নিজ নামামৃতে হয়ে মত্ত অনুক্ষণ। পিয়ায় সভারে নাম বিশেষে হীন জন।। অতি অরুণিত আঁখি আধ আধ বোলে। কান্দে উচ্চনাদে যারে তারে করে কোলে।। অপরূপ গৌরাঙ্গ বিলাস। খেণে বলে মুঞি পহুঁ খেণে বলে দাস।।ধ্রু।। খেণে মত্ত সিংহগতি খেণে ভাব স্তম্ভ। খেণে ধরু ধরণী পাইয়া অঙ্গসঙ্গ।। খেণে মালশাট মারে অট্ট অট্ট হাসে। খেণেকে রোদন খেণে গদগদ ভাষে।। […]
keyboard_arrow_right