• কত খন বচন বিলাসে
    কত খন বচন বিলাসে। সুপুরুষ রাখিঅ আসা পাসে।। আবে হমে গেলিহু ফেদাঈ। অথিরক আতর মধথ লজাঈ।। বোলি বিসরলহ রামা। সখি অসবৌলিহে কহ কত ঠামা।। পর বিপতি ন রহ রঙ্গে। কুসুমিত কানন মধুকর সঙ্গে।। সময় খেপসি কতি ভাঁতী। বড়ি ছোটি ভেলি মধুমাসক রাতী।। keyboard_arrow_right
  • গগন মডল দুহুক ভূখন
    গগন মডল দুহুক ভূখন একসর উগ চন্দা। গএ চকোরী অমিঅ পীবএ কুমুদিনি সানন্দা।। মালতি কাঁইএ করিঅ রোস। একল ভমর বহুত কুসুম কমন তাহেরি দোস।। জাতকি কেতকি নবি পদুমিনি সব সম অনুরাগ। তাহি অবসর তোহি ন বিসর এহে তোর বড় ভাগ।। অভিনব রস রভস পওলে কমন রহ বিবেক। ভন বিদ্যাপতি পহর হিত কর তৈসন হরি পএ […] keyboard_arrow_right
  • গেলাঁহু পূরুব পেমে উতরো ন দেই
    গেলাঁহু পূরুব পেমে উতরো ন দেই। দাহিন বচন বাম কএ লেই।। এ হরি রস দএ রুসলি রমনী। হম তহ ন আউতি কুঞ্জরগমনী।। গইয়ে মনাবহ রহও সমাজে। সব তহ বড় থিক আঁখিক লাজে।। জে কিছু কহলক সে অছি লেলে। ভল কহি বূঝব অপনহি গেলে।। ভনই বিদ্যাপতি নারী সোভাবে। রুসলি রমনি পুনু পুনমত পাবে।। keyboard_arrow_right
  • চানন ভরম সেবলি হম সজনী
    চানন ভরম সেবলি হম সজনী পূরত সকল মনকাম। কন্তক দরস পরস ভেল সজনী সীমর ভেল পরিনাম।। একহিঁ নগর বসু মাধব সজনী পরভাবিনি বস ভেল। হম ধনি এহন কলাবতি সজনী গুন গৌরব দূরি গেল।। অভিনব এক কমল ফুল সজনী দৌনা নিমক ডার। সেহো ফুল ওতহি সুখাএল সজনী রসময় ফুলল নেবার।। বিধিবস আজ আএল পুথি সজনী এতদিন […] keyboard_arrow_right
  • তমাল কুসুম চিকুর গণে
    তমাল কুসুম চিকুর গণে। নীল কুরুবক তোর নয়নে।। সুপুট নাসা তিলফুলে। দেখি তোর গণ্ডযুগ মহুলে।। আধর সুরঙ্গ বান্ধুলী ফুলে। কণ্ণ যুগ তোর এ বগহুলে।। মুকুলিত কুন্দ তোর দশনে। খস্তরী কুসুম তোর বসনে।। ভুজযুগ হেম যূথিকা মালে। আশোকতবক করযুগলে।। মুকুলিত থলকমল তনে রোমারাজী তাত আতয়ীগণে।। গভীর নাভী নাগেশর ফুলে। কনক কেতকী জংঘ যুগলে।। চরণকমল থলকমলে। আঙ্গুলী […] keyboard_arrow_right
  • মানিনি আব উচিত নহিঁ মান
    মানিনি আব উচিত নহিঁ মান। এখনুক রঙ্গ এহন সন লগইছি জাগল পয় পচোবান।। জুড়ি রয়নি চকমক কর চানন এহন সময় নহিঁ আন। এহি অবসর পহু মিলন জেহন সুখ জকরহিঁ হোএ সে জান।। রভসি রভসি অলি বিলসি বিলসি করি জেকর অধর মধু পান। অপন অপন পহু সবহু জেমাওলি ভূখল তুঅ জজমান।। ত্রিবলি তরঙ্গ সিতাসিত সঙ্গম উরজ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ