• কালি কহল পিয়াএ সাঁঝহি রে
    কালি কহল পিয়াএ সাঁঝহি রে জাএব মোয়ে মারুঅ দেস। মোয়েঁ অভাগলি নহি জানল রে সঙ্গহি জইতঁহ সেহ দেস।। হৃদয় বড় দারুন রে পিয়া বিনু বাহর ন জায়ে।। একহি সয়ন সখি সুতল রে অছল বালভ নিসি মোর। ন জানল কতি খন তেজি গেল রে বিছুরল চকেবা জোর।। সূন সেজ হিয় সালয়ে রে পিয়াএ বিনু মরব আজি। […] keyboard_arrow_right
  • কী হমে সাঁঝক একসরি তারা
    কী হমে সাঁঝক একসরি তারা ভাদর চৌঠিক সসী। ইথি দুহু মাঝ কওন মোর আনন জে পহু হেরসি ন হঁসী।। (সাএ সাএ) কহহ কহহ কহ্নু কপট করহ জনু কি মোরা ভেল অপরাধে।। ন মোয়ঁ কবহু তুঅ অনুগতি চুকলিহু বচন ন বোলল মন্দা। সামি সমাজ হম পেমে অনুরঞ্জিয় কুমুদিনি সন্নিধি চন্দা।। ভনই বিদ্যাপতি সুনু বর জৌবতি মেদিনি […] keyboard_arrow_right
  • খনরি খন মহঘি ভই কিছু অরুন নয়ন কই
    খনরি খন মহঘি ভই কিছু অরুন নয়ন কই কপটে ধরি মান সম্মান লেহী। কনয় জয়ঁ পেম কসি পুনু পলটি বাঙ্ক হসি আধি সয়ঁ অধর মধুপান দেহী।। (অরেরে) ইন্দুমুখি অঢ়ন কর পিয়হৃদয়খেদহর কুসুম রস রঙ্গ সংসারসারা।। বচনে বস হোসি জনু সসরি ভিন হোইহ তনু সহজে বরু ছাড়ি দেহ সয়নসীমা। প্রথমে রসভঙ্গ ভেলে লোভে মুখ সোভ গেলে […] keyboard_arrow_right
  • গগন গরজ ঘন জামিনি ঘোর
    গগন গরজ ঘন জামিনি ঘোর। রতনহুঁ লাগি ন সঞ্চর চোর।। এহনা তেজি অএলাহুঁ নিঅ গেহ। অপনহু ন দেখিঅ অপনুক দেহ।। তিলা এক মাধব পরিহর মান। তুঅ লাগি সংসয় পরল পরান।। দুসহ জমুনা নদি এলিহু ভাঁগি। কুচজুগ তরল তরনি তঁ লাগি।। দেহ অনুমতি হে জুঝও পঁচবান। তোঁহে সন নগর নাগর নহি আন।। ভনই বিদ্যাপতি নারী সোভাব। […] keyboard_arrow_right
  • চরণ কমল কদলী বিপরীত
    চরণ কমল কদলী বিপরীত। হাস কলা সে হরএ সাঁচীত।। কে পতি আওব এহু পরমান। চম্পকেঁ কএল পুহবি নিরমাণ।। এরে মাধব পলটি নিহার। অপরূব দেখিঅ জুবতি অবতার।। কূপ গভীর তরঙ্গিনী তীর। জনমু সেমার লতা বিনু নীর।। চহকি চহকি দুই খঞ্জন খেল। কামকমান চান্দ উগি গেল।। উপর হেরি তিমিরেঁ করু বাদ। ধমিলেঁ কএল তাকর অবদাস।। বিদ্যাপতি ভন […] keyboard_arrow_right
  • চিকুর নিকর তম সম
    চিকুর নিকর তম সম পুনু আনন পুনিম সসী। নঅন পঙ্কজ কে পতিআওব এক ঠাম রহু বসী।। আজে মোঞে দেখলি বারা। লুবুধ মানস চালক মঅন কর কী পরকারা।। সহজ সুন্দর গোর কলেবর পীন পওধর সিরী। কনঅলতা অতি বিপরিত ফলল জুগল গিরী।। ভন বিদ্যাপতি বিহিক ঘটন কে ন অদবুদ জানে। রাএ সিবসিংহ রূপনরাএন লখিমা দেবি রমানে। keyboard_arrow_right
  • জমুনক তিরে তিরে সাঁকড়ি বাটী
    জমুনক তিরে তিরে সাঁকড়ি বাটী। উবটি ন ভেলিহু সঙ্গ পরিপাটী।। তরুতল ভেটল তরুন কহ্নাই। নয়ন তরঙ্গে জনি গেলিহু সনাই।। কে পাতিয়াএত নগর ভরলা। দেখইতে সুনইতে হৃদয় হরলা।। পলটি ন হেরল গুরুজন লাজে। বচন চুকিলিহু সখিহ্নি সমাজে।। এতদিন অছলিহু অপনে গেয়ানে। আবে মোরা মরম লাগল পচবানে।। নিঠুর সখী বিসবাস ন দেই। পরক বেদন পর বাটি ন […] keyboard_arrow_right
  • নিবিবন্ধন হরি কিএ কর দূর
    নিবিবন্ধন হরি কিএ কর দূর। এহো পএ তোহর মনোরথ পূর।। হেরনে কওন সুখ না বুঝ বিচারি। বড় তুহু ঢীঠ বুঝল বনমারি।। হমর সপথ জৌঁ হেরহ মুরারি। লহু লহু তব হম পারব গারি।। বিহর সে রহসি হেরনে কৌন কাম। সে নহি সহবহি হমর পরান।। কহাঁ নহি সুনিএ এহন পরকার। করএ বিলাস দীপ লএ জার।। পরিজন সুনি […] keyboard_arrow_right
  • পহিলহি রাধা মাধব ভেট
    পহিলহি রাধা মাধব ভেট। চকিতহি চাহি বয়ন করু হেট।। অনুনয় কাকু করতহি কাহ্ন। নবীন রমনি ধনি রস নহি জান।। হেরি হরি নাগর পুলকিত ভেল। কাঁপি উঠু তনু, সেদ বহি গেল।। অথির মাধব ধরু রাহিক হাথ। করে কর বাধি ধর ধনি মাথ।। ভনই বিদ্যাপতি নহি মন আন। রাজা সিবসিংঘ লখিমা পরমান।। keyboard_arrow_right
  • প্রথম পহর নিসি জাউ
    প্রথম পহর নিসি জাউ। নিঅ নিঅ মন্দির সুজন সমাউ।। তম মদিরা পিবি মন্দা। অবহি মাতি উগি জাএত চন্দা।। সুন্দরি চলু অভিসারে। রস সিংগার সঁসারক সারে।। ওতএ অছএ পিয়া আসে। অতএ বেঢ়ল গিম মনমথ পাসে।। সাহসে সাহিঅ অসাধে। তিলা এক কঠিন পহিল অপরাধে।। সে সামর তোঞে গোরী। বিজুরি বলাহক লাগতি চোরী।। হসি আলিঙ্গন দেসী। মন ভরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ