• অবয়ব সবহি নয়ন পএ ভাস
    অবয়ব সবহি নয়ন পএ ভাস। অহনিসি ঝাখএ পাওব পাস।। লাজে ন কহএ হৃদয় অনুমান। পেম অধিক লঘু জনিত আন।। সাজনি কি কহব তোর গেআন। পানী পাএ সিকর ভেল কাহ্ন।। বহির হোই আনহি কহিঅ সমাদ। হোএতৌ হে সুমুখি পেম পরমাদ।। জঞো তহ্নিকে জীবন তোহ কাজ। গুরুজন পরিজন পরিহর লাজ।। দণ্ড দিবস দিবসহি হো মাস। মাস পাব […] keyboard_arrow_right
  • গগন গরজ ঘন জামিনি ঘোর
    গগন গরজ ঘন জামিনি ঘোর। রতনহুঁ লাগি ন সঞ্চর চোর।। এহনা তেজি অএলাহুঁ নিঅ গেহ। অপনহু ন দেখিঅ অপনুক দেহ।। তিলা এক মাধব পরিহর মান। তুঅ লাগি সংসয় পরল পরান।। দুসহ জমুনা নদি এলিহু ভাঁগি। কুচজুগ তরল তরনি তঁ লাগি।। দেহ অনুমতি হে জুঝও পঁচবান। তোঁহে সন নগর নাগর নহি আন।। ভনই বিদ্যাপতি নারী সোভাব। […] keyboard_arrow_right
  • তমাল কুসুম চিকুর গণে
    তমাল কুসুম চিকুর গণে। নীল কুরুবক তোর নয়নে।। সুপুট নাসা তিলফুলে। দেখি তোর গণ্ডযুগ মহুলে।। আধর সুরঙ্গ বান্ধুলী ফুলে। কণ্ণ যুগ তোর এ বগহুলে।। মুকুলিত কুন্দ তোর দশনে। খস্তরী কুসুম তোর বসনে।। ভুজযুগ হেম যূথিকা মালে। আশোকতবক করযুগলে।। মুকুলিত থলকমল তনে রোমারাজী তাত আতয়ীগণে।। গভীর নাভী নাগেশর ফুলে। কনক কেতকী জংঘ যুগলে।। চরণকমল থলকমলে। আঙ্গুলী […] keyboard_arrow_right
  • তহ্নিক লাগি ফুলল অরবিন্দ
    তহ্নিক লাগি ফুলল অরবিন্দ। ভূখল ভমরা পিব মকরন্দ।। বিরল নখত নভমণ্ডল ভাস। লখএ কোকিল গাএ সহাস।। এ রে মানিনি পলটি নিহার। অরুন পিবএ লাগল আঁধিআর।। মানিনি মান মহঘ ধন তোর। চোরাবএ অএলাহু অনুচিত মোর।। তৌঁ অপরাধে মার পঁচবান। ধনি ধর হরিকএ রাখ পরান।। keyboard_arrow_right
  • পাএ তক পাছু গেলি লাজ
    পাএ তক পাছু গেলি লাজ। পথ চললেঁ বিসরলহুঁ ন কাজ।। জমুনতীর সঞো সমন্দল মান। কৈসন কএ কী বুঝল অআন।। এ সখি আওর কী বোলব হমে জানি। কপটিহি নিকটও লওলহ আনি।। নিঅমিঅ পেম হেমসম হারি। অঙ্গিরিঅ কামিক দুহু কুল গারি।। পলটি জাইতে ঘর বড় বলহীন। অবে সবে কিছু ভেল তোর অধীন।। বিদ্যাপতি ভন সুন বরনারি। ধৈরজে […] keyboard_arrow_right
  • বদন চাঁদ তোর নয়ন চকোর মোর
    বদন চাঁদ তোর নয়ন চকোর মোর রূপ অমিঅরস পীবে। অধর মধুরি ফুল পিয়া মধুকর তুল বিনু মধু কত খন জীবে।। মানিনি মন তোর গঢ়ল পসানে। ককে ন রভসে হসি কিছু ন উতর দেসি সুখে জাও নিসি অবসানে।। পর মুখে ন সুনসি নিঅ মনে ন গুনসি ন বুঝসি ছইলারী বানী। অপন অপন কাজ কহইত অধিক লাজ […] keyboard_arrow_right
  • বদন সরোরুহ হাসে নুকওলহ
    বদন সরোরুহ হাসে নুকওলহ তেঁ আকুল মন মোরা। উদিতেও চন্দা অঁমিঅ ন মুঞ্চএ কী পিবি জিউত চকোরা।। মানিনি দেহ পলটি দিঠি মেলা। সগরি রয়নি জদি কোপহি গমওবহ কেলি রভস কোন বেলা।। তোর নয়ন এঁ পথহু ন সঞ্চর অজুগুত কহ ন জাই। অরুন কমলকে কন্তি চোরওলহ তেঁ মনে রহলি লজাই।। কামিনি কোপে মনোরথ জাগল বিদ্যাপতি কবি […] keyboard_arrow_right
  • মানিনি আব উচিত নহিঁ মান
    মানিনি আব উচিত নহিঁ মান। এখনুক রঙ্গ এহন সন লগইছি জাগল পয় পচোবান।। জুড়ি রয়নি চকমক কর চানন এহন সময় নহিঁ আন। এহি অবসর পহু মিলন জেহন সুখ জকরহিঁ হোএ সে জান।। রভসি রভসি অলি বিলসি বিলসি করি জেকর অধর মধু পান। অপন অপন পহু সবহু জেমাওলি ভূখল তুঅ জজমান।। ত্রিবলি তরঙ্গ সিতাসিত সঙ্গম উরজ […] keyboard_arrow_right
  • সাকর সূধ দুধে পরিপূরল
    সাকর সূধ দুধে পরিপূরল সানল অমিঅক সারে। সেহে বদন তোর অইসন করম মোর খারে পএ বরিসএ ধারে।। সাজনি পিসুন বচন দেহে কানে। দেহ বিভিন্ন বিধাতা আইতি তোরা মোরা একে পরানে।। কোপহু সয়ঁ জদি সমদি পঠাবহ বচনে ন বোলহ মন্দা। তোর বদনসন তোরে বদন পএ খার ন বরিসয় চন্দা।। চৌদিস লোচন চমকি চলাবসি ন মানসি কাহুক […] keyboard_arrow_right
  • সিনেহ বঢ়াওব ই ছল ভান
    সিনেহ বঢ়াওব ই ছল ভান। তোহর সোয়াধিন করব পরান।। ভল ভেল মালতি ভেলি হে উদাস। পুনু ন আওব মধুকরে তুঅ পাস।। এতবা হম অনুতাপক ভেল। গিরি সম গৌরব অপদহি গেল।। অলপে বুঝওলহ নিঅ বেবহার। দেখিতহি নিঅ পরিনাম অসার।। ভনই বিদ্যাপতি মন দএ সেব। হাসিনি দেই পতি গজসিংঘ দেব।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ