• সহজই তনু তিরিভঙ্গ
    সহজই তনু তিরিভঙ্গ। এমন হইয়া এত রঙ্গ।। যাবে তুমি সুন্দর হইতা। তবে নাকি কাহারে থুইতা।। আপনা চতুর হেন বাস। কি দেখিয়া কি বুঝিয়া হাস।। চাহিতে সঘনে আঁখি চাপ। পরনারী দেখিয়া না কাঁপ।। না জানি মরমে কিবা ভাবো। তেঁঞি সে বাতাসে রসে ডুবো।। জ্ঞানদাস কহে শুন শ্যাম। আপনা না ভাব অনুপাম।। keyboard_arrow_right
  • সহজই বিষম অরুণ দিঠি অঞ্চল
    সহজই বিষম অরুণ দিঠি অঞ্চল আর তাহে কুটিল কটাখি। হেরইতে হামারি ভেদি উর অন্তর ছেদল ধৈরয শাখী।। দেখ সখি বিহরই কো পুন এহ। পীত বসন জনু বিজুরী বিরাজিত সজল জলদরুচি দেহ।।ধ্রু।। মৃদু মৃদু হাসি ভাষি উপজায়ল দারুণ মনসিজ-আগি। যাকর ধূমে ধরমপথ কুলবতী হেরই বহু পুন ভাগি।। তঁহি পুন বেণু অধরে ধরি ফুকরই দহইতে গৌরব লাজ। […] keyboard_arrow_right
  • সহজই মদন-মদাকুল তহিঁ পুন
    সহজই মদন- মদাকুল তহিঁ পুন মধুমদিরা উনমাদে। বিগলতি চোলি খোলি কুচকঞ্চুক বিহরই রতিরস সাধে।। কো কহু অপরূপ রঙ্গ। নাগরি সঙ্ঘে রঙ্গে বর নাগর কত কত রস পরসঙ্গ।। মাধব মত্ত মতঙ্গজ মাধবি মদ-কারিণীগণ মেলি। করে কর জোড়ি ভোরি তনু মোড়ই করই কলহ সম কেলি।। রতি-রস আলসে অবশ কলেবর ঘূর্ণিত লোচন জোর। নিজ নিজ বসন শেজ করি […] keyboard_arrow_right
  • সহজই মন্থর গতি জিতি কুঞ্জর
    সহজই মন্থর গতি জিতি কুঞ্জর আর তাহে ঘন আঁধিয়ার। প্রতিপদ নিরখি নিরখি তহি হোওব চলইতে চরণসঞ্চার।। সুন্দরি সমুচিত করহ শিঙ্গার। কানু-সম্ভাষণে শুভখন মানিয়ে পহিল রজনী-অভিসার।।ধ্রু।। নীলরতনগণ বিরচিত ভূষণ পহিরহ নীলিম বাস। ঘন মৃগমদে ভরু কনয় কলস কুচ যাহে শ্যাম অধিক উল্লাস।। গুপত বেকত কর কিঙ্কিণী নূপুর এ দুহু রহু মঝু পাশ। কেলিনিকুঞ্জ নিকটে পহিরাওব কহ […] keyboard_arrow_right
  • সহজই রূপ কলাগুণ আগর
    সহজই রূপ কলাগুণ আগর নাগর বিদগধরাজ। হেরইতে কিশোর কুসুমধনু অলখিতে পৈঠল অন্তর মাঝ।। সজনি পড়ল অকাজ। হেরি হারাইলুঁ নারী ধরম ধন ধৈরজকুলশীললাজ।। কিয়ে মুখচন্দ্রক শিরে শিখিচন্দ্রিকা মেঘে বাসবধনু চন্দ। অতি অপরূপ উদিত অবনী-তলে মিলিত শরদরবিন্দ।। তা সঞে বিজুরি খেলি উজোর নখতপাঁতি লাবণি কো করু ওর। লীলাজলনিধি মাঝে হাম ডুবলুঁ জ্ঞানদাস মন ভোর।। keyboard_arrow_right
  • সহজই শীত সময় অতি হীম
    সহজই শীত সময় অতি হীম। ততোধিক পবন বাঢ়ায়ত সীম।। কুঝটি ভেল তহিঁ দশ দিশ ব্যাপি। দিনমণি-কিরণ সবহুঁ রহু ছাপি।। রাই করল সুখে হরি-অভিসার। সুসময় জানি অব তাক সঞ্চার।।ধ্রু।। কছু নাহি দীশই গতি অনিবার। সুপথ দেখায়ল মদন দিশার।। কুসুম-পরশে যোই বরণিত হোই। এতহুঁ তুহিনে পদ নিরাপদ সোই।। ঐছে মিলল বর যুগল কিশোর। রাধামোহন পহু আনন্দে ভোর।। keyboard_arrow_right
  • সহজই শ্যাম রূপ অতি মোহন
    সহজই শ্যাম রূপ অতি মোহন মনোহর ভঙ্গিম অঙ্গ। ব্রজবনিতারসে অবশ নিরন্তর লহু লহু চলই রহই তিরিভঙ্গ।। আজু কি বনাওল মোহন ভাঁতি। শিরে বরিহাবলি বলিত বকুল ফুল মালতি মধুপীমধুপকুল মাতি।।ধ্রু।। লীলারভস হাস সরসামৃত রতিপীতিমতি কো ফান্দ। জগবৈচিত্রা- কলা তঁহি নিয়মিত অপরূপ শ্যামরু চান্দ।। মণি ভূখণ- কিরণ শশি-ঝলমলি নবজলধর তনুআভা। জ্ঞানদাস কহ নবীন কিশোর দেহ কাহে না […] keyboard_arrow_right
  • সহজই শ্যাম সুকোমল সুশীতল
    সহজই শ্যাম সুকোমল সুশীতল দিনকর কিরণে মিলায়। সো-তনু-তাপ লব নাহি পরশিতে মলয়জ পঙ্ক শুখায়।। সজনী কত সমুঝায়ব নীত। কানু কঠিন পথ কয়ল আরোহণ গণি গণি তোহারি পীরিত।। অনুক্ষণ নয়ানে নীর নাহি তেজই বিরহ আনলে হিয়া জারি। পাবক পরশে সরস দারু জনু একদিকে নিকসয়ে বারি।। নবীন নলিনদল কত না বিছায়ব শুতলি অতি অবসাদে। গোবিন্দদাস কহ চামর […] keyboard_arrow_right
  • সহজহি আনন অছল অমূল
    সহজহি আনন অছল অমূল। অলকে তিলকে সসধর তূল।। কা লাগি অইসন পসারল দেল। জে ছল রূপ সেহেও দুর গেল।। অছল সোহাওন কিতএ গেল। ভূসন কএলে দূসন ভেল।। দরসি জপাবএ মুনিজন আধি। নাগর কা ও সহজ বেয়াধি।। লিহলে উষলল অওছাড় ভার। ভেটলে মেটত অছ পরকার।। keyboard_arrow_right
  • সহজহি আনন সুন্দর রে
    সহজহি আনন সুন্দর রে ভঁউহ সুরেখলি আঁখি। পঙ্কজ মধু পিবি মধুকর উড়এ পসারএ পাখি।। ততহি ধাওল দুহু লোচন রে জতহি গেলি বর নারি। আসা লুবুধল ন তেজএ রে কৃপনক পাছু ভিখারি।। ইঙ্গিত নয়ন তরঙ্গিত দেখল। বাম ভঁউহ ভেল ভঙ্গ। তখনে না জানল তেসরে গুপুত মনোভব রঙ্গ।। চন্দনে চরচু পয়োধর গৃম গজমুকুতা হার। ভসমে ভরল জনি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ