• কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে
    কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে। কত সুরধনী বহে অরুণ নয়নে।। সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায়। ধূলায় ধূসর তনু ভূমে গড়ি যায়।। মানে মলিন মুখ কিছুই না ভায়। রজনী দিবস গোরা জাগিয়া গোঙায়।। ক্ষণে চমকিত অঙ্গ ধরণ না যায়। মনোভাব গোরাচাঁদের বাসু ঘোষ গায়।। keyboard_arrow_right
  • কৃষ্ণ গেলে মরিব সখী তাহে কিবা কাজ
    কৃষ্ণ গেলে মরিব সখী তাহে কিবা কাজ। কৃষ্ণের সাক্ষাতে মৈলে কৃষ্ণ পাবে লাজ।। অল্প ধন লোভ লোকে এড়াইতে পারে। কানু হেন ধন সখী ছাড়ি দিব কারে।। কা সনে করিব ক্রীড়া যমুনার কূলে। কে আর ঘুচাবে সখী বিরহ আকুলে।। কেমনে ধরিব প্রাণ কানু না দেখিয়া।। রথে চড়ি যান কৃষ্ণ না চান ফিরিয়া।। মথুরা যাইলে কৃষ্ণ না […] keyboard_arrow_right
  • কৃষ্ণ দু-আখর অতি মনোহর
    কৃষ্ণ দু-আখর অতি মনোহর শুনিলুঁ মধুর গান। তাথে পরমাদ চিতে উনমাদ আন না শুনয়ে কান।। এ চিত্রপটেতে নবীন মূরতি নব ঘন জিনি তনু। ইহার দরশে পরম হরিষে মগ্ন ভেল মন জনু।। এ সব শুনিয়া সখীগণ-হিয়া আনন্দ পায়ল অতি। এ যদুনন্দন দাস এই ভণে ভালে সে চিন্তিত মতি।। keyboard_arrow_right
  • কৃষ্ণ পদ্মেরি কথা করোরে দিশে
    কৃষ্ণ পদ্মেরি কথা করোরে দিশে। রাধা কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে।। না জেনে সেই যোগ নিরূপণ, রসিক নাম ধরা সে কেমন। অসময়ে চাষ করলে তখন কৃষি হয় কিসে।। সামান্য বিচার কর বিশ্বাস লইয়ে ধর। অমূল্য ফল পেতে পার তাহে অনায়াসে।। শুনতে নাই আন্দাজী কথা বর্তমানে জান হেথা। লালন কয়, সে জন্মলতা দেখরে কিসে।। keyboard_arrow_right
  • কৃষ্ণ পরশিল করে শরীর রাধার
    কৃষ্ণ পরশিল করে শরীর রাধার। বিহড়িল আষ্ট ধাতু আয়িল তাহার।। ধেআন করিআঁ করেঁ ঝাড়ে বনমালী। ধীরেঁ ধীরেঁ গাঅখানী তোলে চন্দ্রাবলী।। মরিআঁ জিলী রাধা গোকুল সমাজে। তিরীবধে ঊদ্ধার পাইল দেবরাজে।।ধ্রু।। তালের বিণিঞঁ রাধাক বিচি কাহ্ন। নির্ম্মল যমুনা জল করায়িল পান।। জিআঁ ঊঠিলী রাধা পরম হরিষে। সখিজন হুলাহুলী পাড়ে চৌদিশে।। রাধা বস করি কাহ্ন গেলা বৃন্দাবনে ।। […] keyboard_arrow_right
  • কৃষ্ণ বলরাম চলিলা তুরিতে
    কৃষ্ণ বলরাম চলিলা তুরিতে যথা যজ্ঞপত্নী রহে। তথা দুই ভাই চলিলা সঘনে দুয়ারে যাইয়া রহে।। দেখিলা ব্রাহ্মণী কৃষ্ণ বলরাম পুলকে পূরিত অঙ্গ। গদ গদ ভাবে কহিতে লাগিলা “কিবা শুভদিন রঙ্গ। আজু বড় শুভ করম ফলিল ভাগ্যের নাহিক সীমা। নয়ন ভরিয়া দেখিলাম আঁখে রামকৃষ্ণ দুই জনা।। কহ কহ কেনে এলে দুই জনে কি হেতু ইহার শুনি।” […] keyboard_arrow_right
  • কৃষ্ণ বিনে তেষ্টা-ত্যাগী
    কৃষ্ণ বিনে তেষ্টা-ত্যাগী, ভবে সেই বটে গো শুদ্ধ অনুরাগী।। মেঘের জল বৈ চাতক যেমন অন্য জল করে না গ্রহণ, তেমনি কৃষ্ণভক্ত জন একান্ত কোট মনে কৃষ্ণের লাগি’।। স্বর্গেরও সুখ নাহি চায় সে, মিশিতে না চায় সাযুজ্যে, ও তার ভাবে বুঝায় পষ্ট কেবল সেই কৃষ্ণসুখের সুখী।। কৃষ্ণ প্রেম যার মনে, তার বিক্রম সে-ই তা জানে, অধীন […] keyboard_arrow_right
  • কৃষ্ণ লাগি উপায় না রাখ মনে মনে
    কৃষ্ণ লাগি উপায় না রাখ মনে মনে। অবশেষে দিল দেবি সূর্য্যপুজার স্থানে।। গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য রসময়। আচমন দিয়া দিল তাম্বুল সঞ্চয়।। সভে মেলি বর মাগ পূজা পূর্ণ হৈল। গলবস্ত্রে জোড় হস্তে হরি হরি বল।। প্রণাম করহ সভে পূজা হৈল সায়। এ গোবিন্দদাস কিছু ইহ রস গায়।। keyboard_arrow_right
  • কৃষ্ণ হলধর বিমুখ অন্তর
    কৃষ্ণ হলধর বিমুখ অন্তর লাজেতে না সরে বাণী। আন ছলা করি কহেন বচন কেহ সে নাহিক জানি।। উঠ উঠ বলি কহে বসুদেব শুনহ বচন মোর। তোমার নিবিড় পীরিতি আরতি আন কি জানয়ে ওর।। নন্দ যশোমতী স্নেহের পীরিতি কহিতে কহিব কত। এ মহীমণ্ডলে নাহিক গণনা আদর পীরিতি যত।। স্নেহ ভাবে ভাল পাওল সম্পদ তুমি সে পবিত্র […] keyboard_arrow_right
  • কৃষ্ণ হলধর বিমুখ অন্তর
    কৃষ্ণ হলধর বিমুখ অন্তর লাজেতে না সরে বাণী। আন ছলা করি কহেন বচন– “কেহ সে নাহিক জানি।।” “উঠ, উঠ”, –বলি কহে বাসুদেব– “শুনহ বচন মোর। তোমার নিবিড় পীরিতি আরতি আন কি জানয়ে ওর।। নন্দ যশোমতী স্নেহের পীরিতি কহিতে কহিব কত। এ মহীমণ্ডলে নাহিক গণনা আদর পীরিতি যত।। স্নেহভাবে ভাল পাওল সম্পদ্‌ তুমি সে পবিত্র লেখি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ