• অবধি বহিএ হে অধিক দিন গেল
    অবধি বহিএ হে অধিক দিন গেল। বালভু পররত পরদেস ভেল। কঞোনে পরিখেপব বসন্ত কল রাতি। জানল পুরুষ নিঠুর থীজা জাতি।। সাজনি আবে মোর অইসন গেঁআন। জীবন চাহি মরণ ভেল ভান।। কলিজুগ এহে অথিক পরমাদ। দুরজন দুরলএ বোল অপবাদ।। তে হমে এহে হলল অবধারি। পুরুষ বিহুনি জীবএ জনু নারি।। সুন্দর কহ সব ধৈরজ সার। তেজ উপতাপ […] keyboard_arrow_right
  • এহন করম মোর ভেল রে
    এহন করম মোর ভেল রে। পহু দুরদেস গেল রে।। দয় গেল বচনক আস রে। হমহু আএব তুঅ পাসরে।। কতেক কএল অপরাধ রে। পহু সঞে ছুটল সমাজ রে।। কবি বিদ্যাপতি ভান রে। সুপুরুখ ন কর নিদান রে।। keyboard_arrow_right
  • এহি জগ নারি জনম লেল
    এহি জগ নারি জনম লেল। পহিলহি বয়স বিরহ ভেল।। কথিলএ দৈব জনম দেল। কঠিন অভাগ হমর ভেল।। অপনহি কমল ফুলায়ল। তাহি ফুল ভমর লোভাএল।। বিদ্যাপতি কবি গাওল। উচিত পুরুবিল ফল পাওল।। keyboard_arrow_right
  • কমল শুখায়ল ভমর নই আব
    কমল শুখায়ল ভমর নই আব। পথিক পিয়াসল পানি ন পাব।। দিন দিন সরোবর হোই অগারি। অবহু নই বরিষই মহী ভর বারি।। যদি তোহেঁ বরিষব সময় উপেখি। কী ফল পাওব দিবস দিপ লেখি।। ভনই বিদ্যাপতি অসময় বানী। মুরুছল জীবয় চুরু এক পানী।। keyboard_arrow_right
  • করওঁ বিনতি জত জত মন লাই
    করওঁ বিনতি জত জত মন লাই। পিয়া পরিচব পচতাব কেঁ জাই।। ধন ধইরজ পরিহরি পথ সাচে। করম দোসেঁ কনকেও ভেল কাচে।। নিঠুর বালম্ভু সোঁ লাওল সিনেহে। ন পুরল মনোরথ ন ছাড় সন্দেহে।। সুপুরুস ভানে মান ধন গেল। দিন দিন মলিন মনোরথ ভেল।। জদি দূসন গুন পহু ন বিচার। বড় ভএ পসরও পিসুন পসার।। পরিজন চিত […] keyboard_arrow_right
  • কাহু দিস কাহল কোকিল রাবে
    কাহু দিস কাহল কোকিল রাবে। মাতল মধুকর দহদিস ধাবে।। কেও নহি বুঝএ ধএল ধন আনে। ভমি ভমি লুলএ মানিনি জন মানে।। কি কহিবো অগে সখি অপন বিভালা। বিনু কারনে মনমথে করু ধালা।। কিসলয় সোভিত নব নব চূতে। ন ধজকা ধোরলি দেখিঅ বহূতে।। কসি কসি রঙ্গ কুসুম সর দেই। প্রান ন হরএ বিরহ পএ দেই।। দহিন […] keyboard_arrow_right
  • কুন্দ কুসুম ভরি সেজ সোহাওন
    কুন্দ কুসুম ভরি সেজ সোহাওন চান্দ ইজোরিএ রাতি। তিলা এক সুপহু সমাগম পাওল মাস বরখ ভেল সাতি।। হরি হরি পুনু কইসে পলটি মধুরপুর জাএব পুনু কইসে ভেটত মুরারি। চিন্তা জাল পড়লি হরিনী সনি কি করব বিরহিনি নারী।। এক ভমর ভমি বহুল কুসুম রমি কতহু ন কেও কর বাধ। বহুবল্লভ সঞো সিনেহ বঢ়াওল পড়ল হমার অপরাধ।। […] keyboard_arrow_right
  • দারুন কন্ত নিঠুর হিয়
    দারুন কন্ত নিঠুর হিয় সখি রহল বিদেস। কেও নহি হিত মঝু সঞ্চরএ জে কহ উপদেস।। এ সখি পরিহরি গেল নিঅ ন বুঝীঅ দোস। করম বিগতি গতি মাই হে কাহি করব রোস।। মোহি ছল দিনে দিনে বাঢ়ত দেখ হরি সঞো নেহ। আবে নিঅ মনে অবধারল পহু কপটক গেহ।। keyboard_arrow_right
  • নউমি দশা দেখি গেলাহে নড়াএ
    নউমি দশা দেখি গেলাহে নড়াএ। দসমি দশা উপগতি ভেলি আএ।। হুহ্নি অরজল অপজস অপকার। হমে জিবে অঙ্গিরল জম বনিজার।। আবে সুখে কহ্নাই করথু বিদেস। সুমরি জলাঞ্জলি দিহুথি সন্দেস।। বহ মলয়ানিল ঝর মকরন্দ। উগও সহস দস দারুন চন্দ।। করও কমল বন কেলি ভমরা। আবে কী ভল মন্দ হোএত হমরা।। ভনই বিদ্যাপতি নিরদয় কন্ত।। এহি সোঁ ভল […] keyboard_arrow_right
  • পিয় বিরহিনি অতি মলিনি
    পিয় বিরহিনি অতি মলিনি বিলাসিনি কোনে পরি জীউতি রে। অবধি ন উপগত মাধব অব বিস পিউতি রে।। আতপচর বিধু রবিকর।। চরন কি পরসহ ভীমারে। দিন দিন অবসন দেহ। সিনেহক সীমারে।। পহর পহর জুগ জামিনী জামিনী জগইতে রে। মূরছি পরএ মহি মাঁঝ সাঁঝ সসী উগইতে রে।। বিদ্যাপতি কহ সবতঁহ জান মনোভব রে। কেও জনু অনুভব জগজন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ