• প্রেম করি কুলবতী সনে
    প্রেম করি কুলবতী সনে। এত কি শঠতা কানুর মনে।। বংশী নাদে সঙ্কেত করিল। ঘরের বাহিরে মুই আইল।। কহে পুন হইবে মিলন। তাই মুই আইনু কুঞ্জবন।। বেশ বনাইল কত মতে। আশা করি বঞ্চিনু কুঞ্জেতে ।। কিন্তু কানু বঞ্চিয়া আমারে। রজনী বঞ্চিল কার ঘরে।। স্বরূপেরে এত কহি গোরা। অভিমানে কাঁদে হৈয়া ভোরা।। নরহরি তা হেরিয়া কাঁদে। কেমনে […] keyboard_arrow_right
  • ফল লেহ ফল লেহ ডাকে ফলওয়ারী
    ফল লেহ ফল লেহ ডাকে ফলওয়ারী। চ্যুত ধান্য শুধা করে আইলা শ্রীহরি।। পসারে ফেলিয়া ধান্য ফল দেহ বোলে। অনিমিখে পসারিণী সে মুখ নেহালে।। নয়নে গলয়ে ধারা দেখি মুখখানি। কার ঘরের শিশু তুমি যাইয়ে নিছনি।। কোন পুণ্যবতী তোমা করিলেক কোলে। কাহারে জননী বলি স্তন পান কৈলে।। ঘনরাম দাসে বোলে শুন পসারিণি। ফলের সহিত কর জীবন নিছনি।। keyboard_arrow_right
  • ফাগুনে গণইতে গুণগান তোর
    ফাগুনে গণইতে গুণগান তোর। ফুটি কুসুমিত ভেল কানন-ওর।। ফুল-ধনু লেই কুসুম-শর সাজ। ফুকরি রোয়ে ধনি পরিহার লাজ।। ফুকরি কহলুঁ হরি ইথে নাহি ছন্দ ফিরি না হেরবি রাই-মুখ-চন্দ।। ফোরল দুহুঁ কর-মকরত বলই। ফারল নয়ন সঘন জল খলই।। ফারল কবরি সম্বরি নাহি বান্ধ। ফনি-পতি-দমন বোলি ঘন কান্দ।। ফুটত হৃদয় নিদারুণ নেহ। ফুতকারহি ধনি তেজবি দেহ।। ফেরি না […] keyboard_arrow_right
  • ফুয়ল অশোক নাগকেশর রঙ্গণ
    ফুয়ল অশোক নাগকেশর রঙ্গণ। মাধবী মালতী পরিমলে ভরু বন।। পাটল কিংশুক কাঞ্চনের শোভা অতি। করুণ কমল কুন্দ করবীর যূথী।। মুকুলিত রসাল বকুল গন্ধরাজ। ললিত লবঙ্গলতা বন্ধুজীব সাজ।। সরোবর সরসিজগণ দিল দেখা। হংস সারস পড়ে মেলি দুই পাখা।। ঝাঁকে ঝাঁকে অলিকুল গুন গুন স্বরে। মধুমদে মাতি পড়ে ফুলের উপরে।। কোকিল পঞ্চম গায় শিখিকুল নাচে। মলয়পবন বহে […] keyboard_arrow_right
  • বড় শেল মরমে রহিল
    বড় শেল মরমে রহিল। পাইয়া দুর্ল্লভ তনু শ্রীগুরু-সেবন বিনু জন্ম মোর বিফল হইল।।ধ্রু।। ব্রজেন্দ্রনন্দন হরি নবদ্বীপে অবতরি জগত ভরিয়া প্রেম দিল। মুঞি সে পামর-মতি বিশেষে কঠিন অতি তেঞি মোরে করুণা নহিল।। শ্রীরূপ স্বরূপ সাথ সনাতন রঘুনাথ তাহাতে নহিল মোর মতি। বৃন্দাবন রসধাম চিন্তামণি যার নাম সেহো ধামে না কৈলুঁ বসতি।। বিশেষে বিষয়ে রতি নহিলে বৈষ্ণবে […] keyboard_arrow_right
  • বদন নিছাই মোছি মুখ-মণ্ডল
    বদন নিছাই মোছি মুখ-মণ্ডল বোলত সুমধুর বাণি। বেলি অবসানে তুরিতে নাহি আওসি তুয়া লাগি বিফল পরাণি।। নন্দন-করে ধরি রাণী। কতহুঁ যতন করি যশোমতি সুন্দরি মন্দিরে বৈসায়লি আনি।। সুবাসিত তৈল সুশীতল জল দেই মাজল যতনহি অঙ্গ। কুন্তল মাজি সাজি পুন বান্ধল চূড় শিখণ্ডক রঙ্গ।। মৃগমদ চন্দন অঙ্গে বিলেপন যতনে পিন্ধায়ল বাস। বাসিত কুঙ্কুম হার উরে লম্বিত […] keyboard_arrow_right
  • বদন মেলিয়া গোপাল রাণী পানে চায়
    বদন মেলিয়া গোপাল রাণী পানে চায়। মুখ মাঝে অপরূপ দেখিবারে পায়।। এ ভূমি আকাশ আদি চৌদ্দ ভুবন। সুরলোক নাগলোক নরলোকগণ।। অনন্ত ব্রহ্মাণ্ড গোলোক আদি যত ধাম। মুখের ভিতর সব দেখে নিরমাণ।। শেষ মহেশ ব্রহ্মা আদি স্তুতি করে। নন্দ যশোমতী আর মুখের ভিতরে।। দেখি নন্দ ব্রজেশ্বরী বচন না স্ফুরে। স্বপ্নপ্রায় কি দেখলুঁ হেন মনে করে।। নিজ […] keyboard_arrow_right
  • বঁধু ,তুমি বড় কঠিন পরাণ
    “বঁধু ,তুমি বড় কঠিন পরাণ। ইবে মোরা জানি অনুমান।। কেনে তুমি বিরস বদন।” কহে যত গোপ-সখীগণ।। “ওহে তুমি বিদগধ রায়। মো সভারে হেন না জুয়ায়।। স্ত্রী-বধ-পাতকী ভয় লাগে।। মরিল সকলে তব আগে।। দাণ্ডাইয়া দেখহ আপনে । হয় নয় বুঝি নিজ মনে।। একে একে ব্রজের রমণী। হেঁট মাথে খুটএ ধরণী।। পাসরিলে সে সব পীরিতি। পরিণামে হেন […] keyboard_arrow_right
  • বন বনমালি বরজপুর আওল
    বন বনমালি বরজপুর আওল বাওল সুমধুর ডঙ্কা। শুনি সব লোক সুখনিধি নিমগন দূরে গেও চিরদুখ শঙ্কা।। হরি হরি ব্রজজন দুরদিন গেল। যাকর লাগি আগি জ্বলু প্রতি ঘরে তাকর দরশন ভেল।। নন্দ যশোমতি রোহিণী সঙ্গতি নিকসল ব্রজজন সঙ্গে। দাম শ্রীদাম সুবল মধুমঙ্গল ধাওল নিজ নিজ রঙ্গে।। সরবে উচ্চ পুচ্ছ করি শিরোপরি মিলল ধবলী হংসী।। পঙ্গু জরতী […] keyboard_arrow_right
  • বনে বনে আসি কুণ্ড পরবেশল
    বনে বনে আসি কুণ্ড পরবেশল সুবল বিনোদিনী সাজে। লহু লহু হাসি হাসি পহুঁ মীলল ধনি অবনতমুখ লাজে।। রাইক হৃদয় জানি পহুঁ মাধব বিদগধ রসিক সুজান। সুবলেরে পুছই সকল শুভ মঙ্গল দিঞা আলিঙ্গন দান।। গমনাবধি পুন কুণ্ড সমাগম সুবল কহল শুভবাণী। মল্লিক মাল গাঁথি পহুঁ রসবতি সুবলে পরাওল আনি।। মন্দির গমন শমন সম মানই জর জর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ