কল্পশেষে জগৎ যখন একার্ণব কারণ সমুদ্রে পরিণত হল, তখন জগৎপ্রভু ভগবান বিষ্ণু অনন্ত শয্যা বিস্তার করে যোগনিদ্রায় মগ্ন হলেন। সে সময় ভগবান বিষ্ণুর কর্ণ-মল (কানের নোংরা) থেকে মধু আর কৈটভ নামে দুই অসুর উৎপন্ন হল। তারা সামনে বিষ্ণুর নাভিকমলে অবস্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল। বিষ্ণুকে যোগনিদ্রায় মগ্ন দেখে ব্রহ্মা বিপন্ন বোধ করলেন। উদ্যত দুই অসুরকে রোধ করার জন্য বিষ্ণুর...বিশদ...