• শুনহে রসিক নাতি
    ”শুনহে রসিক নাতি। জাতি মিলায়ব ধন বিলায়ব নেহত আঁচল পাতি।।” হাসিয়া হাসিয়া রসিয়া বড়াই কহিছে রাধার ঠাঁই। ”কি শুন নাতিয়া বচন সচন কেমনে শুনহ রাই।। কুলশীল পনা শুনহ নাতিনা নিতে চাহে ও না দানী। তার কিবা ভয় কিসের সংশয় এই কর বিকি কিনি।। অমূল্য রতন যাহার বচন কিবা সে লোকের ভয়। যে চাহে তা দিয়ে […] keyboard_arrow_right
  • শ্যাম পরসঙ্গ বড়াই সহিতে
    শ্যাম পরসঙ্গ বড়াই সহিতে কহিয়ে চলিয়া যায়। সব গোপীগণ হাসিতে হাসিতে গমন করিছে তায়।। কোন সখি বলে নিকটে মথুরা নিকটে চাহিয়ে দেখ। মেঘের বরণ দেখিয়া সঘন ক্ষণেক এ পারে থাক।। বড় অদভুত দেখি যে বেকত মেঘ নামে আচম্বিতে । কি হেতু ইহার বুঝিতে না পারি ভাবনা হইল চিতে।। তাহাতে বড়াই কহিছে ওথায় ও নহে দেবের […] keyboard_arrow_right
  • শ্রীদাম সুদাম আর বলরাম
    শ্রীদাম সুদাম আর বলরাম সুবল চলিয়া গেল। ইঙ্গিত জানিয়া সুবল বুঝিল পাতিতে দানের ছল।। কুমুদ কাননে চলিলা সঘনে ধেনু গণ নিয়োজিয়া। মথুরার পথে চলে যদুনাথ রাজপথ খানি বেয়া।। দুসারি কদম্ব তরুবর মাঝে বসিলা রসিক রায়। মধুর মুরলী পূরিলা তখনি আন ছলে কিছু গায়।। নটবর বেশ নাগরশেখর দান ছলে আছে বসি। ক্ষণেক ক্ষণেক রহি পথ চেয়ে […] keyboard_arrow_right
  • সব গোপীগণ আহীর রমণী
    সব গোপীগণ আহীর রমণী পশরা তুলিয়া মাথে। মাঝে সুনাগরী প্রেমের আগরি আনন্দে চলিল পথে।। হাসি রসখানি রাই বিনোদিনী বড়াই পানেতে চায়। “আর কত দূর গোকুল নগর” ক্ষণেক সুধায় তায়।। বড়াই কহিছে “আগে সে যমুনা ও পারে সবার ঘর। বড় দেখি রাধা সব দেখি বাধা যমূনা বাড়ল জল।। কেমনে সকলে পার হৈয়া যাব ইহার উপায় বল। […] keyboard_arrow_right
  • সোণার বরণখানি মলিন হইয়াছ তুমি
    ”সোণার বরণখানি মলিন হইয়াছ তুমি হেলিয়া পড়েছ যেন লতা। অধর বান্ধুলী তোর নয়ান চাতক ওর মলিন হইল তার পাতা।। বরণ বসন তায় ঘামে ভিজে এক ঠায় চরণে চলিতে নার পথে। উতাপিত রেণু তায় কত না পুড়িছে পায় পশরা বাজিলে তায় মাথে।। রাখহ পশরাখানি নিকটে বৈঠহ তুমি শীতল চামর দিয়ে বা। শিরীষ কুসুম জিনি সুকোমল তনুখানি […] keyboard_arrow_right
  • হাসিমুখ ধনী রাধা বিনোদিনী
    হাসিমুখ ধনী রাধা বিনোদিনী চাহিয়া শ্যামের পানে।। পূর্ণ হল কাম যতেক কামনা যে সুখ আছিল মনে।। তাহা বিধি আনি ভালে মিলায়ল কামনা পূরল আজি। প্রেম পরশিয়া লালস পাইয়া পশরা আনিতে সাজি।। বিকি কিনি হল কদম্ব তলাতে মনোরথ হল সিধি। বেলা সে হইল ঘরে সে যাইতে কহি শুন গুণনিধি।। পুনঃ কালি মোরা পশরা সাজায়ে আসিব মথুরা […] keyboard_arrow_right
  • হাসিয়া হাসিয়া বড়াই রসিয়া
    হাসিয়া হাসিয়া বড়াই রসিয়া ধরিয়া রাধার করে। হাসনি রসিয়া রাই পানে চেয়ে হরষে কহিছে তারে।। ”কত সুধানিধি আমার আঁচলে করে সে পরশি লেহ। কিবা চাহ দান রসাল মিশালে আসি ভাঙ্গাইয়া লেহ।। এক শত লাখ হাতে গণি পাবে বচন আমিয়া কণি। আর লক্ষ লক্ষ চাহনি মধুর লেহত আসিয়া গণি।। আর কোটী লক্ষ লেহত অধর সুন্দর কনক […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ