• আগে খেলে গুণী দশ অবতার
    আগে খেলে গুণী দশ অবতার দেখহ নয়নে চাই। খেলে নানা খেলা সেই পঞ্চবালা এক দিঠে দেখে তাই।। মৎস্য অবতার চারি ভুজধর শঙ্খ চক্র গদা পদ্ম। তার পর আর দেখায়ে গোচর কুর্ম্মরূপ অনুসঙ্গ।। তার পর আর হইল সত্বর বরাহ আকৃতি কায়া। আনন্দে মগন অন্তর হইল দেখিয়ে বাজির ছায়া।। নৃসিংহমুরতি হইল আকৃতি শ্রবণ প্রতাপ বড়ি। হিরণ্যকশিপু জানুতে […] keyboard_arrow_right
  • আর খেলে খেলা বাজিকর-বালা
    আর খেলে খেলা বাজিকর-বালা দেখায় পাণ্ডব বংশ। ধর্ম্ম যুধিষ্ঠির ভীম সহোদর অর্জ্জুন ধরিল অংশ।। নকুল আকৃতি ধরিলা মূরতি সহদেব রূপ প্রায়। দেখিতে রাজার চিত মন হরে নয়ানে দেখিল তায়।। তেজি আনরূপ ধরিল তখনি শিশুপাল রূপ হয়। সূর্য্যবংশ কুল ভগীরথ-গণ অজ আদি করি নয়।। নানা রাজকুল নানা অবতার দেখিলা অনেক খেলা। কহেন রাজন্‌ ”আর কিবা জান […] keyboard_arrow_right
  • এ কথা জননী কিছুই না জানে
    এ কথা জননী কিছুই না জানে সঙ্গের সঙ্গতি গুণে। গোপত আখ্যান ইহা কে জানিব কেহ সে নাহিক জানে।। মূর্চ্ছিত কেশরী আপনা পাসরি পড়ল ধরণী মাঝে। যেমন সোণার প্রতিমা পড়ল অবনী মণ্ডল মাঝে।। কাঞ্চন বরণী সুবল মোহিনী দামিনী চমকে যেন। অগেয়ান হৈয়া সুধী নাহি রহে পড়ল কিশোরী তেন।। বিস্মিত হইলা ললিতা সুন্দরী অনঙ্গ মঞ্জরী কহে। ”আচম্বিতে […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া সহচরী আগে
    এ কথা শুনিয়া সহচরী আগে কহে বাজিকর রায়। ”আমি কিছু জানি তন্ত্র মন্ত্র যত, দেব ঘাত আছে গায়।।” সহচরী দাসী কহিতে লাগিল ”শুন বাজিকর তোরা। যদি বা পারব ভাল করিবারে পাবে খাসা জামা জোড়া।। বহুরত্ন পাবে রাজার গোচরে কনক রজত দান।।” কহে বাজিকর ”অনেক জানিয়ে সন্ধান বিধান আন।।” ভাল ভাল বলি দাসী গেল চলি কহিতে […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া বৃকভানুরাজা
    এ বোল শুনিয়া বৃকভানুরাজা মগন হইলা চিতে। ”তোমারে কি দিয়া আমি সে তুষিব কি তোরে আছয়ে দিতে।। পরাণ কাড়িয়া দিই তোমা হাতে তুব সে শোধন নয়, কোন বস্তু দিয়া তোমা সুখী করি হেন মোর মনে হয়।।” করেতে ধরিয়া বাহির হইলা সেই শিশু লই সঙ্গে। নানা রত্ন আদি কনকের মালা দিল হরষিত রঙ্গে।। মণি মাণিকের মালা […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত
    এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত কহেন উত্তর বোল। ”ইহার বচন জানিয়ে সকলি করিব এখন ওর।। কহেন সুবল সখা। তোমার চরিত করিব বেকত তা সনে করাব দেখা।। তোমার মরম বুঝিনু করম শুন রসময় কান। তা সনে মিলন করাব যতনে ইহাতে নাহিক আন।। তোমার মরম আমি ভালে জানি শুনহ মরম-সথা। বুঝিব চরিত জানিব বেকত তোমারে করাব দেখা।। […] keyboard_arrow_right
  • এক দিন গোচারণে সকল সখা সনে
    এক দিন গোচারণে সকল সখা সনে বসি এক তরুয়ার ছায়। নন্দের নন্দন হরি কহে কিছু মৌন ধরি সুবল সখার পানে চায়।। সখা হে, কহ দেখি কি করি উপায়। হিয়া করে কেন মত সহিতে না পারি এত নিরন্তর জ্বলিছে হিয়ায়।। হৃদয়ের কথা জান আমার বচন শুন কহ দেখি আমার যবম। মরম ব্যথিত তুমি কি আর বলিব […] keyboard_arrow_right
  • একে যে সুন্দরী কনক পুতলি
    একে যে সুন্দরী কনক পুতলি খঞ্জন লোচন তার। বদন কমলে ভ্রমরা বলয়ে তিমির কেশের ধার।। সই, নবীন বালিকা সে। দৈবে উপজিল দেখিতে না পাইল সুমতি না দিল কে ।। নয়ন উজরে পরাণ ছটয়ে ধৈরয উঠাল যে। সঙ্গে কেহ নাই শুন কহি ভাই কাহারে সুধাব কে।। দন্ত দ্বিজ দাড়িম্ব বীজ ওষ্ঠ বিম্বক শোভা। দেখিয়া যুবকে মদন […] keyboard_arrow_right
  • কনক বরন কিয়ে দরপণ
    কনক বরন কিয়ে দরপণ নিছনি দিয়ে যে তার। কপালে ললিত চাঁদ শোভিত সুন্দর অরুণ আর।। সই, কিবা সে মুখের হাসি। হিয়ার ভিতর পাঁজর কাটিয়া মরমে রহিল পশি। গলার উপর মণিময় হার গগন মণ্ডল হেরু। কুচযুগ গিরি কনক গাগরি উলটি পড়য়ে মেরু।। গুরু যে উরুতে লম্বিত কেশ হেরি যে সুন্দর ভার। বহিয়া দুকূল বরণের ফুল জলদ […] keyboard_arrow_right
  • কহে পঞ্চজন শুনহ রাজন্‌
    কহে পঞ্চজন ”শুনহ রাজন্‌ এক নিবেদন আছে। তোমার নন্দিনী সঙ্গে একজন নিরবধি থাকে কাছে।। দেবের নির্ঘাত হয়েছিল অঙ্গে এবে জানি কোন দোষ। যমুনাতে স্নান করাহ যতনে ঘুচুক দেবের রোষ।। এক তীর্থ হয় পতিত পাবনী করিলে তাহাতে স্নান। যত দোষ ঘুচে তবে অন্ন রুচে ইহাতে নাহিক আন।।” তবে সহচরী এক সঙ্গে দিল যমুনা সিনান লাগি। চলে […] keyboard_arrow_right
  • 1
  • 5
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ