• ঠেকিনু দানীর হাতে
    ”ঠেকিনু দানীর হাতে। বহুদিন এই পথে আসি যাই পশরা লইয়া মাথে।। যে বলে জাগাতি যায় তার জাতি কুলের বজর পড়ি। যত করে নাট আসি এই ঘাট এই যে বড়াই বুড়ি।। বুড়ির বচনে এ পথে আসিয়া ঠেকিল দানীর ঠাঁই। কেমনে ও পারে গেলে সে আমরা আর সে আসিব নাই ।। কে জানে এমন হবে পরিণাম তবে […] keyboard_arrow_right
  • বেরাইতে রাধা নাহি পড়ে বাধা
    বেরাইতে রাধা নাহি পড়ে বাধা পশরা লইতে মাথে। তবে কি এ পথে পশরা লইয়া আসিথু বড়াই সাথে।। সব গোপীগণ বিরস বদন কহিছে কানুর কাছে। ”বিকি গেল বয়ে বেলা সে উচর অনুরথ হয় পাছে।। অবলা দেখিয়া পথের মাঝারে এত পরমাদ কর। তোমার চরিত বুঝিতে না পারি কুবুদ্ধি ছাড়িতে নার”।। রাই বলে ”তুমি গোকুলে বসতি শুনেছি তোমার […] keyboard_arrow_right
  • রাধা কহে শুন রসিক নাগর
    রাধা কহে শুন রসিক নাগর পিরিতি বিষম বড়ি। পিরিতি করিয়ে মরিয়ে ঝুরিয়ে কেমনে পিরিতি ছাড়ি।। নিশি পোহাইল দিবস হইল মন্দিরে চলিয়া যাও। শাশুড়ী ননদী উঠিয়া বৈঠব তুরিতে তাম্বূল খাও।। চূড়ার বন্ধন এলায়ে পড়েছে বাঁধহ যতন করি। শ্রীমুখমণ্ডল মলিন হয়েছে আহা মরি মরি মরি।। হাসিয়া নাগর মুখে দিয়া কর মুছিতে মুছিতে কানু। অতি প্রিয় তথা পড়েছিল […] keyboard_arrow_right
  • হাসি কেহ তবে সব গোপনারী
    হাসি কেহ তবে সব গোপনারী “আর কিবা নিতে আছে। এ নব যৌবন কুল সমাপন দিয়াছি তোমার কাছে।। কায়মন চিতে বিধির বিধান শরণ লইয়াছি। আর কিবা চাহ আগে তাহা লহ আমরা জানিয়াছি।। তুমি তরু লতা মোরা ফল পাতা তুলিয়া লইতে কি। নহে অতি দূর বড় পরিশ্রম তোমারে বলিব কি।। এ তিল তুলসী তোমার চরণে সঁপিয়াছি জাতিকুল। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ