• কমলনয়ন ধেয়ান স্মরণ
    কমলনয়ন ধেয়ান স্মরণ মুদিয়া নয়ান দুটি। ব্রহ্মজ্ঞানেতে দেখি হৃদয়েতে ব্রহ্মার হেনক কুটি।। আমায় ছলিতে আসি বনভিতে ঐছন তাহার কাজ। মোর তথ্য কিছু জানিতে নারিয়ে বুঝিব শকতি আজ।। আমি কি বটিয়ে জানিতে নারিয়ে পাইয়ে মরমে ব্যথা। তেঁই শিশু বৎস হরিয়া লইয়া জানিল এ তথ্য কথা।। ভাল ভাল বলি জানিয়ে অন্তরে নন্দের নন্দন কান। সৃজিল রাখাল যত […] keyboard_arrow_right
  • কোথা আছ ভাই ছিদাম সুদাম
    কোথা আছ ভাই ছিদাম সুদাম বসুদাম আদি যত। দেহ দরশন না রহে জীবন ফুকরি ডাকত কত।। কোন বনমাঝে আছ কোন কাজে উত্তর না দেহ কেনে। ভাই ভাই বলি করিয়া বিকলি বুলত বনহি বনে।। কাঁদিয়া আকুল নন্দের নন্দন বচন না সরে মুখে। আজি সে দুর্দ্দিন হইল মিলন পাইল ভোজন দুখে।। প্রাণের দোসর রাখাল সকল তারা বা […] keyboard_arrow_right
  • পুনঃ শিশুগণে করল হরণ
    পুনঃ শিশুগণে করল হরণ রাখিল গোপন করি। ব্রহ্মার মনেতে করি কিছু চিতে ইহ কি গোলোক-হরি।। এই দাঁড়াইয়া ধেনু বৎস লয়া বুঝিতে আপন মন। তেঁই সে হরিল বালক সকল বুঝিবে কোন বা জন।। হেথা বনমালী খুঁজিয়া বিকলি না পাই ধেনুর লাগি। কমল লোচন না স্ফুরে বচন উঠত বিরহ আগি।। আসি সেইখানে ভোজনের স্থানে না দেখি বালকগণে। […] keyboard_arrow_right
  • বিস্ময় ভাবিলা বালক সকল
    বিস্ময় ভাবিলা বালক সকল কহিতে লাগিলা তায়। “এ জন নন্দের ভবনে জন্মিল ধরিয়া মানুষ-কায়।। কেবল ঈশ্বর দেব দামোদর নহিলে এমন হয়। নানা সে আপদ সঙ্কট নিকট ঘুচায় সবার ভয়।। বিষপান বেলা সবাই মরিলা এই সে যমুনাতটে। অমৃত দৃষ্টিতে চাহিয়া বাঁচায়ে সকল বালক উঠে।। অঘাসুর আদি যতেক অসুর সকলি করিল ধ্বংস। বুঝিল সাক্ষাতে এমন সম্পদ কেবল […] keyboard_arrow_right
  • শাঙলী-ধাবলী বনে না পাইয়া
    শাঙলী-ধাবলী বনে না পাইয়া আকুল হইলা কানু। বেণু বাঁশী পূরি সঘনে সঘনে তবু না মিলিল ধেনু।। আকুল হইল নন্দের নন্দন ধেনু হারাইয়া বনে। আন নাহি চিতে চাহি চারিভিতে আন সে নাহিক মনে।। কি বোল বলিব যশোদা মায়েরে বনে ধেনু হল হারা। এ বোল বলিতে ফুকরি ফুকরি নয়নে গলয়ে ধারা।। হায় হায় আজি বনের ভোজনে বড়ই […] keyboard_arrow_right
  • সকল রাখাল ভোজন করিতে
    সকল রাখাল ভোজন করিতে হল অবসান বেলি। নিজ গৃহ যেতে ধেনুর সহিতে দিয়া উঠে জয়তালি।। হেন কালে কানু মনে পড়ে ধেনু শাঙলী ধবলী কোথা। ভোজন বিশেষ করি অভিলাষ লইয়া চলিল তথা।। সেখানে না দেখি শাঙলী ধবলী কোথা গেলা দুটি গাই। এখানে আছিল কোথা তারা গেল শুনহে রাখাল ভাই।। আয় আয় আয় ডাকে যদুরায় অঞ্জলি ভরিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ