জলচর মীন থেকে উভচর কচ্ছপ, কচ্ছপের পর এক পূর্ণ পশু—বরাহ, তারপরেই অর্ধেক পশুর সঙ্গে অর্ধেক মানুষ, অবশেষে পূর্ণ এক মানুষ, আকারে খাটো, কিন্তু পূর্ণ মনুষ্য-বৃত্তিসব পূর্ণ এক মানুষ—প্রাণের পার্থিব বিবর্তনে আমাদের পৌরাণিকও কিছু অন্যভাবে ভাবেন যেন। নরসিংহের মিশ্ররূপের পরেই সোজাসুজি এক সঠিক আকৃতির মানুষ রূপে ঈশ্বরকে অবতীর্ণ করাতে যেন পৌরাণিকের লজ্জা ছিল, নাকি সংকুচিত ছিলেন সেই পরম ঈশ্বর—কিন্তু বামন অবতার...বিশদ...