সহচর সঙ্গে রঙ্গে-নন্দ-নন্দন কত কত মত করি খেল। রাইক গমন- সময় বুঝি তৈখনে আন ছলে আপহি গেল।। সজনি হোর দেখ মীলন-রঙ্গ। চাঁদক দরশনে যৈছন জলনিধি উছলিত অধিক তরঙ্গ।।ধ্রু।। দূরহি দুহু মুখ হেরইতে দুহুঁকর নয়নহি আনন্দ-নীর। দুহুঁ অঙ্গ পুলকিত দুহুঁ ঘরমাইত কম্পিত দুহুঁক শরীর।। কতহুঁ যতনে দুহুঁ হোয়ল একঠাম দুহুঁ রূপ পিবইতে চাহ। রাধামোহন পহুঁ চতুর […]
keyboard_arrow_right