বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি, রাধা, কৃষ্ণ ও বড়াই। এর মধ্যে জন্মখণ্ড থেকে রাধাবিরহ খণ্ড পর্যন্ত রাধা ও কৃষ্ণ চরিত্রের বিকাশ ও পরিণতিতে যে চরিত্রের প্রত্যক্ষ ও সক্রিয় ভূমিকা, সে হলো বড়াই। সমগ্র কাব্য জুড়ে যে ঘটনাগুলি ঘটে যায়, তার প্রায় সবগুলিই এই বড়াই চরিত্রের প্ররোচনায় ও পরামর্শে। এই চরিত্রের যে পরিচয় এ কাব্যে আমরা পাই, তাতে করে,...বিশদ...