• আসাঢ় মাসে নব মেঘ গরজএ
    আসাঢ় মাসে নব মেঘ গরজএ। মদন কদনে মোর নয়ন ঝুরএ।। পাখী জাতী নহোঁ বড়ায়ি ঊড়ী জাওঁ তথা। মোর প্রাণনাথ কাহাঞিঁ বসে যথা।। কেমনে বঞ্চিবোঁ রে বারিষা চারি মাস। এ ভর যৌবনে কাহ্ন করিলে নিরাস।।ধ্রু।। শ্রাবণ মাসে ঘন ঘন বরিষে। সেজাত সুতিঁআ একসরী নিন্দ না আইসে।। কত না সহিব রে কুসুমশর জালা। হেন কালে বড়ায়ি কাহ্ন […] keyboard_arrow_right
  • আহোনিশি যোগ যে আই
    আহোনিশি যোগ  ধেআই। মন পবন গগনে রহাই।। মূল কমলে কয়িলে মধুপান। এষেঁ পাইঞাঁ আহ্মে ব্রহ্মগেআন।। দূর আনুসর সুন্দরি রাহী। মিছা লোভ কর পায়িতেঁ কাহ্নাঞী।।ধ্রু।। ইড়া পিঙ্গলা সুসমনা সন্ধী। মন পবন তাত কৈল বন্দী।। দশমী দুয়ারে দিলোঁ কপাট। এবে চড়িলোঁ মো সে যোগবাট।। গেআন বাণে ছেদিলোঁ মদনবাণ। তে আর না ভোলো তোহ্মার যৌবন।। এবে দেহে মোর […] keyboard_arrow_right
  • তনের উপর হারে
    তনের উপর হারে। আল মানএ যেহেন ভারে। অতি হৃদয়ে খিনী রাধা চলিতেঁ না পারে।। সরস চন্দন পঙ্কে। আল দেহে বিষম শঙ্কে। দহন সমান মানে নিশি শশাঙ্কে।। আল তোর বিরহ দহনে। দগধিলী রাধা জীএ তোর দরশনে ।।ধ্রু।। কুসুমশর হুতাশে। তপত দীর্ঘ নিশাসে। সঘন ছাঢ়এ রাধা বসি এক পাশে।। ক্ষেপে সজল নয়নে। দশ দিশে খনে খনে। নালহীন […] keyboard_arrow_right
  • দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী
    দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী সব কথা কহিআরোঁ তোহ্মারে হে। বসিআঁ কদমতলে সে কৃষ্ণ করিল কোলে চুম্বিল বদন আহ্মারে হে।। এ মোর নিস্ফল জীবন এ বড়ায়ি ল। সে কৃষ্ণ আনিআঁ দেহ মোরে হে।।ধ্রু।। লেপিআঁ তনু চন্দনে বলিআঁ তবেঁ বচনে আড়বাঁশী বাএ মধুরে। চাহিল মোরে সুরতী না দিলোঁ মো আনুমতী দেখিলোঁ মো দুঅজ পহরে।। […] keyboard_arrow_right
  • নিশি অন্ধিআরী তাহাত কেমনে নারী
    নিশি অন্ধিআরী তাহাত কেমনে নারী। জিএ সে জাহার পাসত পুরুষ নাহী।। আল ।। মোরে কি না ভয়িঞাঁ গেল বড়ায়ি নাএ। বিরহে বিকলী খোঁজো মোঁ নান্দের পোএ।। নিশি সপন দেখিলোঁ কাহ্ন কোলে করি স চিআয়িঞাঁ চাহোঁ নাহিক বাল গোপালে। এ মোর যৌবন ভার সকল ভৈল আসার আনল সরণ হৈবে দূতা রে।। যে ডালে করো মো ভরে […] keyboard_arrow_right
  • ফুটিল কদমফুল ভরে নোঁআইল ডাল
    ফুটিল কদমফুল ভরে নোঁআইল ডাল। এভোঁ গোকুলক নাইল বাল গোপাল।। কত না রাখিব কুচ নেতে ওহাড়িআঁ। নিদয়হৃদয় কাহ্ন না গেলা বোলাইআঁ।। শৈশবের নেহা বড়ায়ি কে না বিহড়াইল। প্রাণনাথ কাহ্ন মোর এভোঁ ঘর নাইল।।ধ্রু।। মুছিআঁ পেলায়িবোঁ বড়ায়ি শিষের সিন্দূর । বাহুর বলয়া মোর করিবোঁ শঙ্খচূর।। কাহ্ন বিণী সব খন পোড়এ পরাণী। বিষাইল কাণ্ডের থাএ যেহেন হরিণী।। […] keyboard_arrow_right
  • যে কাহ্ন লাগিআঁ মো আন না চাহিলোঁ
    যে কাহ্ন লাগিআঁ মো আন না চাহিলোঁ বড়ায়ি না মানিলোঁ লঘু গুরু জনে। হেন মনে পড়িহাসে আহ্মা উপেখিআঁ রোষে আন লআঁ বঞ্চে বৃন্দাবনে।। বড়ায়ি গো।। কত দুখ কহিব কাঁহিণী। দহ বুলী ঝাঁপ দিলোঁ সে মোর সুখাইল ল মোঞঁ নারী বড় আভাগিনী।।ধ্রু।। নান্দের নন্দন কাহ্ন যশোদার পোআল তার সমে নেহা বাঢ়ায়িলোঁ। গুপতেঁ রাখিতেঁ কাজ তাক মোঞঁ […] keyboard_arrow_right
  • হাথে চান্দ মানী বড়ায়ি করায়িলেঁ পাগলী
    হাথে চান্দ মানী বড়ায়ি করায়িলেঁ পাগলী। আইহনক পীঠ দিলোঁ লাজে তিনাঞ্জলী।। আশোআশ দিআঁ তোহ্মে হৈলা এক ভীতে। কাহ্নত লাগিআঁ মোর বেআকুল চীতে। জাণিল জাণিল বড়ায়ি চিহ্নিল কাহ্নাঞিঁ। আছুক পরসরস দরশন নাহিঁ।।ধ্রু।। তোহ্মার বচনে বড়ায়ি নেহা বাঢ়ায়িলোঁ। কাহ্ন সমে ভালেঁ রস ভুঞ্জিতেঁ না পাইল। পুরুব জরমে কিবা খন্ডব্রত কৈল। তেকারণে মোর মনোরথ না পুরিল।। দুখ সুখ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ