• রূপ লগি আঁখি ঝুরে গুণে মন ভোর
    রূপ লগি আঁখি ঝুরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। পরাণ পিরীতি লাগি থির নাহি বান্ধে।। সই কি আর বলিব। যে পণ কর‍্যাছি নে সেই সে করিব ।।ধ্রু।। দেখিতে যে সুখ উঠে কি বলিব তা। দরশ পরশ লাগি আউলাইছে গা।। হাসিতে খসিয়া পড়ে কত মধুধার। […] keyboard_arrow_right
  • ললিতা কহয়ে –শুন হে হরি
    ললিতা কহয়ে –“শুন হে হরি। দেখে শুনে আর রহিতে নারি। শুন শুন ওহে রসিকরাজ। এই কি তোমার উচিত কাজ।। উচিত কহিতে কাহার ডর। কিবা সে আপন কিবা সে পর।। শিশুকাল হতে স্বভাব চুরি। সে কি পারে রহিতে ধৈর্য্য ধরি।। এক ঘরে যদি না পোষে তায় । ঘরে ঘরে ফিরে পায় কি না পায়।। সোনা লোহা […] keyboard_arrow_right
  • ললিতা কহয়ে শুন হে হরি
    ললিতা কহয়ে শুন হে হরি। দেখে শুনে আর রহিতে নারি।। শুন শুন ওহে রসিকরাজ। এই কি তোমার উচিত কাজ।। উচিত কহিতে কাহার ডর। কিবা সে আপন কিবা সে পর।। শিশুকাল হতে স্বভাব চুরি। সে কি পারে রহিতে ধৈর্য্য ধরি।। এক ঘরে যদি না পোষে তায়। ঘরে ঘরে ফিরে পায় কি না পায়।। সোনা লোহা তামা […] keyboard_arrow_right
  • ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী
    ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী কহিতে লাগিল ধনী রাই। আমারে ছাড়িয়া শ্যাম মধুপুরে যাইবেন এ কথা ত কভু শুনি নাই।। হিয়ার মাঝারে মোর এ ঘর মন্দিরে গো রতন-পালঙ্ক বিছা আছে। অনুরাগের তুলিকায় (?) বিছান হয়েছে তায় শ্যামচাঁদ ঘুমায়ে রয়েছে।। তোমরা যে বল শ্যাম মধুপুরে যাইবেন কোন্‌ পথ বঁধু পলাইবে। এ বুক চিড়িয়া যবে বাহির […] keyboard_arrow_right
  • ললিতার বাণী শুনি বিনোদিনী
    ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়। “আমি ত কেবল তোদের অধীন যা বল শুনিতে হয়।। সখি, তোরা মোর কর এই হিতে। আর যেন কখন না করে এমন পুছ উহায় ভাল মতে।। পুন যদি আর এমত ব্যাভার করয়ে এ ব্রজভূমে। উহার প্রণতি শ্রবণ-গোচরে না করিব এ জনম।।” এত শুনি হরি গলে বাস ধরি কহয়ে কাতর […] keyboard_arrow_right
  • ললিতার বাণী শুনি বিনোদিনী
    ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্নবদনে কয়। “আমি ত কেবল তোদের অধীন যা বল শুনিতে হয়।। সখি, তোরা মোর কর এই হিতে। আর যেন কখন না করে এমন পুছ উহার ভাল মতে।। পুন যদি আর এমত ব্যাভার করয়ে এ ব্রজভূমে। উহার প্রণতি শ্রবণগোচরে না করিব এ জনমে।।” এত শুনি হরি গলে বাস ধরি কহয়ে কাতর-বাণী। “শুন […] keyboard_arrow_right
  • শচী মাতার আজ্ঞা লঞা সকল ভকত ধাঞা
    শচী মাতার আজ্ঞা লঞা সকল ভকত ধাঞা চলিলেন নীলাচলপুরে। শ্রীনিবাস হরিদাস অদ্বৈত আচার্য্য পাশ মিলিয়া সকল সহচরে।। অদ্বৈত নিতাই সঙ্গে মিলিয়া কৌতুকরঙ্গে নীলাচল পথে চলি যায়। অতি উৎকণ্ঠিত মনে দেখিতে গৌরাঙ্গ চাঁদে অনুরাগে আকুল হিয়ায়।। পথে দেবালয়গণ করি কত দরশন উত্তরিলা আঠারনালাতে। সকল ভকত সাথে কীর্ত্তন করিয়া পথে যায় সভে গৌরাঙ্গ দেখিতে।। কীর্ত্তনের মহা রোল […] keyboard_arrow_right
  • শশিমুখি হেরলুঁ অপরুপ মেহ
    শশিমুখি হেরলুঁ অপরুপ মেহ। শ্যামর সুন্দর রসময়-দেহ।। শুনি তছু কাহিনি করুণ নেহারি। ঘন ঘন চমকি রহলি সিতকারি।। কি কহব মাধব তুয়া পুণ ভাগি। জানলুঁ রাই তোহে অনুরাগি।। পুন হাম কহলুঁ তড়িত তহি হেরি। পীতাম্বর জনু পহিরলি ঘেরি।। পুন ধনি ঝাঁপই পুলকিত গাত। ছল বল লোরে রহলি নত-মাথ।। সলিল-ধার জনু মোতিম-পাঁতি। শুনি ধনি দীঘ নিশসি তনু-ভাঁতি।। […] keyboard_arrow_right
  • শারদ পূর্ণিমা নিরমল রাতি
    শারদ পূর্ণিমা নিরমল রাতি উজর সকল বন। মল্লিকা মালতী বিকশিত তথি মাতল ভ্রমরাগণ।। তরুকুল-ডাল ফুল ভরি ভাল সৌরভে পূরিল তায়। দেখিয়া সে শোভা জগমনোলোভা ভুলিল নাগর রায়।। নিধুবনে আছে রতন-বেদিকা মণিমাণিক্যেতে বাঁধা। ফটিকের তরু শোভিয়াছে চারু তাহাতে হীরার ছাদা।। চারি পাশে সাজে প্রবাল মুকুতা গাঁথনি আটনি কত। তাহাতে বেড়িয়া কুঞ্জ-কুটীর নিরমাণ শত শত।। নেতের পতাকা […] keyboard_arrow_right
  • শারদ পূর্ণিমা নিরমল রাতি
    শারদ পূর্ণিমা নিরমল রাতি উজর সকল বন। মল্লিকা মালতী বিকসিত তথি মাতল ভ্রমরাগণ।। তরুকুল -ডাল ফুল ভরি ভাল সৌরভে পূরিল তায়। দেখিয়া সে শোভা জগমনোলোভা ভুলিলা নাগর রায়।। নিধুবনে আছে রতন-বেদিকা মণিমাণিকেতে বাঁধা। ফটিকের তরু শোভিয়াছে চারু তাহাতে হীরা ছাঁদা।। চারিপাশে সাজে প্রবাল মুকুতা গাঁথনি আঁটনি কত। নেতের পতাকা উড়িছে উপরে কি তার কহিব শোভা। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ