• কালী দলিল আহ্মে শলিল শোধিল
    কালী দলিল আহ্মে শলিল শোধিল। কংস মারিবারে আহ্মে আবতার কৈল।। মামা বধ করিবোঁ মো লিখিত করম। তেকারণে গোপকুলে লভিল জরম।। পসরিলহে মদন পাঁচ বাণে। কে তোর রাখিবে রাখঊ পরাণে।।ধ্রু।। হের ফুলের ধনু ফুলের পাঁচ বাণ। এহি ফুলেঁ আজি তোর লইবোঁ পরাণ।। আহ্মার খাঁখার কৈলেঁ সব জন থানে। তেকারণে রাধা তোক যোড়োঁ পাঁচ বাণে।। হেন পাঁচ […] keyboard_arrow_right
  • কৃষ্ণ পরশিল করে শরীর রাধার
    কৃষ্ণ পরশিল করে শরীর রাধার। বিহড়িল আষ্ট ধাতু আয়িল তাহার।। ধেআন করিআঁ করেঁ ঝাড়ে বনমালী। ধীরেঁ ধীরেঁ গাঅখানী তোলে চন্দ্রাবলী।। মরিআঁ জিলী রাধা গোকুল সমাজে। তিরীবধে ঊদ্ধার পাইল দেবরাজে।।ধ্রু।। তালের বিণিঞঁ রাধাক বিচি কাহ্ন। নির্ম্মল যমুনা জল করায়িল পান।। জিআঁ ঊঠিলী রাধা পরম হরিষে। সখিজন হুলাহুলী পাড়ে চৌদিশে।। রাধা বস করি কাহ্ন গেলা বৃন্দাবনে ।। […] keyboard_arrow_right
  • খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর
    খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর কেশপাশে নীল বিদ্যমানে। এআ। সিসের সিন্দুর সূর ললাটে তিলক চাঁদ নয়নত বসএ মদনে ।।এআ।। সুণ বড়ায়ি ল বোল গিআঁ গোবিন্দক বাতে।এআ। তীন ভূবন বীর রাখএ যৌবন ধন কি করিতেঁ পারে জগন্নাথে ।। (এআ।।) ধ্রু।। নাসা বিনতানন্দন পাণ্ডু গণ্ডু পাশে কণ্ণ বিম্বওষ্ঠ পুষ্পদন্ত সঙ্গে। কুচযুগ যুধিষ্ঠির বাহু নিতম্ব যুগলে মাঝ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ