অবতার মানে তো অবতরণ।  নেমে আসা, মাটির পৃথিবীতে নেমে আসা। পঞ্চভূতে তৈরি জগৎ ও জীবনের এই প্রপঞ্চের মধ্যে অলৌকিক অপ্রপঞ্চ থেকে নেমে আসা। The great discent. এমন করে নেমে আসার প্রয়োজন হয় কেন ? সেই চিরাচরিত বিশাল যুক্তিটা তো আছেই যা শত-কোটি বার উচ্চারিত হয়েছে গীতা থেকে—‘যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।’ এখানে ধর্ম বলতে কোনও ফুল-বেলপাতা-নৈবেদ্যের ধর্মও বোঝাচ্ছে। না...বিশদ...