• সুবল বলিছে হাসিয়া হাসিয়া
    সুবল বলিছে হাসিয়া হাসিয়া কানুর পানেতে চেয়ে। “চোরা ধেনু বনে রাখিতে নারিয়া বুলেছ অনেক ধেয়ে।। আমি সব জানি তোমার চরিত ইহারা বুঝিবে কে । অপার মহিমা লহনি গরিমা কেহ সে জানয়ে কে।। গোপতে পিরিতি কেহ না জানয়ে ব্রজ-শিশুগণ যত । এ কথা মরম তোমার গোচরে আনে কি জানিবে এত।।” এ কথা কহিয়া ব্রজ-শিশু লয়া গোধন […] keyboard_arrow_right
  • সুবল বোলে গোঠে আল্যা
    সুবল বোলে গোঠে আল্যা হাতের বেণু কোথা। হেঁট মাথে রৈছ কেন কও না মনের কথা।। তোমাকে কহিতে ভাই নাই কোন ডর। সেই দিন গেছিলাম আমি আয়ানের ঘর।। আয়ানেরে না দেখি ঘরে নির্ভয় হইয়া। রাই কোলে শুয়্যাছিলাম কাপড় মুড়ি দিয়া।। নিদ্রায় বিভোল আমি আনন্দিত মনে। কি জানি পাপিষ্ঠ মাগী ছিল কোনখানে।। আচম্বিতে আসি মাগী ঘুচালো কাপড়। […] keyboard_arrow_right
  • সুবল যারে বৃন্দাবন দেখে আসগে
    সুবল, যারে বৃন্দাবন, দেখে আসগে রাধারাণী আছেরে কেমন।। মথুরাতে আছি আমি পাগল আমার মন, রাধার জন্য সদা আমার প্রাণ উচাটন।। রাধার পদে ধরে সুবল করিস্‌ নিবেদন, দিবানিশি রাধাপ্যারী আছেরে স্মরণ। রাধার প্রেমে আছি বান্ধা জন্মের মতন, শীঘ্র গিয়ে দেখব আমি ঐ রাঙ্গা চরণ।। মথুরাতে আছি আমি হইয়ে রাজন, রাধার খেদে ত্যজ্য করব রাজ সিংহাসন।। ছহিফায় […] keyboard_arrow_right
  • সুবল লইয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে
    সুবল লইয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে বিদগধ রসময় শ্যাম। রাধাকুণ্ডতটে আসি কুসুমকাননে বসি শোভা দেখি অতি অনুপাম।। বৃন্দাদেবী হেন কালে আসিয়া সেখানে মিলে চম্পক কুসুম করে ধরি। সুবলেরে সমর্পিল তেঁহ কৃষ্ণ কর্ণে দিল উদ্দীপন রাধার মাধুরি।। প্রেমে চতুর্দ্দিকে ধায় অরুণ লোচনে তায় পুলকে পূরল প্রতি অঙ্গ। ধরি সুবলের করে কহে গদগদ স্বরে মিলাইয়া দেহ তার […] keyboard_arrow_right
  • সুবল, সে ধনী কে কহ বটে
    “সুবল, সে ধনী কে কহ বটে। গোরোচনা গোরী নবীনা কিশোরী নাহিতে দেখিলু ঘাটে।। শুনহে পরাণ সুবল সাঙ্গাতি কো ধনী মাজিছে গা। যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা।। অঙ্গের বসন করেছে আসন এলায়ে দিয়াছে বেণী। উচ কুচমূলে হেম হার দোলে সুমেরু-শিখর জিনি।। সিনিয়া উঠিতে নিতম্ব তটীতে পড়েছে চিকুররাশি। কাঁদিয়ে আঁধারে কনক চাঁদার শরণ লইল […] keyboard_arrow_right
  • সুবলন বলিত ললিত পুলকায়িত
    সুবলন বলিত ললিত পুলকায়িত যুবতী পিরীতিময় কাঞ্চনকাঁতি। শারদচাঁদ ফাঁদ মুখমণ্ডল লীলাগতি রতিপতিক ভাঁতি।। গৌর মোহনিয়া বনি নাচে। অরুণ চরণে মনি- মঞ্জীর রঞ্জিত অঙ্গে অঙ্গে কত কাচনি কাচে।।ধ্রু।। গদ গদ ভাষ হাস রসে রোয়ত অরুণ নয়নে কত ঢরকত লোর। নটন রঙ্গে কত অঙ্গ বিভঙ্গিম আনন্দে মগন ঘন হরি বোল।। বনি বনমাল লাল উর পর কনয়াশিখরে কিরণাবলী […] keyboard_arrow_right
  • সুবলে দেখিয়া রাই বহু প্রশংসিল
    সুবলে দেখিয়া রাই বহু প্রশংসিল। দুজনার গলায় মালা সুবল-গলে দিল।। সুবলের বেশভূষা সুবলেরে দিল। আপনার বেশভূষা আপনি পরিল।। সূর্য্যপূজার আয়োজন যত কিছু ছিল। রাধাকৃষ্ণের অগ্রেতে তাহা নিবেদিল।। শ্রীকুণ্ডের অকুলে কেলি-কদম্ব কুটীরে। কানু সহ কিশোরি কুসুম কেলি করে।। হেনকালে ঘোর ঘন্টা শঙ্খের ঘোষণে। শুনইতে রাই শ্যাম চমকিত মনে।। দেবী দূরে দেখে রাই সুবল বেশে আছে। সভে […] keyboard_arrow_right
  • সুবলে করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে
    সুবলে করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগধ শ্যাম। রাধা কুণ্ডতীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখে অতি অনুপাম।। বৃন্দাদেবী হেন কালে আসি সেইখানে মিলে চম্পকের মালা করে করি। সুবলেরে সমর্পিল তিঁহ কৃষ্ণ গলে দিল উদ্দীপণে রাধার মাধুরী।। প্রেমে চতুর্দ্দিকে চায় অরুণ নয়ান তায় পুলকে পুরিল প্রতি অঙ্গ। ধরিয়া সুবল করে কহে গদগদ স্বরে মিলাইয়া […] keyboard_arrow_right
  • সুবলে কহেন কমল-লোচন
    সুবলে কহেন কমল-লোচন কহ কহ এক বোল। মধুপুর দূর যাইতে বলহ তেজি মায়া মোহ কোর।। সুবলের কাঁধে কর আরোপিয়া আলিঙ্গন রস আশে। বল বল ভাই মধু পানে চাই ঘুচাহ শোচনা ক্লেশে।। তোমার হিয়াতে সদয় হৃদয়ে তিলেক নহিয়ে ছাড়া। হাসির সম্মুখে বিদায় করহ তোহে মোহ প্রেম বাঢ়া।। আর এক কথা শুন হয়ে বেথা শুনহ সুবল ভাই। […] keyboard_arrow_right
  • সুবলে কহেন–কমল-লোচন
    সুবলে কহেন– “কমল-লোচন, কহ কহ এক বোল। মধুপুর দূর যাইতে বলহ তেজি মায়ামোহ -কোর।।” সুবলের কাঁধে কর আরোপিয়া আবিঙ্গন -রস আশে। “বল বল, ভাই, মুখপানে চাই ঘুচাহ শোচনা-ক্লেশে।। তোমার হিয়াতে সদয় হৃদয়ে তিলেক নহিয়ে ছাড়া। হাসিরস-মুখে বিদায় করহ তোহে মোহ-প্রেম বাঢ়া।। আর এক কথা শুন, হয় বেথা, শুনহ সুবল ভাই। নবীন কিশোরী ও বর-কামিনী বরজ-রমণী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ