যেভাবে মৎস্যাবতারের সূচনা হয়েছে, তার প্রথম বিশদ বর্ণনা আছে মৎস্য পুরাণের মধ্যেই, যদিও তার প্রাচীন উপাখ্যান-কল্পটি মৎস্যাবতারের মাহাত্ম্য বাড়িয়ে দিয়েছে কেননা, সেই উপাখ্যান আছে বেদের অভিন্ন গ্রন্থনা শতপথ ব্রাহ্মাণের মধ্যে। শতপথ ব্রাহ্মাণের বৈদিক ভাষায় ঘটনাটা একেবারেই মেদ বর্জিত, তথ্য নিবেদনের মতো। শতপথ বলেছে—সকালবেলায় সূর্যপুত্র মনু অর্থাৎ আমাদের মনু-মহারাজ হাত ধুচ্ছিলেন, যেমন সকালবেলায় উঠে এই পৃথিবীর সকলেই হাত ধোয়া—মনবে হ বৈ...বিশদ...