ্যাপতি পদ মোহে উপদেশল রাধা রসময় ফন্দা। গোবিন্দদাস কহ কৈছন হেরল […] keyboard_arrow_right
  • প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রীমুকুন্দ দাস
    প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রীমুকুন্দ দাস ঘরে সেবা গোপীনাথ জানি। গেলা কোন কার্য্যান্তরে সেবা করিবার তরে শ্রীরঘুনন্দনে ডাকি আনি।। ঘরে আছে কৃষ্ণসেবা যত্ন করি খাওয়াইবা এত বলি মুকুন্দ চলিলা। পিতার আদেশ পাঞা সেবার সামগ্রী লৈয়া গোপীনাথের সমুখে আইলা।। শ্রীরঘুনন্দন অতি বয়ঃক্রম শিশুমতি খাও বলে কান্দিতে কান্দিতে। কৃষ্ণ সে প্রেমের বশে না রাখিয়া অবশেষে সকল খাইলা অলক্ষিতে।। […] keyboard_arrow_right
  • প্রথম সমাগম কিশোরী কিশোর
    প্রথম সমাগম কিশোরী কিশোর। বচন না ফুরই দুহুঁ রসে ভোর।। জাগল মনমথ দুবাহু বাঢ়াই। আবেশে নাহ আগোরল রাই।। কাঁপই কমলিনী অলি নিরবন্ধ। গিরিধরে থরকয়ে কুচগিরিছন্দ।। চুম্বন বেরি অথির ভেল কান। পরিরম্ভণে রাই ভেল অগেয়ান।। জলধর দামিনী রহল অগোর। দীনবন্ধু ভণ নিশি ভেল ভোর।। keyboard_arrow_right
  • প্রভাতে উঠিয়া বিনোদ নাগর
    প্রভাতে উঠিয়া বিনোদ নাগর চলিলা নাগরি পাশ। ঘুমে ঢুলু ঢুলু যুগল লোচন মুখে মৃদু মৃদু হাস।। কপাল উপরে সিন্দূর বিন্দু অধরে কাজর দেখি। হিয়ার মাঝারে যাবকের রেখা নখচিহ্ন আছে সাখি।। গলায় দিয়াছে বিনা সুতের মালা নাগরি দিয়াছে সাধে। এসব ভূষণ অঙ্গেতে করিয়া ভেটিতে আইলা রাধে।। হাসিতে হাসিতে রসিক নাগর চলিলা রাইয়ের পাশ। দেখিয়া জ্বলিছে অন্তর […] keyboard_arrow_right
  • প্রভুহে এইবার করহে করুণা
    প্রভুহে এইবার করহে করুণা। যুগল চরণ দেখি সফল করিব আখিঁ এই বড় মনের বাসনা।।ধ্রু।। নিজ পদসেবা দিবা নাহি মোরে উপেখিবা তুহুঁ পহুঁ করুণা সাগর। দুহুঁ বিনু নাহি জানো কত বড় ভাগ্য মানো মুঞি বড় পতিত পামর।। ললিতা আদেশ পাঞা চরণ সেবিব যাঞা প্রিয় সখী সঙ্গে হর্ষ মনে। দুহুঁ দাতা শিরোমণি অতি দীন মোরে জানি নিকটে […] keyboard_arrow_right
  • প্রাণ ধরিব কেমনে প্রাণ ধরিব কেমনে
    প্রাণ ধরিব কেমনে প্রাণ ধরিব কেমনে। দিবসে আন্ধার হইল শ্রীমুরারি বিনে।। হরি গুরু বৈষ্ণবের সেবা হৈল বাদ। আর কি রসিকানন্দ পুরাইবে সাধ।। একে সে রসিকানন্দ রসের তরঙ্গ। বসিলা রসিকানন্দ ক্ষীরচোরা সঙ্গ।। কাঁদিতে কাঁদিতে হিয়া বিদরে হুতাশে। দশদিক শূন্য হৈল শ্যামপ্রিয়া ভাষে।। keyboard_arrow_right
  • প্রাণনাথ কৃপা করি শুন দুঃখ মোর
    প্রাণনাথ কৃপা করি শুন দুঃখ মোর। আপন অনন্ত গুণে হেনমহাপাপিজনে দয়া কৈলা যার নাহি ওর।।ধ্রু।। প্রেম-সেবা-প্রাপ্ত্যুপায় উপদেশ দিলা তায় মুঞি তার না ছুইলুঁ গন্ধ। আপন করম-দোষে সেবিলুঁ বিষয়বিষে মোর দেখি পুন ভব-বন্ধ।। যত পাপ-সঞ্চার যত অপরাধ হয় তাহার আলয়-রূপ আমি। মোর মন দুষ্ট যত তাহা না কহিব কত কিবা নাহি জান প্রভু তুমি।। সেই সব […] keyboard_arrow_right
  • প্রাণনাথ কেমন করিব আমি
    প্রাণনাথ কেমন করিব আমি। তোমা বিনে মন করে উচাটন কে জানে কেমন তুমি।।ধ্রু।। না দেখি নয়ন ঝুরে অনুখণ দেখিতে তোমায় দেখি। সোঙরণে মন মুরছিত হেন মুদিয়া রহিয়ে আঁখি।। শ্রবণে শুনিয়া তোমার চরিত আন না ভাবয়ে মনে। নিমিষের আধ পাসরিতে নারি ঘুমাল্যে দেখি স্বপনে।। জাগিলে চেতন হারাইয়ে আমি তোমা নাম করি কান্দি। পরবোধ দেই এ রায় […] keyboard_arrow_right
  • প্রাতহি জাগি যশোমতি পেখত
    প্রাতহি জাগি যশোমতি পেখত ব্রজকুল-নন্দন-মুখ। আনন্দ-নীর নিমিখ ঘন নিন্দই কহতহি বিহিক মুরূখ।। কো কহু অপরূপ নেহ। পুন পুন চুম্বনে তনু পুলকাইত স্তন-খিরে ভীগল দেহ।। লহু লহু জাগাই পেখি নীলাম্বর নখ-খত ঝামর দেহ। কহ কাহে দেখি বলাম্বর পহিরণ হা হা কন্টক-রেহ।। দোহন সিনান করাই পুন ভোজন শয়ন করাওত নীতি। রাধামোহন গোঠ-বিজয় জানি সোই করত তদুচীতি।। keyboard_arrow_right
  • প্রিয়সখী বদনে পূরবে ধনী শুনইতে
    প্রিয়সখী বদনে পূরবে ধনী শুনইতে শ্রবণরসায়ন নাম। ততহি চিত নিজ হিত না মানল জাগল অভিনব কাম।। অব পুন ভাটক মুখে। নাম অমিয়া সম যুবতি মনোরম শুনি পুন পড়ল বিপাকে।। প্রেমে অঙ্গ ভরু নয়নে নীর ঝরু গদগদ কণ্ঠক রাব। অনুমানে সকল সঙ্গিগণে জানল নামক ইহ পরভাব।। ললিতা ছল করি কহত কলাবতি সজল নয়ন কথি লাগি। নীলকণ্ঠ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ