• কেশপাশে শোভে তার সুরঙ্গ সিন্দুর
    কেশপাশে শোভে তার সুরঙ্গ সিন্দুর। সজল জলদে যেহ্ন ঊইল নব সুর।। কনককমলরুচি বিমল বদনে। দেখি লাজে গেলা চান্দ দুঈ লাখ যোজনে।। মুনি-মনমোহিনী রমণী আনুপামা। পদুমিনী আহ্মার নাতিনী রাধানামা।।ধ্রু।। ললিত আলকপাঁতিকাঁতি দেখি লাজে। তমালকলিকাকুল রহে বনমাঝে।। আলস লোচন দেখি কাজলে উজল। জলে পসি তপ করে নীল উতপল।। কণ্ঠদেশ দেখিআঁ শঙ্খত ভৈল লাজে। সত্বরে পসিলা সাগরের জল […] keyboard_arrow_right
  • খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর
    খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর কেশপাশে নীল বিদ্যমানে। এআ। সিসের সিন্দুর সূর ললাটে তিলক চাঁদ নয়নত বসএ মদনে ।।এআ।। সুণ বড়ায়ি ল বোল গিআঁ গোবিন্দক বাতে।এআ। তীন ভূবন বীর রাখএ যৌবন ধন কি করিতেঁ পারে জগন্নাথে ।। (এআ।।) ধ্রু।। নাসা বিনতানন্দন পাণ্ডু গণ্ডু পাশে কণ্ণ বিম্বওষ্ঠ পুষ্পদন্ত সঙ্গে। কুচযুগ যুধিষ্ঠির বাহু নিতম্ব যুগলে মাঝ […] keyboard_arrow_right
  • চন্ডীদাস
    বৈষ্ণব পদের পাঠক মাত্রেই বাংলা সাহিত্যের সেই পদকর্তাকে চেনেন যার পদ মাধুর্যে ও প্রসাদগুণে কীর্তনের ভাষাছাঁদ নির্মাণ হয়েছে। তিনি অবশ্যই বাংলার কবি চণ্ডীদাস। বিদ্যাপতি বাঙালি ছিলেন না। তার রাধাকৃষ্ণ বিষয়ক পদ ন্যয়দর্শনের স্নাতকদের হাত ধরেই মূলত বাংলায় এসেছিল। পরে কীর্তনীয়ারা বিদ্যাপতির পদসংগ্রহ করেছেন; সংকলকদের সংকলনেও তা সংকলিত হয়েছে। এমনকি মৈথিলী ভাষাছাঁদ অবলম্বনে বাংলায় কীর্তনের নতুন […] keyboard_arrow_right
  • চামড় কাঠের বাঁহুক ষোড়িআঁ
    চামড় কাঠের বাঁহুক ষোড়িআঁ ভেরছ কৈল সীকা। আগেঁ বড়ায়ি জাএ পাছে ভার বহে কাহ্ন মাঝে রাধিকা জাএ বিকা।। লড়িলা জনার্দ্দন কান্ধে লআ ভার দধি বিকে মথুরার রাজে। দেখি সব দেবাগন খলখলি হাসে ল ভাবে মজিলা দেবরাজে ।।ধ্রু।। সোনার ভাণ্ডে দধি দুধ সজাইআঁ রূপার ভাণ্ডত সজাইল ঘী। সে ভার দেব বনমালী বহে ল উলসিলী গোআলার ঝী।। […] keyboard_arrow_right
  • তনের উপর হারে
    তনের উপর হারে। আল মানএ যেহেন ভারে। অতি হৃদয়ে খিনী রাধা চলিতেঁ না পারে।। সরস চন্দন পঙ্কে। আল দেহে বিষম শঙ্কে। দহন সমান মানে নিশি শশাঙ্কে।। আল তোর বিরহ দহনে। দগধিলী রাধা জীএ তোর দরশনে ।।ধ্রু।। কুসুমশর হুতাশে। তপত দীর্ঘ নিশাসে। সঘন ছাঢ়এ রাধা বসি এক পাশে।। ক্ষেপে সজল নয়নে। দশ দিশে খনে খনে। নালহীন […] keyboard_arrow_right
  • তমাল কুসুম চিকুর গণে
    তমাল কুসুম চিকুর গণে। নীল কুরুবক তোর নয়নে।। সুপুট নাসা তিলফুলে। দেখি তোর গণ্ডযুগ মহুলে।। আধর সুরঙ্গ বান্ধুলী ফুলে। কণ্ণ যুগ তোর এ বগহুলে।। মুকুলিত কুন্দ তোর দশনে। খস্তরী কুসুম তোর বসনে।। ভুজযুগ হেম যূথিকা মালে। আশোকতবক করযুগলে।। মুকুলিত থলকমল তনে রোমারাজী তাত আতয়ীগণে।। গভীর নাভী নাগেশর ফুলে। কনক কেতকী জংঘ যুগলে।। চরণকমল থলকমলে। আঙ্গুলী […] keyboard_arrow_right
  • তিরীর সভাব মণে করে
    তিরীর সভাব মণে করে। প্রাণ কাহ্নাঞি ল তাত রোষ না কর নাগরে।। এ তোহ্মার বচনে। প্রাণ কাহ্নাঞিঁ ল সব কোপ খণ্ডিল এখনে।।এআ।। আল হের এহি জাগে তোহ্মার চরণে। প্রাণ কাহ্নাঞিঁ ল আহ্মা সম না করিহ আনে।।ধ্রু।। তোহ্মার আহ্মার দুঈ মনে। এক করী গান্থিল মদনে।। তার আনুরূপ বৃন্দাবনে। তোর বোল না করিব আনে।। বিধি কৈল তোর […] keyboard_arrow_right
  • তোর মুখে রাধিকার রূপকথা সুনী
    তোর মুখে রাধিকার রূপকথা সুনী। ধরিবাক না পারোঁ পরাণী।। বড়ায়ি ল।। দুরুন কুসুমশর সুদৃঢ় সন্ধানে। আতিশয় মোর মন হানে।।  বড়ায়ি ল।। পরাণ আধিক বড়ায়ি বোলোঁ মো তোহ্মারে। রাধিকা মানাআঁ দেহ মোরে।।ধ্রু।। কুসুমিত তরুগণ বসন্ত সমএ। তাত মধুকর মধু পীএ।। সুসর পঞ্চম  সব গাত্র পিকগণে। তেকারণে থীর নহে মনে।। আতিশয় বাঢ়ে মোর মদনবিকার। তাত কর মোর […] keyboard_arrow_right
  • তোর রতি আশোআশেঁ গেলা অভিসারে
    তোর রতি আশোআশেঁ গেলা অভিসারে। সকল শরীর বেশ করী মনোহরে।। না কর বিলম্ব রাধা করহ গমনে। তোহ্মার সঙ্কেতবেণু বাজাএ যতনে।। কালিনীর তীরে বহে মন্দ পবনে। তোহ্মাক চিন্তিতেঁ আছে নান্দের নন্দনে।।ধ্রু।। তোর তনুগত রেণু চলিল পবনে। তাহাকো করএ কাহ্ন আতি বহুমানে।। পাখি বসিতেঁ তরুপাতচলনে। তোহ্মার গতি শঙ্কিআঁ রচয়ে শয়নে।। চাহে দশ দিশ কাহ্ন চকিতে নয়নে। কত […] keyboard_arrow_right
  • দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী
    দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী সব কথা কহিআরোঁ তোহ্মারে হে। বসিআঁ কদমতলে সে কৃষ্ণ করিল কোলে চুম্বিল বদন আহ্মারে হে।। এ মোর নিস্ফল জীবন এ বড়ায়ি ল। সে কৃষ্ণ আনিআঁ দেহ মোরে হে।।ধ্রু।। লেপিআঁ তনু চন্দনে বলিআঁ তবেঁ বচনে আড়বাঁশী বাএ মধুরে। চাহিল মোরে সুরতী না দিলোঁ মো আনুমতী দেখিলোঁ মো দুঅজ পহরে।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ