• টল টল করে অঙ্গ মোর ঘুরে
    “টল টল করে অঙ্গ মোর ঘুরে চাইতে যমুনা নদী। নানা জন্তু আছে তারা জলে ভাসে দেখহ পরাণনিধি।। হেন মনে করে এবার কি জীব কেন বা আইনু বিকে। ভাল দূরে যাউ জীবন সংশয় কি আর বলিব কাকে।। এমন জানিলে তবে কি বাহির আহীর রমণী হয়ে। এ কোন বিচার না জানি আচার পরাণ লইতে চাহে।। সব গোপীগণ […] keyboard_arrow_right
  • দেখিয়া যমুনা নদীর তরঙ্গ
    দেখিয়া যমুনা নদীর তরঙ্গ উঠিছে দারুণ ফেনা। দেখিয়া নাগরী সকল গোয়ালী লাগিল বিস্ময়পনা।। কেমনে এ নদী যমুনা পেরাব মোর মনে হেন লয়। তরঙ্গ অপার বহিছে দুধার হইছে সবার ভয়।। কোন গোপীবলে কোন গোয়ালিনী “এ বড়ি বিষম দেখি। ইহার উপায় কি বুদ্ধি করিব বলহ সকল সখি।। কোন বা সাহসে যদি জালে নামি ডুবিয়া মরিব তবে উপায় […] keyboard_arrow_right
  • যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ
    যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ। হেহে  লহে। তবেঁ হিঅ হিঅ বুলী কাহ্ন বাহে নাএ।। হেহে লহে লহে।। আকাশের তারা যেনছুটি  গেল নাএ। অধ নদী গেলেঁ পুণি বহে খর বাএ।। রাধাএঁ বুলিল কাহ্ন ঝাঁট বাহি যা। ঢেউ দেখি মোর হালে সব গা।। দুতরত পারকর একবার কাহ্ন। পার হৈলেঁ  তোর বোল না করিবোঁ আন।। নাঅ  টালবলাএ […] keyboard_arrow_right
  • রাধার কাকুতি করিছে আরতি
    রাধার কাকুতি করিছে আরতি “শুনহ নাগর রায়। বুঝি হেন মন লইবে পরাণ হেন বুঝি অভিপ্রায়।। এবার বাঁচাহ জীব যতকাল ঘুষিব তোমার গুণে। কিসের কারণ এত অপমান করহ আপন মনে।।” কানু কহে তাহে “তখনি বলেছি ভাঙ্গা নৌকাখানি মোর। তোমরা গোয়ালী ছেনা দুগ্ধ খেয়ে আছে অঙ্গ ভারি তোর।। মোর ভাঙ্গা নায়ে এত কিবা সহে না’খানি ডুবিতে চায়। […] keyboard_arrow_right
  • সুবল বলিছে হাসিয়া হাসিয়া
    সুবল বলিছে হাসিয়া হাসিয়া কানুর পানেতে চেয়ে। “চোরা ধেনু বনে রাখিতে নারিয়া বুলেছ অনেক ধেয়ে।। আমি সব জানি তোমার চরিত ইহারা বুঝিবে কে। অপার মহিমা লহনি গারিমা কেহ সে জানয়ে কে।। গোপত পিরিতি কেহ না জানয়ে ব্রজ শিশুগণ যত। এ কথা মরম তোমার গোচর আনে কি জানিবে এত।।” এ কথা কহিয়া ব্রজশিশু লয়া গোধন রাখয়ে […] keyboard_arrow_right
  • হাসি কেহ তবে সব গোপনারী
    হাসি কেহ তবে সব গোপনারী “আর কিবা নিতে আছে। এ নব যৌবন কুল সমাপন দিয়াছি তোমার কাছে।। কায়মন চিতে বিধির বিধান শরণ লইয়াছি। আর কিবা চাহ আগে তাহা লহ আমরা জানিয়াছি।। তুমি তরু লতা মোরা ফল পাতা তুলিয়া লইতে কি। নহে অতি দূর বড় পরিশ্রম তোমারে বলিব কি।। এ তিল তুলসী তোমার চরণে সঁপিয়াছি জাতিকুল। […] keyboard_arrow_right
  • হাসিয়া নাগর চতুর শেখর
    হাসিয়া নাগর চতুর শেখর যতনে আনল তরি। চাপায়ে রাধারে সবারে সুধায় খেয়া দেয়া আছে ভারি।। একে একে করি সবে পার করি আমার এ না’ টি ভাঙ্গা। পাছে দরিয়াতে ডুবহ বেকতে মোটা আছে কার গা।। ক্ষীণ যার গায় চড়সিয়া নায় সবারে করিব পার। মোর কাছে থোহ বচন শুনহ যত আভরণ ভার।। রাধা বলে ভালু দানের বিচার […] keyboard_arrow_right
  • হাসিয়া হাসিয়া নাগর রসিয়া
    হাসিয়া হাসিয়া নাগর রসিয়া না’খানি উজান বাহে। দরিয়া হইতে ওপার করিলা নৌকা কূলে গিয়া রহে।। জনে জনে সবে আনন্দ হইলা ওপার হইল রাধা। জনে জনে ঘরে চলিলা হরিষে আন নাহি কিছু বাধা।। এত বলি সবে গেলা নিজ গৃহ আহীর রমণী যত। পশরা এলায়ে গৃহ সমপিয়া গৃহপতি বলে কত।। “এতক্ষণ কেনে বেলি অবসানে আইলা গৃহের মাঝ। […] keyboard_arrow_right
  • হেদেহে নাগর চতুর শেখর
    “হেদেহে নাগর চতুর শেখর সবারে করিবে পার। যাহা চাহ দিব ও পার হইলে তোমার শুধিব ধার।। মনে না ভাবিহ তোমার মজুরী যে হয় উচিত দিয়ে। তবে সে গোপিনী যত গোয়ালিনী যাবত ও পার হয়ে।।” হাসি কহে কানু করে লয়ে বেণু “শুনহ সুন্দরী রাধা। তোমা পার করি দিতে সে আমার তিলেক নাহিক বাধা। তবে করি পার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ