রাধানাথ দেখিতে হইছে ভয়। হইল বল হ্রাস আর বুদ্ধি নাশ কখন কি জানি হয়।। রাধানাথ সকলি ছাড়িয়া গেল। দাঁত আঁত গেল বধির হইল নয়নে না দেখি ভাল।। রাধানাথ তুমি সে করুণাসিন্ধু। তোমা বিনে আর কেবা উদ্ধারিবে তুমি সব-লোকসিন্ধু।। রাধানাথ আগে সব নিবেদিয়ে। মরণ সময় ব্যাধিগ্রস্ত হয় স্মরণ নাহিক রয়ে।। রাধানাথ আর কিছু নাহি ভয়। বৃষভানুসুতা- […]
keyboard_arrow_right