• পদউধ কাক কোকিলের ডাক
    পদউধ কাক কোকিলের ডাক জাগিয়ে যামিনী শেষ। তুরিতে নাগর গেলা নিজ ঘরে বাঁধিতে বাঁধিতে কেশ।। অবশ আলিসে ঠেসনা বালিসে ঘুমে ঢুলু ঢুলু আঁখি। বসন ভূষণ হয়েছে বদল তখন উঠিয়া দেখি।। ঘরে মোর বাদী শাশুড়ী ননদী মিছা তোলে পরিবাদ । জানিলে এখন হইবে কেমন বড় দেখি পরমাদ।। চণ্ডীদাস কহে শুনলো সুন্দরী তুমি যে বড়ুয়ার বহু। শ্যামের […] keyboard_arrow_right
  • প্রভাত কালের কাক কোকিল ডাকিল
    প্রভাত কালের কাক কোকিল ডাকিল দেখিয়া রজনী শেষ। উঠিয়া নাগর তুরিতে গেল যে বাঁধিতে বাঁধিতে কেশ।। সই, তোরে সে বলি যে কথা। সে বঁধু কালিয়া না গেল বলিয়া মরমে রহল ব্যথা।। রহিয়া আলিসে ঠেসনা বলিসে ঢুলু ঢুলু দুটি আঁখি। রসনে বসনে বদল হয়েছে এখন উঠিয়া দেখি।। ঘরে মোর বাদী শাশুড়ী নননী মিছা করে পরিবাদ। ইহাতে […] keyboard_arrow_right
  • রাধা কহে শুন রসিক নাগর
    রাধা কহে শুন রসিক নাগর পিরিতি বিষম বড়ি। পিরিতি করিয়ে মরিয়ে ঝুরিয়ে কেমনে পিরিতি ছাড়ি।। নিশি পোহাইল দিবস হইল মন্দিরে চলিয়া যাও। শাশুড়ী ননদী উঠিয়া বৈঠব তুরিতে তাম্বূল খাও।। চূড়ার বন্ধন এলায়ে পড়েছে বাঁধহ যতন করি। শ্রীমুখমণ্ডল মলিন হয়েছে আহা মরি মরি মরি।। হাসিয়া নাগর মুখে দিয়া কর মুছিতে মুছিতে কানু। অতি প্রিয় তথা পড়েছিল […] keyboard_arrow_right
  • শ্যাম কহে শুন রাই বিনোদিনী
    শ্যাম কহে শুন রাই বিনোদিনী তুলিয়া বদনে চাহ । সরস বদনে হাসি নিরখিয়া আমারে বিদায় দেহ।। এ বোল শুনিতে বৃকভানুসুতে পুলক বেদ অঙ্গ। আর কি সুজন শুনিব বচন কবির রসে রঙ্গ।। গদ গদ বোলে অতি প্রেমছলে কহে বিনোদিনী রাধা। কি বলিব আমি তোমার চরণে সকলি হইল বাধা।। মুখে না নিঃস্বরে তোমারে বলিতে কি বলিব আমি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ