• আষাঢ় শ্রাবণ মাসে মেঘ বরিষে যেহ্ন ঝরএ নয়নের পাণী
    আষাঢ় শ্রাবণ মাসে মেঘ বরিষে যেহ্ন ঝরএ নয়নের পাণী। আল বড়ায়ি। সংপুটে প্রণাম করি বুইলোঁ সব সখিজনে কেহো নান্দে কাহ্নঞিকে আণী।। আল বড়াবি চাহা চাহা। কোণ দিগেঁ মৌহরী বাজে।।ধ্রু।। রূপস দেখিএ যথাঁ নানা ফুল ফল গড়া সেই সে কাহ্নঞিঁর দেশ। নান্দের নন্দন কাহ্ন … … … সোঁঅরিতেঁ পাঞ্জর শেষ।। কাহ্নঞিঁ বিহাণে মোর সকল সংসার ভৈল […] keyboard_arrow_right
  • কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কূলে
    কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কূলে। কে না বাঁশী বাএ বড়ায়ি এ গোঠ গোকুলে।। আকুল শরীর মোর বেআকুল  মন। বাঁশীর শবদেঁ মো আঊলাইলোঁ  রান্ধন।। কে না বাঁশী বাএ বড়ায়ি সে না কেন জনা। দাসী হআঁ তার পাএ নিশিবোঁ আপনা।।ধ্রু।। কে না বাঁশী বাএ বড়ায়ি চিত্তের হরিষে। তার পাএ বড়ায়ি মোঁ কৈলোঁ কোণ দোষে।। […] keyboard_arrow_right
  • মেঘ যেহ্ন আষাঢ় শ্রাবণে
    মেঘ যেহ্ন  আষাঢ় শ্রাবণে। ঝরে তার পাণী নয়নে গো। কান্দিআঁ মলিন কৈল মুখে। কত তার দেখিবোঁ দুখে গো।। বাঁশীর শোকেঁ চক্রপাণী। এবেঁ তাক বাঁশী দেহ আনী।।ধ্রু।। যোড়হাথ  কৈল দেব কাহ্নে। এবেঁ  তাক বাঁশী দেহ দাণে।। নাহিঁ  পিন্ধে উত্তম  বসনে। শরীরে দুবল ভৈল কাহ্নে ।। মোর  বোল সুণ আবগাহী। কাহ্নের পিরিতী কর রাহী।। দেহ বাশীঁ কাহ্নের  […] keyboard_arrow_right
  • সুসর বাঁশরি নাদ শুণিআঁ বড়ায়ি
    সুসর বাঁশরি নাদ শুণিআঁ বড়ায়ি রান্ধিলোঁ যে সুনহ কাহিনী। আম্বল ব্যঞ্জনে মো বেশোআর দিলেঁ। সাকে দিলোঁ কানাসোআঁ পাণী।। রান্ধনের জুতী হারয়িলোঁ বড়ায়ি সুণিআঁ বাঁশীর নাদে।।ধ্রু।। নান্দের নন্দন কাহ্ন আড়বাঁশী নদে।।ধ্রু।। যেন রএ পঞ্জরের শুআ। তা সুণিআঁ ঘৃতে মো পরলা বুলিআঁ ভাজিলো এ কাঁচা গুআ।। সেইত বাঁশীর নাদ সুনিআঁ বড়ায়ি চিত্ত মোর ভৈল আকুল। ছোলঙ্গ চিপিআঁ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ