• না যাইহ ওরে বাপ মায়েরে ছাড়িয়া
    না যাইহ ওরে বাপ মায়েরে ছাড়িয়া। পাপিনী আছে যে সবে তোর মুখ চাইয়া। কমলনয়ন তোমার শ্রীচন্দ্রবদন। অধর সুন্দর কুন্দ মুকুতা দশন।। অমিয়া বরিখে যেন সুন্দর বচন। না দেখি বাঁচিব কিসে গজেন্দ্রগমন।। অদ্বৈত শ্রীবাসাদি যত অনুচর। নিত্যানন্দ আছে তোর প্রাণের সোসর।। পরম বান্ধব গদাধর আদি সঙ্গে। গৃহে থাকি সংকীর্ত্তন কর তুমি রঙ্গে।। ধর্ম্ম বুঝাইতে বাপ তব […] keyboard_arrow_right
  • না রহে গুরুজন মাঝে
    না রহে গুরুজন মাঝে। বেকত অঙ্গ ন ঝঁপায়ে লাজে।। বালা সঞে জব রহই। তরুনি পাই পরিহাস তঁহি করই।। মাধব তুঅ লাগি ভেটল রমনী। কো কহে বালা কো কোহে তরুনী।। কেলিক রভস জব সুনে। অনতএ হেরি ততহি দএ কানে।। ইথে কেই কর পরচারী। কাঁদন মাখী হাসি দেই গারী।। সুকবি বিদ্যাপতি ভানে। বালা-চরিত রসিক জন জানে। keyboard_arrow_right
  • না রহে গুরুজন মাঝে
    না রহে গুরুজন মাঝে। বেকত অঙ্গ ন ঝঁপায়ে লাজে।। বালা সঞে জব রহই। তরুনি পাই পরিহাস তঁহি করই ।। মাধব তুঅ লাগি ভেটল রমনী। কো কহে বালা কো কহে তরুনী।। কেলিক রভস জব সুনে। অনতএ হেরি ততহি দএ কানে।। ইথে কেই কর পরচারী।। কাঁদন মাখী হাসি দেই গারী।। সুকবি বিদ্যাপতি ভানে। বালা-চরিত রসিক জন জানে।। keyboard_arrow_right
  • না ল সজনি সই তুঝে বলম মুই নাকো
    না ল সজনি সই তুঝে বলম মুই নাকো। ধু শ্যামরূপ দেখিয়া, প্রাণি বিদরে হিয়া,দেখিয়া শ্যামের রূপ রাধে। ভাল ক্ষেণে হইল দেখা, আছিল কর্মের লেখা, কানু সঙ্গে ভেল পরিবাদে। অখিল গোপাল লৈয়া, আর রাধা সঙ্গী হৈয়া, মরমে প্রেম যাচে ত্রিভঙ্গ ভঙ্গিমা, আলাওল ভাণ মরমে সাধ হইয়াছে। keyboard_arrow_right
  • না লো সজনী আমি শুনিয়াছি শ্রবণে
    না লো সজনী আমি শুনিয়াছি শ্রবণে। ত্রিপুনীয়ে বাজিল জয়ধ্বনি। উদাসিনী করিয়া মোরে বংশীয়ে নিল প্রাণী। প্রেমবায়ে বংশীয়ে ডাকে নাম ধরি। সন্ন্যাসী করিল মোরে মুকুন্দ মুররী । হাটে ঘাটে মাঠে ফিরি হৈয়া কলঙ্কিনী। যথায় তথায় যাইয়া শুনি বাঁশীর প্রেমধ্বনি। কদমতলে বাজাও বাঁশী শুনি কর্মনাশী। মনচুরা বংশীয়ে মোরে কৈল উদাসী। বৃন্দাবনে হয় শব্দ আঁখিয়ে না হেরি। পাঞ্জর […] keyboard_arrow_right
  • নাইহরের বন্ধু রে দেখি আজু কেনে মান
    নাইহরের বন্ধু রে দেখি আজু কেনে মান। এ বুক বিদরে দেখি মলিন বয়ান।। ধু মুখে মুখ দিয়া পতি করিছে শয়ন। তিলে তিলে ননদী জাগএ গুরুজন। এ মেঘ আন্ধার রাত্রি গহন প্রবেশ । হাতে প্রাণ লই আইলু’ কিকহিমু বিশেষ।। কহে সৈয়দআইনুদ্দিনে পহুঁ নিঠুরিয়া। আজু পতিপাইলে সে নাদিমু ছাড়িয়া।। keyboard_arrow_right
  • নাগর আপনি হৈলা বণিকিনী
    নাগর আপনি হৈলা বণিকিনী কৌতুক করিয়া মনে। চুয়া যে চন্দন অমলা বন্টন যতন করিয়া আনে।। কেশর যাবক কস্তূরী দ্রাবক আনিল বেণীর জড়। সোন্ধা সুকুম্‌কম্‌ কর্পূর চন্দন আনিল মুথা শিকড় ।। থাকিলে করিয়া আনিল ভরিয়া উপরে বসন দিয়া।। মিছামিছি করি ফেরে বাড়ী বাড়ী বৈসে ভানু দ্বারে গিয়া।। ”চুয়া কে লইবে” ফুকরি কহয়ে আইলা দাসী যে তবে […] keyboard_arrow_right
  • নাগর জাএ রে রাধার মন্দিরে
    নাগর জাএ রে রাধার মন্দিরে নাগর জাএ রে। ধু পিআ রাধা বুলিআ বিনাইআ বাঁশী বাহে রে। গজবর কুসুমিত চরণেতি সাজে। রাঙ্গা চরণে সোণার নপুর না চলিতে বাজে। ছৈঅদ মর্তুজা কহে শুন লো রমণি। কি সোকে (সুখে ?) রৈআছ ঘরে শুনি বাঁশীর ধ্বনি। keyboard_arrow_right
  • নাগর অতি বেগে দোলা ঝুলায়
    নাগর অতি বেগে দোলা ঝুলায়। অথির রাই সখি নিষেধয়ে তায়।। ধনি বিগলিতবেণী। শিথিল রাই কুচকঞ্চুক উঢ়নী।। মণিঅভরণ খসই। উড়য়ে বসন হেরি নাগর হসই।। শ্রমজলে তনু ভরই। কনয়াকমল কিয়ে মকরন্দ ঝরই।। এ অতি অপরূপ শোভা। এ উদ্ধবদাস ভণ কানুমনলোভা।। keyboard_arrow_right
  • নাগর আপনি হৈলা বণিকিনী
    নাগর আপনি হৈলা বণিকিনী কৌতুক করিব মনে। চুয়া যে চন্দন আমলা বর্ত্তন যতন করিয়া আনে।। কেশর যাবক কস্তূরী দ্রাবক আনিল বেণার জড়। সোন্ধা সুকুঙ্কুম কর্পূর চন্দন আনিল মুথা-শিকড় ।। থালিতে করিয়া আনিল ভরিয়া উপরে বসন দিয়া। মিছামিছি করি ফেরে বাড়ী বাড়ী ভানুর দুয়ারে গিয়া।। “চুয়া কে লইবে ফুকরি কহয়ে আইল দাসী যে তবে। “মোদের মহলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ