• গৌরাঙ্গ রসের নদী প্রেমের তরঙ্গ
    গৌরাঙ্গ রসের নদী প্রেমের তরঙ্গ। উথলিয়া যাইছে ধারা কভু নহে ভঙ্গ।। অভিরাম সারঙ্গ তায় তট দুইখানি। অচ্যুতানন্দ তাহে প্রেমের ঘুরণি।। স্রোত বহি যায় তাহে শ্রীঅদ্বৈতচন্দ্র। ডুবারি কাণ্ডারি তাহে প্রভু নিত্যানন্দ।। প্রেম জলচর শ্রীবাসাদি সহচর। স্বরূপ শ্রীরূপ ভেল প্রেমের মকর।। থাকুক ডুবিরার কাজ পরশ না পাইয়া। দুঃখিয়া শেখর কাঁদে ফুকার করিয়া।। keyboard_arrow_right
  • গৌরাঙ্গ লাবণ্য রূপে কি কহিব এক মুখে
    গৌরাঙ্গ লাবণ্য রূপে কি কহিব এক মুখে আর তাহে ফুলের কাঁচনি। চাঁদ মুখের হাসি জীব না গো হেন বাসি আর তাহে ভাতিয়া চাহনি।। বিহি সে গঢ়ল রূপ ছান্দে। কেমন কেমন করে মন সব লাগে উচাটন পরাণ পুতলি মোর কান্দে।।ধ্রু।। বিধিরে বলিব কি করিলে কুলের ঝি আর তাহে নহি স্বতন্তরী। গেল কুল লাজ ভয় পরাণ রহিবার […] keyboard_arrow_right
  • গৌরাঙ্গচাঁদের মনে কি ভাব হইল
    গৌরাঙ্গচাঁদের মনে কি ভাব হইল। পাশা সারি লৈয়া প্রভু খেলা আরম্ভিল।। প্রিয় গদাধর সঙ্গে খেলে পাশা সারি। ফেলিতে লাগিলা পাশা হারি জিনি করি।। দুই চারি বলি দান ফেলে গদাধর। পঞ্চ তিন বলি ডাকে রসিক নাগর।। দুই জন মগন হইল পাশা রসে। জয় জয় দিয়া গায় বাসুদেব ঘোষে।। keyboard_arrow_right
  • গৌরাঙ্গে সন্ন্যাস দিয়া ভারতী কাঁদিলা
    গৌরাঙ্গে সন্ন্যাস দিয়া ভারতী কাঁদিলা। শ্রীকৃষ্ণচৈতন্য নাম নিমাইয়েরে দিলা।। পহুঁ কহে গুরু মোর পূরাহ মনসাধ। কৃষ্ণে মতি হউক এই দেও আশীর্ব্বাদ।। ভারতী কাঁদিয়া বোলে মোর গুরু তুমি। আশীর্ব্বাদ কি করিব কৃষ্ণ দেখি আমি।। ভুবন ভুলাও তুমি সব নাটের গুরু।। রাখিতে লৌকিক মান কহ গুরু গুরু।। আমার সন্ন্যাস আজি হইল সফল। বাসু কহে দেখিলাম চরণকমল।। keyboard_arrow_right
  • গৌরাঙ্গের দুটী পদ যার ধন সম্পদ
    গৌরাঙ্গের দুটী পদ যার ধন সম্পদ সে জানে ভকতি-রস সার। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার।। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় তার মুঞি যাও বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তার স্ফুরে সে জন ভকতি অধিকারী।। গৌরাঙ্গের সঙ্গিগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্রসুত পাশ। শ্রীগৌড়মণ্ডল ভূমি যেবা জানে […] keyboard_arrow_right
  • গ্রামহি জাবট যৈছন পাবক
    গ্রামহি জাবট যৈছন পাবক তৈছন সব জন রীত। পরচরচা বিনে আনহি নাহি জানে না বুঝিয়ে কৈছে চরিত।। সখিরে ইহকুলে ইহ বেবহার। কুটিল কুমতি জন পৈশুন পরায়ণ নিন্দুক গলে ধরু হার।।ধ্রু।। নিজ নিজ যশগুণ ঘোষয়ে পুনপুন কেহ কাহু হিত নাহি মানে। হামারি করমফলে বিহি বান্ধি হাতে গলে সোঁপল তাকর থানে।। জনমে জনমে কত পাপ কৈলুঁ শত […] keyboard_arrow_right
  • ঘন ঘন মেঘ গরজে দিন যামিনি
    ঘন ঘন মেঘ গরজে দিন যামিনি আওল মাহ আষাঢ়। নব জলধর পর দামিনি ঝলকয়ে দাহ দিগুণ তহিঁ বাঢ়।। সহচরি দৈব দারুণ মোহে লাগি। শরদ সুধাকর সম মুখ সুন্দর সো পহুঁ কাহাঁ গেও ভাগি।।ধ্রু।। অন্তর গর গর পাঁজর জর জর ঝর ঝর লোচনবারি। দুখকুল-জলধি মগন অন্তর তাকর দুখ কি নিবারি।। যদি পুন গৌরচাঁদ নদিয়াপুর- গগনে উজোরয়ে […] keyboard_arrow_right
  • ঘরে হৈতে আইলাম বাঁশী শিখিবারে
    ঘরে হৈতে আইলাম বাঁশী শিখিবারে। নিজ দাসী বলি বাঁশী শিখাহ আমারে।। কোন্‌ রন্ধ্রেতে শ্যাম গাও কোন্‌ তান। কোন্ রন্ধ্রের গানে বহে যমুনা উজান।। কোন্ রন্ধ্রেতে শ্যাম গাও কোন্ গীত। কোন্ রন্ধ্রের গানে রাধার হরিলে হে চিত।। কোন্‌ রন্ধ্রের গানেতে কদম্ব ফুল ফুটে। কোন্ রন্ধ্রের গানেতে রাধার নাম উঠে।। ভাল হইল আইলে রাই মুরলী শিখাব। জ্ঞানদাসের […] keyboard_arrow_right
  • ঘরে ঘরে উকটিতে পদচিহ্ন দেখি পথে
    ঘরে ঘরে উকটিতে পদচিহ্ন দেখি পথে সকরুণ-নয়ানে নেহারে। আহা মরি হায় হায় মূরছিয়া পড়ে তায় কান্দে পদচিহ্ন লৈয়া কোরে।। মায়েরে কর‍্যাছ রোষ সঙ্গিয়ারে কিবা দোষ কোথা আছ বোল ডাক দিয়া। যদি থাকে মনে রোষ ক্ষেম ভাই সব দোষ যশোদা মায়ের মুখ চায়্যা।। শুনিয়া শ্রীদামের কথা মরমে পাইয়া বেথা তুরিতে আইলা নীলমণি। মরণ-শরীরে যেন পাইল পরাণ […] keyboard_arrow_right
  • ঘরের বাহিরে দণ্ডে শতবার
    ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসি যাও। মন উচাটন নিশ্বাস সঘন কদম্ব-কাননে চাও।। রাই এমন কেনে বা হৈলে। গুরু দুরুজনে ভয় নাহি মনে কোথা বা কি দেবে পাইলে ।। সদাই চঞ্চল বসন-অঞ্চল সংবরণ নাহি কর। বসি থাকি থাকি উঠ যে চমকি ভূষণ খসাঞা পর।। রাজার ঝিয়ারী বয়সে কিশোরী তাহে কুলবধূ বালা। কিবা অভিলাষে বাঢ়াল্যে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ