• বিহরতি রাসে রসিক বলরাম
    বিহরতি রাসে রসিক বলরাম। রূপ হেরি মুরছিত কত শত কাম।। কত শত নব নাগরি অনুপাম। অবিরত সেবই পূরু মনকাম।। সিত কলেবর মনোহর ধাম। জগজন রমইতে যাকর নাম।। তঁহি রস আবেশ ভঙ্গি সুঠম। কি কহব জ্ঞান পঁহুক গুণগাম।। keyboard_arrow_right
  • বিহরতি সহ রাধিকয়া রঙ্গী
    বিহরতি সহ রাধিকয়া রঙ্গী। মধু-মধুরে বৃন্দাবন-রোধসি হরিরিহ হর্ষ-তরঙ্গী।।ধ্রু।। বিকিরতি যন্ত্রেরিত মঘবৈরিণি রাধাকুঙ্কুম-পঙ্কম্। দয়িতাময়মপি সিঞ্চতি মৃগমদ রস-রাশিভিরবিশঙ্কম্।। ক্ষিপতি মিথো যুব- মিথুনমিদং নব- মরুণতরং পটবাসম্। জিতিমিতি জিতিমিতি মহুরভিজল্পতি কল্পয়দতনু-বিলাসম্।। সুবলো রণয়তি ঘন-করতালীং জিতবানিতি বনমালী। ললিতা বদতি সনাতন-বল্লভ- মজয়ত পশ্য মমালী।। keyboard_arrow_right
  • বিহরে আজু রসিক-রাজ
    বিহরে আজু রসিক-রাজ গৌরচন্দ্র নদিয়া-মাঝ কুঞ্জ কেশরপুঞ্জ উজোর কনক-রুচির-কাঁতিয়া। কোটি কাম রূপ-ধাম ভুবনমোহন লাবণি ঠাম হেরত জগত-যুবতি উমতি ধৈরজ ধরম তেজিয়া।। অসিম পুণিম-শরদ-চন্দ- কিরণ-দমন বদন-ছন্দ কুন্দ-কুসুম নিন্দি সুষম মঞ্জু দশন-পাঁতিয়া। বিম্বু-অধরে মধুর হাসি বমই কতহি অমিয়া-রাশি শুধই সীধু-নিকর নিঝর বচন ঐছন ভাতিয়া।। মধুর বরজ-বিপিন-কুঞ্জ মধুর পিরিতি-আরতি পুঞ্জ সোঙরি সোঙরি অধিক অবশ মুগধ দিবস রাতিয়া। ভাবে […] keyboard_arrow_right
  • বিহরে শ্যাম নবিন কাম
    বিহরে শ্যাম নবিন কাম নবিন বৃন্দা বিপিন ধাম সঙ্গে নবিন নাগরিগণ নব ঋতুপতি রাতিয়া। নবিন গান নবিন তান নবিন নবিন ধরই মান নোতুন গতি নৃত্যতি অতি নবিন নবিন ভাতিয়া।। ইষত সরস মধুর ভাষ সরসে পরশে করু বিলাস রসবতি ধনি রস শিরোমণি সরস রভসে মাতিয়া। সরস কুসুম সরস সুষম সরস কাননে ভেলি ভূষণ রসে উনমত ঝঙ্কৃতি […] keyboard_arrow_right
  • বিহানে উঠিঞা যেই ডাঁড়াইলাম পথে
    বিহানে উঠিঞা যেই ডাঁড়াইলাম পথে। আসি এক গোয়ালিনী ধরিলেক হাথে।। হাসিঞা গোপিনী সব কাল কাল বল্যা। অপমান কর‍্যা কত গাএ দিলে ধূলা।। ঢাকিঞা ক্ষীরের নাড়ু রাখিঞা আঁচলে। বারে বারে দেখাইঞা ধর ধর বলে।। ক্ষীর সর নবনী যাচাঞা দিঞা মোরে। চোর বল্যা কেহো কেহো বান্ধে দুটি করে।। মা বল্যা ডাকিতে চাহি মনে ভয় পাঞা। খরতর ধরে […] keyboard_arrow_right
  • বিহির কি রীতি পিরিতি-আরতি
    বিহির কি রীতি পিরিতি-আরতি গোরা রূপে উপজিল। যাহার এ পতি সেই পুণবতী আনে সে ঝুরিয়া মৈল।। সজনি কাহারে কহিব কথা। নিরবধি গোরা বদন দেখিয়া ঘুচাব মনের বেথা।। সে গোরা গায় ঘাম-কিরণে নিন্দয়ে কতেক চাঁদে। গলায় রঙ্গণ- কলিকার মালা নারী-মন-বান্ধা ফান্দে।। বাহুর বলনি অঙ্গের হেলনি মন্থর চলনি-ছান্দে। আছুক আনের কাজ কি মদন বিনিয়া বিনিয়া কান্দে।। শ্রবণে […] keyboard_arrow_right
  • বিহির নির্ম্মান এ দেহ-গঠন
    বিহির নির্ম্মান এ দেহ-গঠন ধরিল উত্তম কায়া । তখনি সে দেহে পরম পুরূস ঘটেতে করেন দয়া।। সর্ব্বত্র দেহের মূল ভগবান দেহে দেহে আছে স্থিতি । স্থাবর জঙ্গম এ কিট পতঙ্গ সভাতে আছয়ে গতি।। পুরূবে অনেক তপফলার্জিত ধরিয়া এমত দেহা। তাহাতে মরএ আপনা আপনি বান্ধয়ে মায়ার গেহা।। আপনি মরএ বিসভাণ্ড খায়া আনের কি দোস আছে। আপনা […] keyboard_arrow_right
  • বিহির কি রীতি পিরীতি আরতি
    বিহির কি রীতি পিরীতি আরতি গোরারূপে উপজিল। যাহার এ পতি সেই পুণবতী আনে সে ঝুরিয়া মৈল।। সজনি কাহারে কহিব কথা। নিরবধি গোরা- বদন দেখিয়া ঘুচাব মনের বেথা।।ধ্রু।। সে গোরাগায় কিরণ ছটায় নিন্দয়ে কতেক চাঁদে। গলার রঙ্গণ- কলিকার মালা নারীমনবান্ধা ফান্দে।। বাহু্র বলনি অঙ্গের হেলনি মন্থর চলনিছান্দে। আছুক আনের কাজ কি মদন বিনায়ে বিনায়ে কান্দে।। শ্রবণে […] keyboard_arrow_right
  • বুঝল মোহে হরি বহুত অকার
    বুঝল মোহে হরি বহুত অকার। হিয়া মোর ধস ধস তুহু সে গোআর।। ধিরে ধিরে রমহ টুটুঅ জনু হার। চোরি রভস নহি কর পরচার।। ন দিহ কুচে নখরেখঘাত। কইসে নুকায়ব কালি পরভাত।। ন কর বিঘাতন অধরহি দসনে। লাজ ভয় দুহু নহি তুঅ থানে।। ন ধর কেস ন কর ঢিঠপন। অলপে অলপে করহ নিধুবন।। তোমারে সোঁপলি তনু […] keyboard_arrow_right
  • বুঝলুম কানুক আগমন-সঙ্কেত
    বুঝলুম কানুক আগমন-সঙ্কেত পাশ ভই বান্ধল পরাণ। দুখ দিতে ঐছন দবিহি বড় দারুণ কিয়ে করু ইহ নিরমাণ।। সজনি হোর দেখ দারুণ বিষাদ। আপন মরণ পুন তছু পায় মাগিয়ে হেরইতে রাই উনমাদ।। খেণে উচ রোয়ই খেণে খেণে হোয়ই প্রলপই দীঘ নিশাস।। এ বাড়বানল লাখ অধিক ভেল কত সহুঁ ইহ সুকুমারি। অতুল প্রেম-রিতি ঐছন পরতিতি রাধামোহন বলিহারি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ