• আর খেলে খেলা বাজিকর-বালা
    আর খেলে খেলা বাজিকর-বালা দেখায় পাণ্ডব বংশ। ধর্ম্ম যুধিষ্ঠির ভীম সহোদর অর্জ্জুন ধরিল অংশ।। নকুল আকৃতি ধরিলা মূরতি সহদেব রূপ প্রায়। দেখিতে রাজার চিত মন হরে নয়ানে দেখিল তায়।। তেজি আনরূপ ধরিল তখনি শিশুপাল রূপ হয়। সূর্য্যবংশ কুল ভগীরথ-গণ অজ আদি করি নয়।। নানা রাজকুল নানা অবতার দেখিলা অনেক খেলা। কহেন রাজন্‌ ”আর কিবা জান […] keyboard_arrow_right
  • পুনঃ বলরাম রোহিণী-নন্দন
    পুনঃ বলরাম রোহিণী-নন্দন ধরিল ধবল কায়া। হল কাঁধে করি আনন্দে মগন করিল বাজির ছায়া।। পুনঃ তা তেজিয়া বৌদ্ধ অবতার হইল মূরতি তিন। জগন্নাথ আর ভগ্নী সহোদর সুভদ্রা তাহাতে চিহ্ন।। বলরাম পুনঃ হইলা তখন দেখি বৃকভানু রাজে। দেখিয়া মূরতি পরম পিরিতি পাওল সে সভামাঝে।। পুনঃ তা তেজিয়া কল্কী অবতার ধরেন মূরতি কায়া। অশ্বের উপরে ধরি দুইকরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ