• কি কহব অগে সখি মোর অগেয়ানে
    কি কহব অগে সখি মোর অগেয়ানে। সগরিও রয়নি গমাওল মানে।। জখনে মোর মন পরসন ভেলা। দারুন অরুন তখনে উগি গেলা।। গুরুজন জাগল কি করব কেলী। তনু ঝপইত হমে আকুল ভেলী।। অধিক চতুরপন ভেলাহুঁ অয়ানী। লাভকে লোভে মুলহু ভেল হানী।। ভনই বিদ্যাপতি নিঅ মতি দোসে। অবসর কাল উচিত নহি রোসে।। keyboard_arrow_right
  • জে ছল সে নহি রহলে ভাব
    জে ছল সে নহি রহলে ভাব। বোললি বোল পলটি নহি আব।। রোস ছড়াএ বঢ়াওল হাস। রূস বঞোসব বড় পরেআস।। কওনে পরি সে হরি। বহুড়ত মাই হে কওনে পরি।। নারি সভাব কএল হমে মান। পুরুস বিচখন কে নহি জান।। আদরে মোরা হানি গএ ভেল। বচনক দোসে পেম টুটি গেল।। নাগরে নাগরি হৃদয়ক মেলি। পাঁচ বান বলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ