সহচরী বলে-“ভালে শুন নবরামা। না দেখ মূরতি রতি বনচারী নামা।।” একথা শুনিয়া রাধা হাসিতে লাগল। “বনচারী দেবে কতি দেখিতে না পাল্য।।” চলিলা যমুনা স্নানে সহচরী সনে। স্নান করি রসবতী চলিলা ভবনে।। নিজ নিকেতনে গৌরী করিল পয়ান। ভাবিতে লাগিল সেই রূপের আখ্যান।। নাগর বটের মূলে আছয়ে বসিয়া। নবঘন পথ চাহি সুবল লাগিয়া।। হেনক সময়ে আসি সুবল […]
keyboard_arrow_right