• রাই বলে শুন হেদেগো বেদনি
    রাই বলে শুন হেদেগো বেদনি ঘাটের জানহ পথ। বড়াইরে রাধা কহে এক কথা ”বড় দেখি অনুরথ।। আর কত দূর আছে মধুপুর কহনা বেদনী বুড়ি। সহজে আগল পথ নাহি চলে চলিয়া যাইতে নারি।। কানু পরসঙ্গ অলপ ইঙ্গিতে সুধাই যতন করি। কহিতে কহিতে হইল মোহিত কহ কহ আগো বুড়ি।। কহিছে বড়াই আপনি ডরাই মাঝেতে যমুনা এ। ও […] keyboard_arrow_right
  • রাই বলে শ্যামের আগে কি ধন মাগিব
    রাই বলে শ্যামের আগে কি ধন মাগিব। অনেক দিনের সাধ আছে মুরলী শিখিব।। মুরলীর এক রন্ধ্রে দোঁহে দিব ফুক। কি বোল বোলয়ে বাঁশী শুনিব কৌতুক।। মুরলী ধরিয়া ফুক দিল রাই কানু। রাধাকৃষ্ণ দুটি নাম বাজে ভিনু ভিনু।। সেবাচান্দ বলে এ কি রসের কৌতুকী। যেমন শ্যাম তেমনি বাঁশী তেমনই সুধামুখী।। keyboard_arrow_right
  • রাই বলে-শুন, বেদনী বড়াই
    রাই বলে–“শুন, বেদনী বড়াই, মোর ঘরে গিয়া বল। কানুর চরণে শরণ পশিল মনের মানস ভেল।। ব্রহ্মা-আদি দেবে যেই পদ সেবে ধেয়ানে নাহিক পায়। হেনক সম্পদ অলসে পাইল * * * * ।। কি করিব কুল সব যাও দূর যাহারে দেখিলে জি। এ সব ছাড়িয়া কি আর * * * * * কি।। যায় জাতি কুল […] keyboard_arrow_right
  • রাই বিনে মনে সকলি আঁধার
    “রাই বিনে মনে সকলি আঁধার দেখিলে জুড়ায়ে আঁখি। তোরে রসমই, যবে নাহি দেখি মরমে মরিয়া থাকি।। তোমার পীরিতি সুখের আরতি তো বিনে নাহিক আন। তুয়া সাধে, রাধে, পীতের বসন পরিয়ে করিয়ে গান ।। তোমার মহিমা ও রস গরিমা রাধা সে আঁখর দুটি। মহা মন্ত্র করি করে কর ধরি নিরবধি জপি কোটি। রাধা বিনে যত সে […] keyboard_arrow_right
  • রাই বিনে মনে সকলি আঁধার
    রাই বিনে মনে সকলি আঁধার দেখিলে জুড়ায়ে আঁখি। তোরে রসমই যবে নাহি দেখি মরমে মরিয়া থাকি।। তোমার পীরিতি সুখের আরতি তো বিনে নাহিক আন। তুয়া সাধে রাধে পীতের বসন পরিয়ে করিয়ে গান।। তোমার মহিমা ও সুখ গরিমা রাধার আঁখর দুটি। হামারি মন্ত্রে করে কর ধরি নিরবধি জপি কোটি।। রাধা বিনে যত সে সব নৈরাশ আশবাস […] keyboard_arrow_right
  • রাই বোলহ করিব কি
    রাই বোলহ করিব কি। তিলেক তোমার পরশ না পাইলে সেই ক্ষণে নাহি জী।। তোমার অঙ্গের সরস পরশ পাইলে যে সুখ উঠে। বুখের ভিতর বান্ধিয়া রাখয়ে ছাড়িতে পরাণ ফাটে।। বিহি নিদারূণ করিলেক ভিন তোমা হেন গুণ-নিধি। এ মুখ দেখিয়া হৃদি উল্লাসয়ে সকলি পাইনু সিধি।। হেন লএ মনে প্রবেশিয়া বনে তোমারে করিয়া বুকে। বলরাম চিতে দেখি দিন […] keyboard_arrow_right
  • রাই মুখ হেরি নাগর মুরারি
    রাই মুখ হেরি নাগর মুরারি রোদন বেদন পেয়া। রাধার বেদন হেরিয়ে সঘন রথের উপরে রয়া।। “তুরিত করিয়া পুন সে আসিব ইহাতে নাহিক আন। তুমি দেহ বাণী মথুরা যাইতে অখল রমণী-প্রাণ।।” এ বোল বলিতে বরজ-রমণী মরমে বিন্ধল শর। হিয়া ছট্‌ছট্‌ পরাণ-পুথলি তনু হল জর জর।। এ বোল শুনিয়া নাগর রসিয়া বঙ্কিম-নয়ানে চায়। রথ চালাইয়া তুরিত গমন […] keyboard_arrow_right
  • রাই মুখ-পঙ্কজ কুঙ্কুমে মাজল
    রাই মুখ-পঙ্কজ কুঙ্কুমে মাজল বসনহি পুলক আগোর। নিরমিত সিন্দুর যতনে নিবারই নীঝর নয়নক লোর।। এ সখি চতুর-শিরোমণি কান। নিরমজি উনমজি আরতি-সায়রে করল বেশ-নিরমাণ।। অঞ্জইতে লোচন দুনয়ন ছল ছল করল ঘরম-জল চোরি। কত পরকারহিঁ কাঁপ নিবারল লিখইতে উচ কুচ জোরি।। বসন পরাইতে মুগধল নাগর থম্বি রহল যব নাহ। তব দিঠি কুঞ্চিত রঙ্গদেবি সখি তহিঁ বলরাম-মুখ চাহ।। keyboard_arrow_right
  • রাই মুখে শুনলহি ঐছন বোল
    রাই মুখে শুনলহি ঐছন বোল। সখীগণ কহে–“ধনি নহ উতরোল।। তুয়া মুখ দরশন পাওল সেহ। কৈছে আছয়ে কুছ না বুঝল এহ।। তুহু কাঁহে এত উৎকণ্ঠিত ভেল। তোহে হেরি সো আকুল ভৈ গেল।।” ঐছে বিচার করত যাঁহা রাই। তুরত হি এক সখী মিলল তাই।। “এ ধনি,পদুমিনি,কর অবধান। তোহারি নিয়রে মুঝে ভেজল কান।।” চণ্ডীদাস কহে বিধুমুখী রাই। অতিশয় […] keyboard_arrow_right
  • রাই যবে হেরল হরি মুখ ওর
    রাই যবে হেরল হরি মুখ ওর। তৈখনে ছলছল লোচন জোড়।। যব পহুঁ কহলহি লহু লহু বাত। তবহুঁ কয়ল ধনি অবনত মাথ।। যব হরি ধয়লহি অঞ্চল পাশ। তৈখনে ঢর ঢর তনু পরকাশ।। যব পহুঁ পরশল কাঞ্চুক-সঙ্গ। তৈখনে পুলকে পুরল সব অঙ্গ।। পুরল মনোরথ মদন উদেশ। কহ কবিশেখর পিরিতি বিশেষ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ