• কৃষ্ণ বলরাম চলিলা তুরিতে
    কৃষ্ণ বলরাম চলিলা তুরিতে যথা যজ্ঞপত্নী রহে। তথা দুই ভাই চলিলা সঘনে দুয়ারে যাইয়া রহে।। দেখিলা ব্রাহ্মণী কৃষ্ণ বলরাম পুলকে পূরিত অঙ্গ। গদ গদ ভাবে কহিতে লাগিলা “কিবা শুভদিন রঙ্গ। আজু বড় শুভ করম ফলিল ভাগ্যের নাহিক সীমা। নয়ন ভরিয়া দেখিলাম আঁখে রামকৃষ্ণ দুই জনা।। কহ কহ কেনে এলে দুই জনে কি হেতু ইহার শুনি।” […] keyboard_arrow_right
  • সুবল বলিছে হাসিয়া হাসিয়া
    সুবল বলিছে হাসিয়া হাসিয়া কানুর পানেতে চেয়ে। “চোরা ধেনু বনে রাখিতে নারিয়া বুলেছ অনেক ধেয়ে।। আমি সব জানি তোমার চরিত ইহারা বুঝিবে কে। অপার মহিমা লহনি গারিমা কেহ সে জানয়ে কে।। গোপত পিরিতি কেহ না জানয়ে ব্রজ শিশুগণ যত। এ কথা মরম তোমার গোচর আনে কি জানিবে এত।।” এ কথা কহিয়া ব্রজশিশু লয়া গোধন রাখয়ে […] keyboard_arrow_right
  • হেথা কানু যত পার করি গোপী
    হেথা কানু যত পার করি গোপী গোঠেতে পড়িল মন। কেমনে তা সবা কিরূপ কহিব চলিতে বচন কন।। চতুর মুরারি মনেতে ভাবিলা ইহার উপায় এই। করিল সৃজন কমল লোচন চোরা বলি দুটি গাই।। সেই গাই সনে চলিলা সঘনে কানাই চতুরমণি। গাভীর পুচ্ছেতে বাম কর দিয়া। করিলা একটি ধ্বনি।। হৈ হৈ রব শুনি ব্রজ শিশু তুরিতে আইলা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ