• বন্ধু, কি আর বলিব আমি
    “বন্ধু, কি আর বলিব আমি। জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হৈও তুমি।। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি । সব সমর্পিয়া এক মন হৈয়া হইনু তোমার দাসী।। এ কুলে ও কুলে দুকুলে গোকুলে আর কেবা মোর আছে। রাধা বলি কেহ শুধাইতে নাই দাঁড়াব কাহার কাছে।। ভাবিয়া দেখিনু এ তিন ভুবনে আপনা বলিব কায়। শীতল […] keyboard_arrow_right
  • বন্ধু, চিত-নিবারণ তুমি
    বন্ধু, চিত-নিবারণ তুমি। কোন্‌ শুভদিনে দেখা তোমার সনে পাশরিতে নারি আমি। ও চাঁদ-বদন না দেখি যখন শুনহে প্রাণের হরি। অনাথীর প্রাণ করে আনচান দিনে কতবার মরি।। তোমা হেন ধন অমূল্য রতন তোমার তুলনা তুমি। তুমি হেন শ্যাম মোরে হলে বাম বড় অভাগিনী আমি।। তখন করিলে যেমন পীরিতি এখন এমতি কর। অবলা হইলে পরমাদ হ’ত পুরুষ […] keyboard_arrow_right
  • বন্ধুআ মোর পরাণের পরাণ
    বন্ধুআ মোর পরাণের পরাণ। বিরলে পাইআ রূপ যৌবন দিমু দান।। ধু দেখিছি অবধি রূপ মন ভেল ভোলা। প্রেম গুণ গুণি গুণি হিআ করে জ্বালা।। গোকুলে কলঙ্ক বড় লোক উপহাস। গোপত বন্ধুর লাগি জাতি কুল নাশ।। আইনদ্দিনে বোলে সখি মরম বেদনা। কালা বিনে নিবারিতে নাহি আন জনা।। keyboard_arrow_right
  • বন্ধুয়া রে, আমি তোমার দর্শন ভিখারী
    বন্ধুয়া রে, আমি তোমার দর্শন ভিখারী।। প্রেমশেল হেনে মোরে, গেলে বন্ধু দেশান্তরে, ছিরি পুরে আছ মহানন্দে; কটাক্ষের মারি’ বাণ, হরিলে যুবতীর প্রাণ, প্রেমানলে বিরহিণীর মনুরায় কান্দে রে বসন্ত সময় হইল, নানা পুষ্প বিকশিল, ফুল শইয্যা করি অভাগিনী; পলক না মারি আঁখি, পন্থ নিরখিয়া থাকি, আসার আশায় বসি কাটাই রজনী রে। দয়ার ভাণ্ডার তুমি, লোক মুখে […] keyboard_arrow_right
  • বন্ধুয়া আসিয়া হাসিয়া হাসিয়া
    বন্ধুয়া আসিয়া হাসিয়া হাসিয়া মিলব আমার পাশে। তুরিতে দেখিয়া চকিতে উঠিয়া বদন ঝাঁপিব বাসে।। তা দেখি নাগর রসের সাগর আঁচরে ধরিবে মোর। করে কর ধরি গদগদ করি কহিব বচন থোর।। তবহি মলিন দেখিয়া বদন হইয়া নাগর ভোরে। আঁখি ছল ছলে গরগর বোলে কত না সাধিবে মোরে।। সময় জানিয়া থীর মানিয়া পূরাব মনের আশ। এ সকল […] keyboard_arrow_right
  • বন্ধুয়া পাইয়া ধনি মাতল গরবিনি
    বন্ধুয়া পাইয়া ধনি মাতল গরবিনি প্রেমে আন্ধুয়া ভেল আঁখি। আপন ভব সভাব সব বিছরল কোরহি দেখি না দেখি।। সুন্দরি সহচরি মুখ পানে চায়। ছলছল লোচনে পুন পুন পুছত কাঁহা মোর মনমথ রায়।। শ্যাম শ্যাম করি দীঘ নিশাসই বিলাপই বিধুমুখি রাই। অদ্ভুত প্রীতি রীত না সমুঝিয়ে। অনুভবি ওর না পাই।। কোরে থাকিতে বহু দূর সোই মানই […] keyboard_arrow_right
  • বন্ধুয়া বলিমু কোন লাজে রে স্বজনী সই
    বন্ধুয়া বলিমু কোন লাজে রে স্বজনী সই, কালিমা বলিমু কোন লাজে।। ধু বন্ধুয়া বন্ধুয়া কালিয়া তোর নাম। প্রভাত হইতে কর ঘর-গৃহ কাম।। গৃহঘরের কামকর বাখানে রাখ ধেনু। ষোলশ’ গোপিনী মাঝে এক রাধাকানু।। আরের বন্ধুয়া বৈসে পালঙ্গ মহলে। আসিলে আমার বন্ধু বৈসে কদমতলে।। কদম্বের তলে থাকি শ্যামে বাঁশী টানে। মন উদাসিনী কৈল সেই বাঁশীর সানে।। দেখি […] keyboard_arrow_right
  • বন্ধুয়া রে রসের রসিক বন্ধু নিকুঞ্জে ভজন
    বন্ধুয়া রে রসের রসিক বন্ধু নিকুঞ্জে ভজন হইল না। বন্ধুয়া রে কদম্বেরি ডালে বসি সুললিত বাও বাঁশী ডাকে বাঁশী মোর নাম লৈয়া। শুনিয়া বাঁশীর টান উলচিত হৈল প্রাণ নিল মোর পাঞ্জর চোষিয়া। বন্ধুয়া রে বাঁশীতে করিয়া ছন্দি জগতে হইয়াছ বন্দী পবনে মোহিয়া বাঁশী বাও। শুনিয়া বাঁশীর ধ্বনি যত সখী সোহাগিনী অন্তরেতে হয় প্রেম ঘাও। বন্ধুয়ারে […] keyboard_arrow_right
  • বন্ধুয়ার মরম গো সখি কইমু বাখানিয়া
    বন্ধুয়ার মরম গো সখি কইমু বাখানিয়া।। কইমু বাখানিয়া গো সখি কইমু বাখানিয়া। যেই বেলা পিরিতি কইলা গোপনে আসিয়া।। কুলে লইয়া মুই অভাগি আছিলাম সুইয়া গো সখি। হাসি খেলি প্রাণের বন্ধু গেলা গো ছাপিয়া।। ঘর থাকি বাহির হইয়া আমি উঠিলাম কান্দিয়া গো সখি। আবুল হুছন বলে মনেতে ভাবিয়া।। কেবল কালিয়ার কেশে রইয়াছে ছাপিয়া গো সখি কইমু […] keyboard_arrow_right
  • বন্ধুয়ারে ! দেখিলুম কদম তলে তোর রূপ
    বন্ধুয়ারে ! দেখিলুম কদম তলে তোর রূপ।। ধু যখন দেখিলুম শ্যাম কালিন্দীর কূলে। সেই ধরি রাজহংস নাচে শত দলে।। ষট চক্র মধ্যে মোর বহে ষট্‌ ঋত। পঞ্চ শব্দে যন্ত্র বাহে গাহে তোর গীত।। হীন আলি রাজা ভণে গুরুদাতা সার। ষট্‌ কালে রোমে রোমে গুণ গাহে যার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ